Ajker Patrika

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব অসহনীয় বিপর্যয় আনবে: চীনের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০২৩, ২০: ০৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব অসহনীয় বিপর্যয় আনবে: চীনের প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের দ্বন্দ্ব বিশ্বের জন্য অভাবনীয় বিপর্যয় ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু। এ জন্য ওয়াশিংটনের সঙ্গে বেইজিং সংলাপ চায় বলেও জানান তিনি। 

আজ রোববার আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সিঙ্গাপুরে এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে লি সাংফু বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে এগিয়ে যাওয়ার জন্য পৃথিবীটা যথেষ্ট বড়।

গত মার্চে প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর এটিই লির প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। এতে অংশ নিয়ে লি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের ব্যবস্থা ভিন্ন এবং অনেক কিছুতে আলাদা দেশ দুটি। কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি ও সহযোগিতা জোরদার করতে এগুলো কোনো বাধা নয়। কারণ, এটি অস্বীকার করার উপায় নেই যে এই দুই দেশের মধ্যে বড় ধরনের দ্বন্দ্ব বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় ডেকে আনতে পারে। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান ইস্যুসহ আরও বেশ কয়েকটি বিষয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীন মুখোমুখি অবস্থায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত