ঢাকা: কয়েক দশকের মধ্যে চীনে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে ধীর গতি দেখা যাচ্ছে। আজ মঙ্গলবার চীন সরকারের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
আদমশুমারির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছর চীনে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ৫৩ শতাংশ। এই হার ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিল শূন্য দশমিক ৫৭ শতাংশ।
ব্রিটিশ সংবাদমাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে আদমশুমারিটি করা হয়। প্রায় ৭০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন।
চীনে প্রতি দশ বছর পরপর আদমশুমারি করা হয়। জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে ১৯৭৯ সালে এক সন্তান নীতি চালু করেছিল চীন। জনসংখ্যা বৃদ্ধির হার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় ২০১৬ সালে চীন সরকার এক সন্তান নীতি থেকে সরে আসে। অনধিক দুই সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে ওই সিদ্ধান্ত জনসংখ্যা বৃদ্ধির হারে তেমন প্রভাব ফেলতে পারেনি। দেশটির বর্তমান জনসংখ্যা ১৪১ কোটি।
আদমশুমারির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, চীনে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি তরুণ ও কর্মক্ষম মানুষের সংখ্যা কমেছে। দেখা গেছে, ১৫ থেকে ৫৯ বছর বয়সী লোকের সংখ্যা ৭ শতাংশ কমে গেছে। আর ষাটোর্ধ্বদের সংখ্যা ৫ শতাংশ বেড়েছে।
এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে চীনে তরুণদের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে বিয়ের প্রতি চরম অনীহা লক্ষ্য করা যাচ্ছে। জন্মহারে এর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।
চীনে ২০২০ সালে ১ কোটি ২০ লাখ শিশু জন্ম নেয়। এর আগের বছর এ সংখ্যা ছিল ১ কোটি সাড়ে ৪৬ লাখ। ১৯৪৯ সালের পর সেটিই ছিল সর্বনিম্ন হার। এখন দেশটির প্রতিটি পরিবারে গড় জনসংখ্যা ২ দশমিক ৬২ জন। ১০ বছর আগে এ সংখ্যা ছিল ৩ দশমিক ১০ জন।
দ্রব্যমূল্য বৃদ্ধি, করোনা মহামারির কারণে সৃষ্ট অনিশ্চয়তা এবং হাসপাতালে সন্তান জন্ম দেওয়া নিয়ে বিদ্যমান আতঙ্কের কারণে দম্পতিদের মধ্যে সন্তান নেওয়ার আগ্রহে ভাটা পড়েছে বলে মনে করছেন চীনা কর্মকর্তারা।
ঢাকা: কয়েক দশকের মধ্যে চীনে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে ধীর গতি দেখা যাচ্ছে। আজ মঙ্গলবার চীন সরকারের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
আদমশুমারির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ বছর চীনে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ৫৩ শতাংশ। এই হার ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত ছিল শূন্য দশমিক ৫৭ শতাংশ।
ব্রিটিশ সংবাদমাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে আদমশুমারিটি করা হয়। প্রায় ৭০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন।
চীনে প্রতি দশ বছর পরপর আদমশুমারি করা হয়। জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে ১৯৭৯ সালে এক সন্তান নীতি চালু করেছিল চীন। জনসংখ্যা বৃদ্ধির হার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় ২০১৬ সালে চীন সরকার এক সন্তান নীতি থেকে সরে আসে। অনধিক দুই সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়। তবে ওই সিদ্ধান্ত জনসংখ্যা বৃদ্ধির হারে তেমন প্রভাব ফেলতে পারেনি। দেশটির বর্তমান জনসংখ্যা ১৪১ কোটি।
আদমশুমারির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, চীনে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি তরুণ ও কর্মক্ষম মানুষের সংখ্যা কমেছে। দেখা গেছে, ১৫ থেকে ৫৯ বছর বয়সী লোকের সংখ্যা ৭ শতাংশ কমে গেছে। আর ষাটোর্ধ্বদের সংখ্যা ৫ শতাংশ বেড়েছে।
এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে চীনে তরুণদের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে বিয়ের প্রতি চরম অনীহা লক্ষ্য করা যাচ্ছে। জন্মহারে এর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে।
চীনে ২০২০ সালে ১ কোটি ২০ লাখ শিশু জন্ম নেয়। এর আগের বছর এ সংখ্যা ছিল ১ কোটি সাড়ে ৪৬ লাখ। ১৯৪৯ সালের পর সেটিই ছিল সর্বনিম্ন হার। এখন দেশটির প্রতিটি পরিবারে গড় জনসংখ্যা ২ দশমিক ৬২ জন। ১০ বছর আগে এ সংখ্যা ছিল ৩ দশমিক ১০ জন।
দ্রব্যমূল্য বৃদ্ধি, করোনা মহামারির কারণে সৃষ্ট অনিশ্চয়তা এবং হাসপাতালে সন্তান জন্ম দেওয়া নিয়ে বিদ্যমান আতঙ্কের কারণে দম্পতিদের মধ্যে সন্তান নেওয়ার আগ্রহে ভাটা পড়েছে বলে মনে করছেন চীনা কর্মকর্তারা।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
১০ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৩ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১৫ ঘণ্টা আগে