অনলাইন ডেস্ক
করোনা ভ্যাকসিনের কার্যক্ষমতা বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। এ জন্য বিভিন্ন ভ্যাকসিনের সংমিশ্রণ করে পরীক্ষা চালানোর কথাও বিবেচনা করছে দেশটি। চীনের একজন শীর্ষ কর্মকর্তা সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন।
চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক গাও ফুর বরাত দিয়ে চীনের সংবাদমাধ্যম দ্য পেপারের প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান ভ্যাকসিনগুলির কার্যকারিতা হার বেশি নয়। এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষগুকে বিভিন্ন উপায় বিবেচনা করতে হবে।
চীনা ভ্যাকসিনের কার্যক্ষমতা নিয়ে সন্দেহ আগে থেকেই রয়েছে। বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করে নিলেন চীনের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা গাও ফু। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে চীনের ভ্যাকসিন রফতানি করা হয়েছে। এছাড়া চীনের জনগণকেও এই ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এর আগে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেওয়া এক বিবৃতিতে গাও বলেছিলেন, করোনার প্রতিরোধের সর্বোত্তম পন্থা হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ। ওই সাক্ষাৎকারে গাও আরও বলেন, ২০২২ সালের মধ্যেই চীনের ৭০ থেকে ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা যাবে।
চেংদুতে শনিবার এক সংবাদ সম্মেলনে গাও বলেন, বিশেষজ্ঞদের মেসেঞ্জার আরএনএ (এমারএনএ) প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনগুলোকে উপেক্ষা করা উচিৎ হবে না। বিভিন্ন দেশে এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করা হচ্ছে।
বর্তমানে চীনের কোনও প্রতিষ্ঠান মেসেঞ্জার আরএনএ প্রযুক্তি ব্যবহার করে ভ্যাকসিন তৈরি করেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার, মডার্না এই প্রযুক্তি ব্যবহার করেছে।
এমআরএনএ মানবদেহের কোষে নির্দিষ্ট ধরনের প্রোটিন উৎপাদনে প্ররোচনা দেয়। এর ফলে প্যাথোজেনের বিরুদ্ধে কাঙ্ক্ষিত প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
চীন সরকার এখন পর্যন্ত চারটি দেশীয় ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। সবগুলোর কার্যক্ষমতাই ফাইজার এবং মডার্নার চেয়ে কম। এর আগে ব্রাজিলে চালানো পরীক্ষায় দেখা গেছে, চীনের সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিন ৫০ শতাংশ কার্যকর।
চীনের আরেক কোম্পানি সিনোফার্মের ভ্যাকসিনও ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর বলে জানা গেছে। এছাড়া আরেক চীনা কোম্পানি ক্যানসিনোর ভ্যাকসিন ৬৫ দশমিক ২৮ কার্যকর বলে জানানো হয়েছে। যেখানে মডার্না এবং ফাইজারের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯০ শতাংশের বেশি কার্যকর ।
করোনা ভ্যাকসিনের কার্যক্ষমতা বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। এ জন্য বিভিন্ন ভ্যাকসিনের সংমিশ্রণ করে পরীক্ষা চালানোর কথাও বিবেচনা করছে দেশটি। চীনের একজন শীর্ষ কর্মকর্তা সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন।
চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক গাও ফুর বরাত দিয়ে চীনের সংবাদমাধ্যম দ্য পেপারের প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান ভ্যাকসিনগুলির কার্যকারিতা হার বেশি নয়। এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষগুকে বিভিন্ন উপায় বিবেচনা করতে হবে।
চীনা ভ্যাকসিনের কার্যক্ষমতা নিয়ে সন্দেহ আগে থেকেই রয়েছে। বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করে নিলেন চীনের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা গাও ফু। বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে চীনের ভ্যাকসিন রফতানি করা হয়েছে। এছাড়া চীনের জনগণকেও এই ভ্যাকসিন দেওয়া হয়েছে।
এর আগে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেওয়া এক বিবৃতিতে গাও বলেছিলেন, করোনার প্রতিরোধের সর্বোত্তম পন্থা হচ্ছে ভ্যাকসিন প্রয়োগ। ওই সাক্ষাৎকারে গাও আরও বলেন, ২০২২ সালের মধ্যেই চীনের ৭০ থেকে ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা যাবে।
চেংদুতে শনিবার এক সংবাদ সম্মেলনে গাও বলেন, বিশেষজ্ঞদের মেসেঞ্জার আরএনএ (এমারএনএ) প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনগুলোকে উপেক্ষা করা উচিৎ হবে না। বিভিন্ন দেশে এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করা হচ্ছে।
বর্তমানে চীনের কোনও প্রতিষ্ঠান মেসেঞ্জার আরএনএ প্রযুক্তি ব্যবহার করে ভ্যাকসিন তৈরি করেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার, মডার্না এই প্রযুক্তি ব্যবহার করেছে।
এমআরএনএ মানবদেহের কোষে নির্দিষ্ট ধরনের প্রোটিন উৎপাদনে প্ররোচনা দেয়। এর ফলে প্যাথোজেনের বিরুদ্ধে কাঙ্ক্ষিত প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
চীন সরকার এখন পর্যন্ত চারটি দেশীয় ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। সবগুলোর কার্যক্ষমতাই ফাইজার এবং মডার্নার চেয়ে কম। এর আগে ব্রাজিলে চালানো পরীক্ষায় দেখা গেছে, চীনের সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিন ৫০ শতাংশ কার্যকর।
চীনের আরেক কোম্পানি সিনোফার্মের ভ্যাকসিনও ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর বলে জানা গেছে। এছাড়া আরেক চীনা কোম্পানি ক্যানসিনোর ভ্যাকসিন ৬৫ দশমিক ২৮ কার্যকর বলে জানানো হয়েছে। যেখানে মডার্না এবং ফাইজারের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯০ শতাংশের বেশি কার্যকর ।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৬ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
১১ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১৪ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১৫ ঘণ্টা আগে