Ajker Patrika

ইউক্রেনের অচলাবস্থা কমাতে আগামী দিনগুলো গুরুত্বপূর্ণ হবে : মাখোঁ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৮
ইউক্রেনের অচলাবস্থা কমাতে আগামী দিনগুলো গুরুত্বপূর্ণ হবে : মাখোঁ

ইউক্রেন সংকট এড়াতে গতকাল সোমবার মস্কোয় ছুটে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে ইমানুয়েল মাখোঁ বলেন, ইউক্রেনের অচলাবস্থা কমাতে আগামী দিনগুলো গুরুত্বপূর্ণ হবে। অন্যদিকে পুতিন বলেছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য বাড়ানোর পর পশ্চিমা নেতার সঙ্গে তাঁর প্রথম মস্কো বৈঠকে আলোচনার অগ্রগতি হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইমানুয়েল মাখোঁ পাঁচ ঘণ্টাব্যাপী কথা বলেছেন এবং নৈশভোজে অংশ নিয়েছিলেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ইমানুয়েল মাখোঁ বলেন, ‘আরও একান্ত আলোচনার প্রয়োজন এবং আমরা একসঙ্গে আরও আলোচনা করব।’ 

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘মাখোঁর কিছু প্রস্তাব যৌথ পদক্ষেপের ভিত্তি তৈরি করতে পারে। তবে এ সম্পর্কে কথা বলার জন্য এখনই তাড়াহুড়োর কিছু নেই।’ 

রাশিয়া সফরের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউক্রেন সংকট নিয়ে কথা বলতে আজ মঙ্গলবার কিয়েভ যাচ্ছেন। তাঁর কিয়েভ সফরের পর মাখোঁ ও পুতিন পুনরায় কথা বলবেন। 

সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়া লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে। গত রোববার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া ৭০ শতাংশ সৈন্যকে একত্রিত করেছে। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। অন্যদিকে মস্কো বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। 

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায়, তবে রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। গতকাল ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে আলোচনার পর বাইডেন বলেন, ‘ইউক্রেনে আক্রমণ করলে আমরা রাশিয়ার নর্ড স্ক্রিম-২ পাইপলাইন বন্ধ করে দেব।’ 

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জো বাইডেন এবং ওলাফ স্কুলজ একটি যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে নর্ড স্ট্রিম-২ সম্পর্কে জিজ্ঞেস করা হলে মার্কিন প্রেসিডেন্ট এমন বক্তব্য দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত