Ajker Patrika

যুদ্ধজাহাজ ক্ষতির কথা স্বীকার মস্কোর, কিয়েভে হামলার হুমকি

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১২: ৩২
যুদ্ধজাহাজ ক্ষতির কথা স্বীকার মস্কোর, কিয়েভে হামলার হুমকি

ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। রাশিয়াও ইউক্রেনের হামলায় তাদের যুদ্ধজাহাজ ক্ষতির কথা স্বীকার করেছে। পাশাপাশি এই ঘটনার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের কমান্ড সেন্টারে হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছে মস্কো। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, জাহাজে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হওয়ার পর মোস্কভা ক্রুজারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

অন্যদিকে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মোস্কভা মিসাইল ক্রুজারে আগুন ধরে যাওয়ার কারণে গোলাবারুদ বিস্ফোরিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের ওদেসার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো বলেন, কৃষ্ণসাগরে নেপচুন ক্ষেপণাস্ত্র রাশিয়ান জাহাজের খুব মারাত্মক ক্ষতি করেছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিচ ইউটিউবে একটি সম্প্রচারে অংশ নিয়ে বলেন, রুশ যুদ্ধজাহাজ দ্য মোস্কভা প্রবলভাবে জ্বলছে। এই ঝোড়ো সমুদ্রের তারা সাহায্য পাবে কি না তা অজানা। সেখানে ৫১০ জন ক্রু সদস্য আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত