ঢাকা: ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের দিকে সতর্কতামূলক গুলি ও বোমা নিক্ষেপ করেছে রাশিয়া। আজ বুধবার ক্রিমিয়ার কেপ ফিওলেন্ট উপকূলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, জাহাজটি কৃষ্ণসাগরে রুশ জলসীমায় ঢুকে গিয়েছিল। তবে এ দাবি অস্বীকার করেছে যুক্তরাজ্য।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ ডেস্ট্রয়ার এইচএমএস ডিফেন্ডারকে রুশ জলসীমা লঙ্ঘন করলে অস্ত্র ব্যবহার করা হবে বলে প্রাথমিক হুঁশিয়ারি দেওয়া হয়। তারা এতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ যুদ্ধজাহাজটি সীমা পেরিয়ে তিন কিলোমিটার ভেতরে প্রবেশ করায় গুলি ছোড়া হয়।
রাশিয়া বলছে, তাদের একটি প্যাট্রল জাহাজ এইচএমএস ডিফেন্ডারের দিকে গুলি ছুড়ে সতর্ক করে এবং একটি এসইউ-২৪ যুদ্ধবিমান সেটির গতিপথ বরাবর চারটি বোমা ফেলে। এতে বাধ্য হয়ে ব্রিটিশ যুদ্ধজাহাজটি মুখ ঘুরিয়ে নেয়।
এ ঘটনার বিষয়ে রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তাকে মস্কো তলব করেছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম তাস।
তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডিফেন্ডারের দিকে গুলি-বোমা ছোড়ার কোনো ঘটনাই ঘটেনি।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, রয়্যাল নেভির জাহাজটি আন্তর্জাতিক আইন অনুসরণ করে ইউক্রেনের জলসীমা দিয়ে নির্বিবাদভাবে পথ পার হচ্ছে মাত্র।
উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া। আন্তর্জাতিক মহলের ব্যাপক সমালোচনা সত্ত্বেও এখনো অঞ্চলটি নিয়ন্ত্রণে রেখেছে রুশ সরকার।
ঢাকা: ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের দিকে সতর্কতামূলক গুলি ও বোমা নিক্ষেপ করেছে রাশিয়া। আজ বুধবার ক্রিমিয়ার কেপ ফিওলেন্ট উপকূলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, জাহাজটি কৃষ্ণসাগরে রুশ জলসীমায় ঢুকে গিয়েছিল। তবে এ দাবি অস্বীকার করেছে যুক্তরাজ্য।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ ডেস্ট্রয়ার এইচএমএস ডিফেন্ডারকে রুশ জলসীমা লঙ্ঘন করলে অস্ত্র ব্যবহার করা হবে বলে প্রাথমিক হুঁশিয়ারি দেওয়া হয়। তারা এতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ যুদ্ধজাহাজটি সীমা পেরিয়ে তিন কিলোমিটার ভেতরে প্রবেশ করায় গুলি ছোড়া হয়।
রাশিয়া বলছে, তাদের একটি প্যাট্রল জাহাজ এইচএমএস ডিফেন্ডারের দিকে গুলি ছুড়ে সতর্ক করে এবং একটি এসইউ-২৪ যুদ্ধবিমান সেটির গতিপথ বরাবর চারটি বোমা ফেলে। এতে বাধ্য হয়ে ব্রিটিশ যুদ্ধজাহাজটি মুখ ঘুরিয়ে নেয়।
এ ঘটনার বিষয়ে রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তাকে মস্কো তলব করেছে বলে জানিয়েছে রুশ গণমাধ্যম তাস।
তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডিফেন্ডারের দিকে গুলি-বোমা ছোড়ার কোনো ঘটনাই ঘটেনি।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, রয়্যাল নেভির জাহাজটি আন্তর্জাতিক আইন অনুসরণ করে ইউক্রেনের জলসীমা দিয়ে নির্বিবাদভাবে পথ পার হচ্ছে মাত্র।
উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া। আন্তর্জাতিক মহলের ব্যাপক সমালোচনা সত্ত্বেও এখনো অঞ্চলটি নিয়ন্ত্রণে রেখেছে রুশ সরকার।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে