ঢাকা: তিয়ানআনমেন বিক্ষোভের ৩২ বছর পূর্তিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ঠেকাতে আজ শুক্রবার সংগঠক চৌ হ্যাং তুংকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। চৌ হ্যাংয়ের দুই সহকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হয়ে করা বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। ওই ঘটনার ৩২ বছর পূর্তি আজ । তবে ওই ঘটনা নিয়ে এরপর সব রকম আলোচনা নিষিদ্ধ করে চীন। যারা এ বিষয়ে কথা বলেন তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভের বর্ষপূর্তিকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছে পুলিশ। জনসমাগম ঠেকাতে এই নজরদারি। একটি স্মৃতি জাদুঘরও বন্ধ করে দেওয়া হয়েছে। নেতারা এটাকে কর্তৃত্ববাদী ইঙ্গিত মনে করেছেন। নেতারা বলছে, কর্তৃপক্ষের এই জোরাল নজরদারি হংকংয়ের বক্তব্য ও সমাবেশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণারোপ।
সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ে ১৯৯৭ সালে চীনা শাসনের প্রত্যাবর্তনের পরে বেইজিং থেকে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল।
হংকং জোটের নির্বাহী সদস্য চিউ ইয়ান লয় বার্তা সংস্থা রয়টার্সকে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, চৌউকে অননুমোদিত সমাবেশের প্রচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
তিনি শুধু ভিক্টোরিয়া পার্কে যেতে চেয়েছিলেন, একটি মোমবাতি জ্বালিয়ে স্মরণ রাখতে চেয়েছিলেন। চিউ লিখেছেন, তিনি বিশ্বাস করেন এই গ্রেপ্তারটি নজরদারির মধ্যে যাঁরা আছেন তাঁদের ভয় দেখাতেই করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
চৌ গ্রেপ্তারের আগে রয়টার্সকে বলেছিলেন, ৪ জুন হংকংয়ের জন্য পরীক্ষা। আমরা আমাদের নৈতিকতার দিকটি রক্ষা করতে পারি কি–না এটা চ্যালেঞ্জ।
এই জোটের চেয়ারম্যান লি চুক ইয়ান একটি অবৈধ সমাবেশের কারণে কারাগারে আছেন।
ওই ঘটনার স্মরণে নগরের নেতা কেরি ল্যাম কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, নাগরিকদের অবশ্যই আইনটিকে সম্মান করতে হবে।
গত বছর এই দিনে হংকংয়ের হাজার হাজার মানুষ নিষেধাজ্ঞা অস্বীকার করেছিল ও ভিক্টোরিয়া পার্কে জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়েছিল। তখন পুলিশ তাঁদের এই আন্দোলন ভণ্ডুল করে দিয়েছিল।
ঢাকা: তিয়ানআনমেন বিক্ষোভের ৩২ বছর পূর্তিতে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ঠেকাতে আজ শুক্রবার সংগঠক চৌ হ্যাং তুংকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। চৌ হ্যাংয়ের দুই সহকর্মী এই তথ্য নিশ্চিত করেছেন।
১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হয়ে করা বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। ওই ঘটনার ৩২ বছর পূর্তি আজ । তবে ওই ঘটনা নিয়ে এরপর সব রকম আলোচনা নিষিদ্ধ করে চীন। যারা এ বিষয়ে কথা বলেন তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভের বর্ষপূর্তিকে সামনে রেখে নজরদারি বাড়িয়েছে পুলিশ। জনসমাগম ঠেকাতে এই নজরদারি। একটি স্মৃতি জাদুঘরও বন্ধ করে দেওয়া হয়েছে। নেতারা এটাকে কর্তৃত্ববাদী ইঙ্গিত মনে করেছেন। নেতারা বলছে, কর্তৃপক্ষের এই জোরাল নজরদারি হংকংয়ের বক্তব্য ও সমাবেশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণারোপ।
সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ে ১৯৯৭ সালে চীনা শাসনের প্রত্যাবর্তনের পরে বেইজিং থেকে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল।
হংকং জোটের নির্বাহী সদস্য চিউ ইয়ান লয় বার্তা সংস্থা রয়টার্সকে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, চৌউকে অননুমোদিত সমাবেশের প্রচারের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
তিনি শুধু ভিক্টোরিয়া পার্কে যেতে চেয়েছিলেন, একটি মোমবাতি জ্বালিয়ে স্মরণ রাখতে চেয়েছিলেন। চিউ লিখেছেন, তিনি বিশ্বাস করেন এই গ্রেপ্তারটি নজরদারির মধ্যে যাঁরা আছেন তাঁদের ভয় দেখাতেই করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
চৌ গ্রেপ্তারের আগে রয়টার্সকে বলেছিলেন, ৪ জুন হংকংয়ের জন্য পরীক্ষা। আমরা আমাদের নৈতিকতার দিকটি রক্ষা করতে পারি কি–না এটা চ্যালেঞ্জ।
এই জোটের চেয়ারম্যান লি চুক ইয়ান একটি অবৈধ সমাবেশের কারণে কারাগারে আছেন।
ওই ঘটনার স্মরণে নগরের নেতা কেরি ল্যাম কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন, নাগরিকদের অবশ্যই আইনটিকে সম্মান করতে হবে।
গত বছর এই দিনে হংকংয়ের হাজার হাজার মানুষ নিষেধাজ্ঞা অস্বীকার করেছিল ও ভিক্টোরিয়া পার্কে জড়ো হয়ে মোমবাতি জ্বালিয়েছিল। তখন পুলিশ তাঁদের এই আন্দোলন ভণ্ডুল করে দিয়েছিল।
পাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যা, ভূমিধস এবং অন্যান্য বৃষ্টিপাতজনিত ঘটনার কারণে মানুষের জীবন বিপন্ন হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় ৩০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, নিহতদের মধ্যে ২৭৯ পুরুষ, ১৫ নারী এবং ১৩ শিশু।
২১ মিনিট আগেভারতীয় দুই জ্বালানি কোম্পানির পারফরম্যান্স ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। ভারতীয় কোম্পানি দুটি হলো ওএনজিসি ভিদেশ (ওভিএল) এবং অয়েল ইন্ডিয়া (ওআইএল)।
২৪ মিনিট আগেক্যালিফোর্নিয়ায় নতুন কংগ্রেসনাল ম্যাপ প্রস্তাব করা হয়েছে। এই শরতে একটি বিশেষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা এটিকে বেছে নিতে পারবেন বলে জানিয়েছেন রাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। এই ম্যাপ অনুযায়ী, নতুন করে আঁকা এই জেলা সীমানাগুলো ডেমোক্র্যাটদের পাঁচটি রিপাবলিকান আসন দখলে নিতে এবং ঝুঁকিপূর্ণ (টস-আপ) জেলায় প
২৯ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্দশা নিয়ে লিখেছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার হোয়াইট হাউসের দুই কর্মকর্তা জানান, পুতিন আলাস্কায় আসার পর মেলানি
৪১ মিনিট আগে