Ajker Patrika

প্রভাবশালী দুই মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল চীন

অনলাইন ডেস্ক
Thumbnail image

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যাওয়া তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের দুটি অনুষ্ঠানের আয়োজক হওয়ার কারণে ক্ষুব্ধ হয়েছে বেইজিং। এর তীব্র নিন্দা জানানো হয়েছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার ঘোষণা দিয়েছে, ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক হাডসন ইনস্টিটিউট এবং ক্যালিফোর্নিয়া ভিত্তিক রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে আর কোনো ধরনের সহযোগিতা, তথ্য বিনিময় বা লেনদেন করতে পারবে না। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাগুলোর প্রধানদেরও চীন সফরে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তাঁরা বেইজিংয়ে কোনো সংস্থা বা ব্যক্তির সঙ্গে লেনদেন বা সহযোগিতা করতে পারবেন না। চীনে কোনো সম্পদ থাকলে সেটিও বাজেয়াপ্ত করা হবে। 

নিষেধাজ্ঞা দেওয়ার কারণ ব্যাখ্যায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হাডসন ইনস্টিটিউট এবং রিগ্যান লাইব্রেরি তাইওয়ানের প্রেসিডেন্টকে একটি প্ল্যাটফর্ম দিয়েছে, এতে প্রেসিডেন্ট সাইয়ের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে সহায়তা করা হয়েছে...এটি চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করে। 

রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি গত বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই এবং যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির মধ্যে একটি বৈঠকের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন স্পিকারের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের এটিই প্রথম সাক্ষাৎ। 

এ ছাড়া গত সপ্তাহে হাডসন ইনস্টিটিউট নিউইয়র্ক শহরে তাইওয়ানের প্রেসিডেন্টকে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত