Ajker Patrika

বার্তাকক্ষে পুলিশি অভিযানের পরদিনই ৬ গুণ হলো পত্রিকার বিক্রি

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ জুন ২০২১, ০৭: ২১
Thumbnail image

ঢাকা: চীনা কমিউনিস্ট পার্টির কড়া সমালোচক হিসেবে পরিচিত হংকংভিত্তিক ট্যাবলয়েড অ্যাপল ডেইলি। গতকাল বৃহস্পতিবারই পত্রিকার অফিসে ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ। সাংবাদিকদের ব্যবহৃত কম্পিউটার ও হার্ডড্রাইভ খুলে নিয়ে গেছে তারা। কিন্তু এরপরও আজ ছাপা কাগজে বেরিয়েছে পত্রিকাটি।

বিবিসির প্রতিবেদনে  বলা হয়েছে, শুক্রবার সকালে অ্যাপল ডেইলি বাজার আসার সঙ্গে মানুষ হুমড়ি খেয়ে। অনেক নিউজ স্ট্যান্ডে মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পত্রিকাটি কিনতে দেখা গেছে। যেখানে কাগজটির সাধারণত ৮০ হাজার কপি ছাড়া হয়, সেখানে চাহিদা মেটাতে আজ পাঁচ লাখ কপি ছাপতে হয়েছে। কিছু নিউজ স্ট্যান্ডে নিমেষের মধ্যে সব পত্রিকা বিক্রি হয়ে গেছে।

পত্রিকার আজকের সংখ্যায় খুবই স্পষ্ট করে চীনা সি চিন পিং সরকারের হংকং নীতি প্রত্যাখ্যান করে বার্তা দেওয়া হয়েছে। পত্রিকার প্রথম পাতায় লেখা হয়েছে–আমদের অবশ্যই আন্দোলন চালিয়ে যাব।

হংকংয়ের জন্য বিতর্কিত নয়া জাতীয় সুরক্ষা আইনের অধীনে এই পত্রিকার দু’জন নির্বাহীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে চীনা সরকার। মোট পাঁচজন নির্বাহীকে গ্রেপ্তার করা হয়েছিল। এর মধ্যে এডিটর-ইন-চিফ রায়ান ল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা চেং কিম-হ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। 

অন্য তিনজন হলেন–চিফ অপারেটিং অফিসার চৌ তাত-কুয়েন, উপ-প্রধান সম্পাদক চ্যান পুই-ম্যান এবং চিফ এক্সিকিউটিভ এডিটর চেং চি-ওয়াই। তাদের বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ। 

আজ শুক্রবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন চ্যান। তিনি থানার বাইরে সাংবাদিকদের বলেন, তাঁর দুই সহকর্মীর বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে এটা খুব দুঃখজনক। সেই সঙ্গে সকাল সংবাদপত্র প্রকাশের জন্য তিনি সহকর্মীদের জন্য গর্ববোধ করছেন বলেও উল্লেখ করেন।

অ্যাপল ডেইলির মালিক বিলিয়নিয়ার জিমি লাই। হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনের একজন হাই–প্রোফাইল সমর্থক তিনি। ২০১৯ সালে বেআইনি জনসমাবেশে অংশ নেওয়ারসহ একাধিক বিতর্কিত অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি বর্তমানে কারাগারে।

গতকাল বৃহস্পতিবার অ্যাপল ডেইলির বার্তাকক্ষে প্রায় ৫০০ পুলিশ তল্লাশি চালায়। এ সময় কম্পিউটার ও হার্ড-ড্রাইভ নিয়ে যায় তারা। এ ছাড়া সরকার এই পত্রিকার সঙ্গে সম্পর্কিত তিনটি কোম্পানির ২৩ লাখ ডলার সমমূল্যের সম্পদ জব্দ করেছে। পত্রিকার ফেসবুক পেজে এই অভিযান লাইভ সম্প্রচার করা হয়। এ সময় পুলিশকে ডেস্কে বসে সাংবাদিকদের কম্পিউটার ব্যবহার করতে দেখা যায়।

সংবাদ ব্রিফিংয়ে পুলিশ জানিয়েছে, ২০১২ সাল থেকে অ্যাপল ডেইলি হংকং ও চীনের মূল ভূখণ্ডের নিষেধাজ্ঞার বিষয়ে ব্যবস্থা নিতে বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানিয়ে ৩০ টির বেশি নিবন্ধ প্রকাশ করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত