Ajker Patrika

রাশিয়া নয়, ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী ২০১৪ সালের অভ্যুত্থান: পুতিন 

আপডেট : ০৬ জুন ২০২৪, ২০: ১৯
রাশিয়া নয়, ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী ২০১৪ সালের অভ্যুত্থান: পুতিন 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যে যুদ্ধ চলছে তা রাশিয়ার কারণে শুরু হয়নি। শুরু হয়েছে ইউক্রেনে ২০১৪ সালে যে, বর্ণ বিপ্লব কালার রেভোলিউশন তথা অভ্যুত্থান হয়েছিল তার কারণে হয়েছে। সপ্তম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে (এসপিআইইএফ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে পুতিন এসব কথা বলেন। 

রাশিয়ার সংবাদমাধ্যম স্পুৎনিকের প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। পুতিন বলেন, ‘আমরা যুদ্ধ শুরু করিনি, ২০১৪ সালে এক অভ্যুত্থানের কারণেই ইউক্রেন যুদ্ধের শুরু। যারা অভ্যুত্থানের সঙ্গে একমত ছিল না বন্দুকের সাহায্যে তাদের ধ্বংস করার চেষ্টা করা হয়।’ 

রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন উল্লেখ করে পুতিন বলেন, ‘রাশিয়া শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে। তারই লক্ষ্যে ২০১৫ সালে মিনস্ক চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়া। যা ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আইন মেনে গঠিত।’ 

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কথা বলে পুতিন এ সময় জানান, ওয়াশিংটন ইউক্রেনের এই অসাংবিধানিক কাজকে উসকে দিয়েছে যার ফলে এখন যা ঘটছে তার জন্য তারা (ওয়াশিংটন) সমানভাবে দায়ী। যার ফলে এখন কি ঘটছে তা কি আমার বলার দরকার আছে?’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট পুতিন। 

একই সম্মেলনে পুতিন বলেছেন, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না রাশিয়া। সংবাদ সম্মেলনে ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করলে পুতিন জানান, ‘এটি প্রশ্নাতীত নয়।’ অর্থাৎ প্রয়োজনে রাশিয়া বিষয়টি বিবেচনা করবে। রাশিয়ার ২০২০ সালের পারমাণবিক মতবাদ তথা নিউক্লিয়ার ডকট্রিনের প্রতি ইঙ্গিত করে পুতিন বলেন, ‘কিছু কারণে পশ্চিমারা বিশ্বাস করেন যে, রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত