মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে, তা থেকে ‘প্রতিশোধের দুষ্টচক্র’ শুরু হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে চীন। মূলত, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেওয়ার যে প্রতিজ্ঞা ব্যক্ত করেছে, সেই বিষয়কে ইঙ্গিত করেই বেইজিং এই আশঙ্কা ব্যক্ত করেছে। গতকাল মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত ও ৩৪ জন আহত হওয়ার পর হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীকে জড়িয়ে মূলত তেহরানকেই দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘যদিও আমরা এই হামলার তথ্য-প্রমাণ সংগ্রহ করছি, তবে আমরা জানি যে সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। কোনো সন্দেহ রাখবেন না—আমরা যথাসময়ে আমাদের নিজস্ব পদ্ধতিতেই দায়ীদের জবাবদিহির আওতায় আনব।’
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিবৃতিতে বলেছেন, ‘আমরা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় হতাহতের বিষয়টি আমলে নিয়েছি। আমার এটিও আমলে নিয়েছি যে, ইরান বলেছে, এই হামলার সঙ্গে তারা জড়িত নয়।’
বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ‘এই ইস্যুতে আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষই শান্ত ও সংযত আচরণ করবে...যাতে এই অঞ্চলে বিস্তৃত সংঘাত শুরু হওয়ার মাধ্যমে প্রতিশোধের একটি দুষ্টচক্র শুরু হওয়ার আগেই ঠেকানো যায়।’ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি খুবই জটিল ও স্পর্শকাতর।’
এর আগে অবশ্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডমিরাল জন কারবি গত সোমবার বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না ওয়াশিংটন। তবে তিনি এও বলেছেন, মার্কিন ঘাঁটিতে এই হামলা উসকানিমূলক। এই হামলার ব্যাপারে কোনো ভুল করা যাবে না এবং অবশ্যই এর জবাব দিতে হবে।
মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে, তা থেকে ‘প্রতিশোধের দুষ্টচক্র’ শুরু হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে চীন। মূলত, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেওয়ার যে প্রতিজ্ঞা ব্যক্ত করেছে, সেই বিষয়কে ইঙ্গিত করেই বেইজিং এই আশঙ্কা ব্যক্ত করেছে। গতকাল মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত ও ৩৪ জন আহত হওয়ার পর হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীকে জড়িয়ে মূলত তেহরানকেই দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘যদিও আমরা এই হামলার তথ্য-প্রমাণ সংগ্রহ করছি, তবে আমরা জানি যে সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। কোনো সন্দেহ রাখবেন না—আমরা যথাসময়ে আমাদের নিজস্ব পদ্ধতিতেই দায়ীদের জবাবদিহির আওতায় আনব।’
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিবৃতিতে বলেছেন, ‘আমরা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় হতাহতের বিষয়টি আমলে নিয়েছি। আমার এটিও আমলে নিয়েছি যে, ইরান বলেছে, এই হামলার সঙ্গে তারা জড়িত নয়।’
বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ‘এই ইস্যুতে আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষই শান্ত ও সংযত আচরণ করবে...যাতে এই অঞ্চলে বিস্তৃত সংঘাত শুরু হওয়ার মাধ্যমে প্রতিশোধের একটি দুষ্টচক্র শুরু হওয়ার আগেই ঠেকানো যায়।’ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি খুবই জটিল ও স্পর্শকাতর।’
এর আগে অবশ্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডমিরাল জন কারবি গত সোমবার বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না ওয়াশিংটন। তবে তিনি এও বলেছেন, মার্কিন ঘাঁটিতে এই হামলা উসকানিমূলক। এই হামলার ব্যাপারে কোনো ভুল করা যাবে না এবং অবশ্যই এর জবাব দিতে হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৬ মিনিট আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৬ ঘণ্টা আগে