অনলাইন ডেস্ক
এ বছরের অক্টোবরে ক্যাথলিক বিশপদের একটি মিটিংয়ে নারীরা ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন বলে জানা গেছে। গতকাল বুধবার পোপ ফ্রান্সিস ওই মিটিংয়ে ভোটদানের নীতিমালার অনুমোদন করেছেন। যেখানে সাধারণ মানুষ ও নারীদের ভিট দেওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে।
ভ্যাটিক্যান সিনোদ অফিস সূত্রে জানা গেছে, বিশপদের ওই মিটিং সিনোদ নামে পরিচিত। এতে পূর্বে শুধুমাত্র বিশপরাই ভোট দিতে পারতেন। কিন্তু নতুন এই নিয়মে মোট ভোটের ৭০ শতাংশ হবেন সাধারণ মানুষ। এর মধ্য আবার ৫০ শতাংশই হবেন নারী।
সিনোদ মিটিং সাধারণত পোপ ডেকে থাকেন বিশেষ কোনো বিষয়ে আলোচনার জন্য। চার্চের নিয়ম ও মতবাদ পরিবর্তনের কোনো ক্ষমতা নেই এই কমিটির। তবে তাঁরা পোপোর আনীত প্রস্তাব সমর্থন বা নাকচ করে থাকেন।
পোপের পক্ষে এই নীতিমালা ঘোষণা করেন সিনোদের সেক্রেটারি জেনারেল কার্ডিনাল মারিও এবং জেনারেল রিলেটর কার্ডিনাল জ্যাঁ ক্লদ হোলেরিক। গতকাল বুধবার ভ্যাটাক্যান সিটির হলি সি–তে এক সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ‘এটা কোনো বিপ্লব নয়, বরং গুরুত্বপূর্ণ পরিবর্তন যা জরুরি ছিল।’
সাধারণ ভোটের ৫০ শতাংশ নারী হতে হবে জানিয়ে তাঁরা বলেন, ‘এটাই আমাদের এ ধরায় বেঁচে থাকার পন্থা।’
যুক্তরাষ্ট্রভিত্তিক ওমেন অর্ডিনেশন কনফারেন্স নারী পুরোহিতদের সমর্থনে দীর্ঘদিন ধরে ক্যাম্পেইন করে আসছে। এরপর এই সিদ্ধান্ত নেওয়া হলো। এ খবরে উল্লাস প্রকশ করেছে সংস্থাটি।
সংস্থাটি জানিয়েছে, এটি কর্দমাক্ত কাঁচের দেয়ালে এক বড় আচড়। সংস্থাটির ওকালতি, অ্যাক্টিভিজম ও ক্যাম্পেইনের ফলেই আজ এমন সিদ্ধান্ত এসেছে।
অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিনোদের মূল প্রসঙ্গ হবে ‘সিনোড্যালিটি’। যা চার্চ পরিচালনায় জনগণের অংশগ্রহণের বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবে। এই মিটিং তিন বছর ধরে চলবে যা ২০২৪ সালে শেষ হবে।
এ বছরের অক্টোবরে ক্যাথলিক বিশপদের একটি মিটিংয়ে নারীরা ভোট দেওয়ার অধিকার পাচ্ছেন বলে জানা গেছে। গতকাল বুধবার পোপ ফ্রান্সিস ওই মিটিংয়ে ভোটদানের নীতিমালার অনুমোদন করেছেন। যেখানে সাধারণ মানুষ ও নারীদের ভিট দেওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে।
ভ্যাটিক্যান সিনোদ অফিস সূত্রে জানা গেছে, বিশপদের ওই মিটিং সিনোদ নামে পরিচিত। এতে পূর্বে শুধুমাত্র বিশপরাই ভোট দিতে পারতেন। কিন্তু নতুন এই নিয়মে মোট ভোটের ৭০ শতাংশ হবেন সাধারণ মানুষ। এর মধ্য আবার ৫০ শতাংশই হবেন নারী।
সিনোদ মিটিং সাধারণত পোপ ডেকে থাকেন বিশেষ কোনো বিষয়ে আলোচনার জন্য। চার্চের নিয়ম ও মতবাদ পরিবর্তনের কোনো ক্ষমতা নেই এই কমিটির। তবে তাঁরা পোপোর আনীত প্রস্তাব সমর্থন বা নাকচ করে থাকেন।
পোপের পক্ষে এই নীতিমালা ঘোষণা করেন সিনোদের সেক্রেটারি জেনারেল কার্ডিনাল মারিও এবং জেনারেল রিলেটর কার্ডিনাল জ্যাঁ ক্লদ হোলেরিক। গতকাল বুধবার ভ্যাটাক্যান সিটির হলি সি–তে এক সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ‘এটা কোনো বিপ্লব নয়, বরং গুরুত্বপূর্ণ পরিবর্তন যা জরুরি ছিল।’
সাধারণ ভোটের ৫০ শতাংশ নারী হতে হবে জানিয়ে তাঁরা বলেন, ‘এটাই আমাদের এ ধরায় বেঁচে থাকার পন্থা।’
যুক্তরাষ্ট্রভিত্তিক ওমেন অর্ডিনেশন কনফারেন্স নারী পুরোহিতদের সমর্থনে দীর্ঘদিন ধরে ক্যাম্পেইন করে আসছে। এরপর এই সিদ্ধান্ত নেওয়া হলো। এ খবরে উল্লাস প্রকশ করেছে সংস্থাটি।
সংস্থাটি জানিয়েছে, এটি কর্দমাক্ত কাঁচের দেয়ালে এক বড় আচড়। সংস্থাটির ওকালতি, অ্যাক্টিভিজম ও ক্যাম্পেইনের ফলেই আজ এমন সিদ্ধান্ত এসেছে।
অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিনোদের মূল প্রসঙ্গ হবে ‘সিনোড্যালিটি’। যা চার্চ পরিচালনায় জনগণের অংশগ্রহণের বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবে। এই মিটিং তিন বছর ধরে চলবে যা ২০২৪ সালে শেষ হবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, দেশটির দক্ষিণ সীমান্তে আরও প্রায় ৩ হাজার সেনা মোতায়েন করা হবে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড (নর্থকম) এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় স্ট্রাইকার ব্রিগেড কমব্যাট টিম (এসবিসিটি) থেকে প্রায় ২ হাজার ৪০০ সেনা এবং তৃতীয় কমব্যাট এভিয়েশন ব্রিগেড থেকে ৫০০
১৭ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে শত শত মানুষ ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে। ভারমন্টের ওয়েটসফিল্ড শহরেও সমবেত হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানে ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স তাঁর পরিবার নিয়ে স্কি অবকাশযাপনে গিয়েছিলেন।
২ ঘণ্টা আগেভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলায় স্যাম্পলা বাসস্ট্যান্ড ফ্লাইওভারের কাছে একটি স্যুটকেস থেকে কংগ্রেসের তরুণ কর্মী হিমানি নারওয়ালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার এই ঘটনা জানাজানি হলে রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা, শ্বাসরোধে হিমানিকে হত্যা করা হয়েছে এবং হত্যার পর তাঁর মরদেহটি স্
২ ঘণ্টা আগেহোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের খবরটি যতক্ষণে পৌঁছাল, ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে কিয়েভে। ইউক্রেনের সেনাবাহিনীর এক কর্নেল তখন খাবার টেবিলে বসে ছিলেন। তাঁর ফোনটি বেজে ওঠে এবং ওপাশ থেকে কারও রুদ্ধশ্বাস কণ্ঠস্বর তাঁকে ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির কথোপকথনের ফুটেজ দেখার
৪ ঘণ্টা আগে