Ajker Patrika

চীনের আকাশে ‘১০ বারের বেশি’ বেলুন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ০৭
Thumbnail image

গত বছর চীনের আকাশসীমায় যুক্তরাষ্ট্র ১০ বারের বেশি বেলুন পাঠিয়েছে বলে অভিযোগ করেছে বেইজিং। সোমবার (১৩ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে বলেন, কেবল গত বছরই চীন সরকারের অনুমতি ছাড়া তাদের আকাশসীমায় ১০ বারের বেশি যুক্তরাষ্ট্রের বেলুন উড়েছে। 

যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চীনকে দোষারোপ করার পরিবর্তে নিজেদের ভাবনা ও পদক্ষেপে পরিবর্তন আনুন। চীন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের পেশাদারি জবাব দিয়েছে।’ 

গত শনিবার (৪ ফেব্রুয়ারি) নিজেদের আকাশসীমা থেকে চীনা নজরদারি বেলুন ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। এরপর আজ সোমবার চীনের জলসীমায় ‘সন্দেহজনক বস্তু’ উড়তে দেখা যায়। পরে চীনা কর্তৃপক্ষ সেটি গুলি করে ভূপাতিত করে। 

 গতকাল কানাডার আকাশেও একটি সন্দেহজনক বস্তু শনাক্ত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডার উত্তর-পশ্চিমের ইউকন অঞ্চলের আকাশসীমায় সন্দেহজনক বস্তুটি শনাক্ত করার পর সেটি ধ্বংস করতে কানাডা ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান পাঠানো হয়। শেষে মার্কিন যুদ্ধবিমান এফ-২২ সেটিকে গুলি করে ভূপাতিত করে। 

এ ছাড়া গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশে প্রায় ৪০ হাজার ফুট উঁচুতে একটি ‘সন্দেহজনক বস্তু’ উড়তে দেখা গিয়েছিল। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বস্তুটিকে যুদ্ধবিমানের সহায়তায় গুলি করে ভূপাতিত করা হয়। এ ছাড়া লাতিন আমেরিকার আকাশেও সন্দেহজনক বস্তুকে শনাক্ত করেছিল যুক্তরাষ্ট্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত