Ajker Patrika

কে এই মোল্লা আবদুল গনি বারাদার

অনলাইন ডেস্ক
কে এই মোল্লা আবদুল গনি বারাদার

আফগানিস্তানের রাজধানী কাবুলে ফিরেছেন তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। গতকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহা থেকে তিনি আফগানিস্তানে ফেরেন বলে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে। দোহায় আমেরিকা এবং আফগান সরকারের সঙ্গে শেষ পর্যায়ের শান্তি বৈঠকে তালিবান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বারাদার। 

তালেবানের জ্যেষ্ঠ নেতা মোল্লা আবদুল গনি বারাদারই আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। 

জানা গেছে, বারাদার ১৯৬৮ সালে আফগানিস্তানের ওরুজগান প্রদেশে জন্ম গ্রহণ করেন। তিনি বেড়ে ওঠেন কান্দাহারে। এখানেই তালেবান আন্দোলন শুরু হয়েছিল। ১৯৭০-এর দশকের শেষের দিকে সোভিয়েত যুদ্ধের সময় বিদ্রোহীতে পরিণত হন বারাদার। তিনি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের বিশ্বস্ত সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন।  পশ্চিমা গণমাধ্যমের মতে, ওমর আর বারাদার বৈবাহিক সূত্রে আত্মীয়। 

 ২০১০ সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই আর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র যৌথ অভিযানে তিনি পাকিস্তানের করাচি শহরে ধরা পড়েন। ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে তিনি মুক্তি পান। 

১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবান শাসনামলে সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বারাদার। তিনি হেরাত আর নিমরোজের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আফগান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদেও ছিলেন বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত