Ajker Patrika

প্রতিশোধের দুষ্টচক্র শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৫: ১২
প্রতিশোধের দুষ্টচক্র শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে, তা থেকে ‘প্রতিশোধের দুষ্টচক্র’ শুরু হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে চীন। মূলত, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেওয়ার যে প্রতিজ্ঞা ব্যক্ত করেছে, সেই বিষয়কে ইঙ্গিত করেই বেইজিং এই আশঙ্কা ব্যক্ত করেছে। গতকাল মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত ও ৩৪ জন আহত হওয়ার পর হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীকে জড়িয়ে মূলত তেহরানকেই দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘যদিও আমরা এই হামলার তথ্য-প্রমাণ সংগ্রহ করছি, তবে আমরা জানি যে সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। কোনো সন্দেহ রাখবেন না—আমরা যথাসময়ে আমাদের নিজস্ব পদ্ধতিতেই দায়ীদের জবাবদিহির আওতায় আনব।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিবৃতিতে বলেছেন, ‘আমরা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় হতাহতের বিষয়টি আমলে নিয়েছি। আমার এটিও আমলে নিয়েছি যে, ইরান বলেছে, এই হামলার সঙ্গে তারা জড়িত নয়।’ 

বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ‘এই ইস্যুতে আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষই শান্ত ও সংযত আচরণ করবে...যাতে এই অঞ্চলে বিস্তৃত সংঘাত শুরু হওয়ার মাধ্যমে প্রতিশোধের একটি দুষ্টচক্র শুরু হওয়ার আগেই ঠেকানো যায়।’ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি খুবই জটিল ও স্পর্শকাতর।’

এর আগে অবশ্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডমিরাল জন কারবি গত সোমবার বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না ওয়াশিংটন। তবে তিনি এও বলেছেন, মার্কিন ঘাঁটিতে এই হামলা উসকানিমূলক। এই হামলার ব্যাপারে কোনো ভুল করা যাবে না এবং অবশ্যই এর জবাব দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত