গত রোববার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চীনা দূতাবাসের সামনে প্রেসিডেন্ট সি চিন পিং-এর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় চীনের সিনিয়র কূটনীতিক ঝেং সিয়ুয়ান জড়িত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ এমপি অ্যালিসিয়া কেয়ার্নস। ব্রিটেনের হাউস অব কমনসে এমপিদের এ কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
অ্যালিসিয়া কেয়ার্নস বলেন, ‘আমরা যা দেখেছি তা হলো—বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে চীনের কনস্যুল-জেনারেল পোস্টার টেনে ছিঁড়ে ফেলছেন।’
ঝেং সিয়ুয়ানের জড়িত থাকার বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি চীন। তবে বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনস্যুলেট স্টাফদের পক্ষে কথা বলা হয়েছে। মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আন্দোলনকারীরা ‘অবৈধভাবে প্রবেশ’ করেছিল। অন্য দেশের কূটনীতিকরা থাকলেও সুরক্ষার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণ করতেন।
সেদিনের ভিডিও ফুটেজ ও পুলিশের বিবৃতি অনুসারে, দূতাবাসের কর্মকর্তারা গেটের ভেতর থেকে এক আন্দোলনকারীর ওপর হামলা করেন এবং ঝেং সিয়ুয়ান আন্দোলনকারীদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন।
অ্যালিসিয়া কেয়ার্নস বলেন, আন্দোলনকারীদের বেধড়ক মারধর করা হয়েছে। হংকংয়ের এক আন্দোলনকারীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কয়েকজন আন্দোলনকারীকে ভেতরে টেনে নিয়ে মারধর করেছেন কর্মকর্তারা। মারধরকারী কর্মকর্তারা চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) সদস্য।
অ্যালিসিয়া কেয়ার্নস আরও বলেন, ‘চাইনিজ কমিউনিস্ট পার্টির এমন কর্মকাণ্ডকে আমরা অনুমোদন দিতে পারি না। তারা মুক্তভাবে কথা বলা বন্ধ কতে চায়। আমরা ব্রিটেনের মাটিতে এটা হতে দিতে পারি না।’
ম্যানচেস্টার পুলিশের বিবৃতি অনুযায়ী, রোববারের আন্দোলনে ৩০ থেকে ৪০ জন অংশ নিয়েছিল।
গত রোববার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চীনা দূতাবাসের সামনে প্রেসিডেন্ট সি চিন পিং-এর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় চীনের সিনিয়র কূটনীতিক ঝেং সিয়ুয়ান জড়িত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ এমপি অ্যালিসিয়া কেয়ার্নস। ব্রিটেনের হাউস অব কমনসে এমপিদের এ কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
অ্যালিসিয়া কেয়ার্নস বলেন, ‘আমরা যা দেখেছি তা হলো—বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে চীনের কনস্যুল-জেনারেল পোস্টার টেনে ছিঁড়ে ফেলছেন।’
ঝেং সিয়ুয়ানের জড়িত থাকার বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি চীন। তবে বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনস্যুলেট স্টাফদের পক্ষে কথা বলা হয়েছে। মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আন্দোলনকারীরা ‘অবৈধভাবে প্রবেশ’ করেছিল। অন্য দেশের কূটনীতিকরা থাকলেও সুরক্ষার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণ করতেন।
সেদিনের ভিডিও ফুটেজ ও পুলিশের বিবৃতি অনুসারে, দূতাবাসের কর্মকর্তারা গেটের ভেতর থেকে এক আন্দোলনকারীর ওপর হামলা করেন এবং ঝেং সিয়ুয়ান আন্দোলনকারীদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন।
অ্যালিসিয়া কেয়ার্নস বলেন, আন্দোলনকারীদের বেধড়ক মারধর করা হয়েছে। হংকংয়ের এক আন্দোলনকারীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কয়েকজন আন্দোলনকারীকে ভেতরে টেনে নিয়ে মারধর করেছেন কর্মকর্তারা। মারধরকারী কর্মকর্তারা চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) সদস্য।
অ্যালিসিয়া কেয়ার্নস আরও বলেন, ‘চাইনিজ কমিউনিস্ট পার্টির এমন কর্মকাণ্ডকে আমরা অনুমোদন দিতে পারি না। তারা মুক্তভাবে কথা বলা বন্ধ কতে চায়। আমরা ব্রিটেনের মাটিতে এটা হতে দিতে পারি না।’
ম্যানচেস্টার পুলিশের বিবৃতি অনুযায়ী, রোববারের আন্দোলনে ৩০ থেকে ৪০ জন অংশ নিয়েছিল।
ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার (২১ এপ্রিল) মারা যান তিনি। ভ্যাটিকানের বিবৃতির বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি।
৪২ মিনিট আগেভেনেজুয়েলার কারাগারে আটক রাজনৈতিক বন্দীদের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২৫২ ভেনেজুয়েলান বন্দীকে প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছে এল সালভাদর। গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
১ ঘণ্টা আগেগাজায় ১৫ জন জরুরি ত্রাণকর্মী এবং চিকিৎসকের মৃত্যুর জন্য কিছু সদস্যের পেশাগত ব্যর্থতাকে দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এতগুলো মানুষের জীবন শেষ করার পেছনে তাদের সাফাই—কমান্ড সংক্রান্ত ভুল বোঝাবুঝি এবং কিছু সেনার আদেশ লঙ্ঘনের কারণে এমন ঘটেছে। তবে, হামলায় নিহতদের মধ্যে ৬ জন হামাস সদস্য বলেও
২ ঘণ্টা আগেএক সপ্তাহে দুই দফা ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তিন দিনের ব্যবধানে ন্যাটোর আকাশসীমায় দুটি রুশ উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে।
২ ঘণ্টা আগে