Ajker Patrika

পুতিনের জন্মদিনে ‘ট্রাক্টর’ উপহার দিলেন লুকাশেঙ্কো

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১০: ২৪
পুতিনের জন্মদিনে ‘ট্রাক্টর’ উপহার দিলেন লুকাশেঙ্কো

নিজের ৭০তম জন্মবার্ষিকীতে একটি ট্রাক্টর উপহার পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার তাঁকে এই বিরল উপহারটি দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

একই দিনে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের মানবাধিকারকর্মী আলেস বিলিয়াৎস্কি, রাশিয়ার মেমোরিয়াল গ্রুপ এবং ইউক্রেনের সেন্টার ফর সিভিল লিবার্টিস। 

এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাশিয়ান অর্থোডক্স চার্চ প্যাট্রিয়ার্ক কিরিল বলেছেন, ‘ঈশ্বর আপনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন, যাতে আপনি দেশের জন্য এবং দেশের জনগণের জন্য মহান দায়িত্ব পালন করতে পারেন।’ 

বেলারুশের প্রেসিডেন্ট, যিনি পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, তিনি সাংবাদিকদের বলেছেন, রুশ প্রেসিডেন্টকে তিনি জন্মদিন উপলক্ষে একটি বেলারুশিয়ান ট্রাক্টর উপহার দিয়েছেন। 

প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ক্রেমলিনের প্রধান ও কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) কর্মকর্মাদের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে সেন্ট পিটার্সবার্গে ছিলেন। সেখানে তিনি উপহারটি দিয়েছেন। 

পুতিনের জন্মদিনে ট্রাক্টর উপহার দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোলুকাশেঙ্কো মজা করে বলেছেন, ‘ট্রাক্টরটি গম চাষ করতে ব্যবহার করা যেতে পারে, যাতে ইউরোপীয়রা ইউক্রেন থেকে রুটি চুরি না করে।’

বিশ্বের দুই বৃহত্তম শস্য রপ্তানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেন। দেশ দুটির মধ্যে সাম্প্রতিক যুদ্ধের কারণে রপ্তানি ব্যাহত হয়েছে। ফলে বিশ্বব্যাপী খাদ্যসংকট দেখা দিয়েছে। 

পুতিনের জন্মদিনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। এদের মধ্যে চেচেন নেতা কাদিরভ একটি ভিডিওর মাধ্যমে পুতিনের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সাফল্য কামনা করেছেন। 

রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন টেলিগ্রামে বলেছেন, পুতিন আছেন বলেই রাশিয়া আছে। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের জন্মদিনে ক্রেমলিনে ২০টি ভিন্ন জাতিগোষ্ঠীর প্রায় ৪০ জন মিলে একটি ফ্ল্যাশ মব করেছে। 

রুশ টেলিভিশন নেটওয়ার্ক আরটি জানিয়েছে, বেলারুশ ট্রাক্টর হলো আইকনিক চার চাকার যান। ১৯৫০ সাল থেকে মিনস্ক ট্র্যাক্টর ওয়ার্কস এটি তৈরি করছে। বিশ্বের প্রায় ১০০ দেশে বিক্রি হয় এই গাড়ি। 

আলেক্সান্ডার লুকাশেঙ্কোর টেলিগ্রাম চ্যানেলে ট্রাক্টরটির ছবি প্রকাশ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত