Ajker Patrika

উহানের ল্যাব থেকে করোনা ছড়ানোর কথা অস্বীকার করলেন সেখানকার প্রধান বিজ্ঞানী

উহানের ল্যাব থেকে করোনা ছড়ানোর কথা অস্বীকার করলেন সেখানকার প্রধান বিজ্ঞানী

ঢাকা: ল্যাব থেকে করোনা ছড়ানোর কথা অস্বীকার করলেন উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির প্রধান বিজ্ঞানী ড. শি ঝেংলি। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন।

ড. শি ঝেংলি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আমি জানি না কীভাবে বিশ্ব এমনটি ভাবছে। প্রতিনিয়ত একজন নিরীহ বিজ্ঞানীকে দোষারোপ হচ্ছে। কীভাবে আমি এমন কোনো কিছুর প্রমাণ উপস্থাপন করতে পারি যেখানে কোনো প্রমাণ নেই?

চীনের ল্যাব করোনাভাইরাসের উৎস কিনা তা খতিয়ে দেখতে গত মাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর থেকে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিকে সন্দেহ করা হচ্ছে।

চীনের সার্স প্রজাতির ভাইরাস বিশেষজ্ঞ শি ঝেংলি। কিছু বিজ্ঞানী দাবি করেছেন, এই বিজ্ঞানী গেইন অব ফাংশন গবেষণার নেতৃত্বে ছিলেন। যেই গবেষণায় ভাইরাসের শক্তি বাড়িয়ে দেওয়া হয় হোস্টের দেহে এর প্রতিক্রিয়া ভালোভাবে বোঝার জন্য।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে শি এবং তাঁর সহকর্মীরা উহানের ল্যাবে করা একটি গবেষণার ওপর প্রতিবেদনে প্রকাশ করে। যেখানে তাঁরা বাদুড় থেকে একাধিক নতুন হাইব্রিড করোনাভাইরাস তৈরি করে। এর মধ্যে কমপক্ষে একটি ছিল মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার মতো।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন শি। তিনি বলেন, আমার ল্যাব কখনোই গেইন অব ফাংশন গবেষণা করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত