যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কেমি ব্যাডেনক। আজ শনিবার (০২ নভেম্বর) নির্বাচিত হয়েই দলের প্রতিষ্ঠিত মূলনীতিতে ফিরে ভোটারদের আস্থা ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হয়েছেন ৪৪ বছর বয়সী এই ব্যাডেনক। তিনি বলেন, তাঁদের দল বামপন্থী সরকারের মতো পরিচালনা করার কারণে রাজনৈতিক কেন্দ্র থেকে সরে গেছে। তাই এখন দলটির ঐতিহ্যবাহী আদর্শে ফিরে আসা উচিত।
যুক্তরাজ্যের একটি প্রধান রাজনৈতিক দলের প্রথম কৃষ্ণাঙ্গ নারী নেতা হিসেবে ব্যাডেনক কাজ শুরু করবেন। তিনি সম্ভবত রাষ্ট্রের আকার ছোট করার নীতিকে সমর্থন করবেন ও তাঁর মতে প্রতিষ্ঠানিক বামপন্থী চিন্তাকে চ্যালেঞ্জ করবেন।
মাসব্যাপী নেতৃত্ব প্রতিযোগিতার চূড়ান্ত গণনার দিন সমর্থকদের তিনি বলেন, ‘সত্য বলার সময় এসেছে’। কনজারভেটিভরা কেন গত জুলাইয়ের নির্বাচনে এত বাজেভাবে পরাজিত হয়েছিল— সেসব প্রশ্নের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘এখন কাজ করার সময়, এখন নবজাগরণের সময়।’
২০১৬ সালের মাঝামাঝি থেকে কনজারভেটিভদের পঞ্চম নেতা হলেন ব্যাডেনক। দলের ৫৩ হাজার ৮০৬ জন সদস্য তার পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে সাবেক অভিবাসনমন্ত্রী রবার্ট জেনরিকের পক্ষে ভোট পড়েছে ৪১ হাজার ৩৮৮টি।
২০২৯ সালের মধ্যে যুক্তরাজ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কনজারভেটিভ পার্টির কেউ কেউ সেই নির্বাচন জয় নিয়ে আবার ক্ষমতায় আসাব স্বপ্ন দেখছেন। তবে মধ্যপন্থী কনজারভেটিভরা বলছেন, ব্যাডেনকের অবস্থানের কারণে দলের মধ্যপন্থী অংশ এবং গত নির্বাচনে মধ্যপন্থী লিবারেল ডেমোক্রেটরা কিছু ভোটার নিয়ে যেতে পারে।
দলীয় সদস্যদের উদ্দেশে ব্যাডেনক বলেন, ‘আমাদের সামনে কঠিন কিন্তু সহজ কাজটি দাঁড়িয়ে আছে। আমাদের প্রথম দায়িত্ব হলো লেবার সরকারকে জবাবদিহি করা। আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো আগামী কয়েক বছর ধরে সরকার পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়া।’
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কেমি ব্যাডেনক। আজ শনিবার (০২ নভেম্বর) নির্বাচিত হয়েই দলের প্রতিষ্ঠিত মূলনীতিতে ফিরে ভোটারদের আস্থা ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্থলাভিষিক্ত হয়েছেন ৪৪ বছর বয়সী এই ব্যাডেনক। তিনি বলেন, তাঁদের দল বামপন্থী সরকারের মতো পরিচালনা করার কারণে রাজনৈতিক কেন্দ্র থেকে সরে গেছে। তাই এখন দলটির ঐতিহ্যবাহী আদর্শে ফিরে আসা উচিত।
যুক্তরাজ্যের একটি প্রধান রাজনৈতিক দলের প্রথম কৃষ্ণাঙ্গ নারী নেতা হিসেবে ব্যাডেনক কাজ শুরু করবেন। তিনি সম্ভবত রাষ্ট্রের আকার ছোট করার নীতিকে সমর্থন করবেন ও তাঁর মতে প্রতিষ্ঠানিক বামপন্থী চিন্তাকে চ্যালেঞ্জ করবেন।
মাসব্যাপী নেতৃত্ব প্রতিযোগিতার চূড়ান্ত গণনার দিন সমর্থকদের তিনি বলেন, ‘সত্য বলার সময় এসেছে’। কনজারভেটিভরা কেন গত জুলাইয়ের নির্বাচনে এত বাজেভাবে পরাজিত হয়েছিল— সেসব প্রশ্নের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘এখন কাজ করার সময়, এখন নবজাগরণের সময়।’
২০১৬ সালের মাঝামাঝি থেকে কনজারভেটিভদের পঞ্চম নেতা হলেন ব্যাডেনক। দলের ৫৩ হাজার ৮০৬ জন সদস্য তার পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে সাবেক অভিবাসনমন্ত্রী রবার্ট জেনরিকের পক্ষে ভোট পড়েছে ৪১ হাজার ৩৮৮টি।
২০২৯ সালের মধ্যে যুক্তরাজ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কনজারভেটিভ পার্টির কেউ কেউ সেই নির্বাচন জয় নিয়ে আবার ক্ষমতায় আসাব স্বপ্ন দেখছেন। তবে মধ্যপন্থী কনজারভেটিভরা বলছেন, ব্যাডেনকের অবস্থানের কারণে দলের মধ্যপন্থী অংশ এবং গত নির্বাচনে মধ্যপন্থী লিবারেল ডেমোক্রেটরা কিছু ভোটার নিয়ে যেতে পারে।
দলীয় সদস্যদের উদ্দেশে ব্যাডেনক বলেন, ‘আমাদের সামনে কঠিন কিন্তু সহজ কাজটি দাঁড়িয়ে আছে। আমাদের প্রথম দায়িত্ব হলো লেবার সরকারকে জবাবদিহি করা। আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো আগামী কয়েক বছর ধরে সরকার পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়া।’
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
৫ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
৫ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
৬ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
৬ ঘণ্টা আগে