Ajker Patrika

প্রতিবেশীদের ওপর খবরদারি করবে না চীন

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১১: ২৮
প্রতিবেশীদের ওপর খবরদারি করবে না চীন

ছোট প্রতিবেশীদের ওপর চীন খবরদারি করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সি জিনপিং। গতকাল সোমবার দক্ষিণ-পূর্ব এশীয় জাতিপুঞ্জ বা আসিয়ান-চীনের বার্ষিক সম্মেলন সি জিনপিং এ মন্তব্য করেন। সম্মেলনে মিয়ানমারের কোনো প্রতিনিধি ছিলেন না। 

সি বলেন, ‘প্রতিবেশীদের থেকে আয়তনে বড় হওয়ার সুবিধা নেবে না চীন। প্রতিবেশীদের ভালো বন্ধু ও সহযোগী হবে বেইজিং।’ তা ছাড়া অন্য কাউকে আসিয়ানভুক্ত দেশগুলোয় হস্তক্ষেপ করতেও চীন বাধা দেবে বলে জানান চীনা প্রেসিডেন্ট। 

দক্ষিণ চীন সাগর নিয়ে আসিয়ান সদস্য, ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনেই, তাইওয়ান, মালয়েশিয়া নিয়ে দ্বন্দ্ব রয়েছে বেইজিংয়ের। নিজেদের মালবাহী বোট চলাচলে দক্ষিণ চীন সাগরে গত বৃহস্পতিবার চীনা কোস্ট গার্ডের প্রতিবন্ধকতার তীব্র সমালোচনা করেছে ফিলিপাইন। প্রতিবেশীদের সঙ্গে চীনের ব্যবহার ‘ঘৃণাজনক’ বলে সম্মেলনে মন্তব্য করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তে। 

অন্যদিকে দক্ষিণ চীন সাগর নিয়ে জাপান থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও বেইজিংয়ের মতবিরোধ রয়েছে। প্রসঙ্গত, আসিয়ানের সদস্য না হলেও প্রতিবছর আসিয়ান-চীন সম্মেলন হয়।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত