অনলাইন ডেস্ক
আফগানিস্তানের সরকারি কর্মীদের কাজে ফিরতে দিচ্ছে না তালেবান। এতে সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে কাজে যেতে পারেনি আফগানিস্তানের সরকারি কর্মীরা।
গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণে নেয় তালেবান। আফগান বিদ্রোহী এই গোষ্ঠীটি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানই বন্ধ করে দেওয়া হয়। এমন অস্থির পরিস্থিতিতে কাবুলে খুব কম বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হয়। এ সময়ের মধ্যে আফগানিস্তানে দুদিন সরকারি ছুটি।
যদিও আফগান নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল, সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ কর্মীরা চালিয়ে যেতে পারবে।
হামাদুল্লাহ নামের একজন সরকারি কর্মী জানান, আমি আজ সকালে অফিসে যাই। সেখানে তালেবান সদস্যরা আমাদেরকে জানান এখনো অফিস খোলার নির্দেশনা তাঁরা পাননি। এছাড়া কবে অফিস খুলবে সেটি রেডিও এবং টেলিভিশনে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবান সদস্যরা।
আফগানিস্তানের সরকারি কর্মীদের সবচেয়ে বড় শঙ্কা হলো তাঁরা ঠিকমতো বেতন পাবে কি-না।
তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পরেই তাদের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তালেবান আরও জানায় যে কোনো প্রতিশোধ নেবে না তারা।
আজ শনিবারও আফগানিস্তানের বেশিরভাগ রাস্তা ছিল জনমানব শূন্য। কাবুলের মধ্যভাগে অবস্থিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাস্তাটিও বন্ধ ছিল বলে সেখানকার এক কর্মী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী, তাঁরা আমাদের ঢুকতে দিচ্ছে না। এছাড়া কাবুলে বৈদেশিক মুদ্রা বিনিময়ের বাজারও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
আফগানিস্তানের সরকারি কর্মীদের কাজে ফিরতে দিচ্ছে না তালেবান। এতে সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে কাজে যেতে পারেনি আফগানিস্তানের সরকারি কর্মীরা।
গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণে নেয় তালেবান। আফগান বিদ্রোহী এই গোষ্ঠীটি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানই বন্ধ করে দেওয়া হয়। এমন অস্থির পরিস্থিতিতে কাবুলে খুব কম বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হয়। এ সময়ের মধ্যে আফগানিস্তানে দুদিন সরকারি ছুটি।
যদিও আফগান নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল, সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ কর্মীরা চালিয়ে যেতে পারবে।
হামাদুল্লাহ নামের একজন সরকারি কর্মী জানান, আমি আজ সকালে অফিসে যাই। সেখানে তালেবান সদস্যরা আমাদেরকে জানান এখনো অফিস খোলার নির্দেশনা তাঁরা পাননি। এছাড়া কবে অফিস খুলবে সেটি রেডিও এবং টেলিভিশনে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবান সদস্যরা।
আফগানিস্তানের সরকারি কর্মীদের সবচেয়ে বড় শঙ্কা হলো তাঁরা ঠিকমতো বেতন পাবে কি-না।
তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পরেই তাদের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তালেবান আরও জানায় যে কোনো প্রতিশোধ নেবে না তারা।
আজ শনিবারও আফগানিস্তানের বেশিরভাগ রাস্তা ছিল জনমানব শূন্য। কাবুলের মধ্যভাগে অবস্থিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাস্তাটিও বন্ধ ছিল বলে সেখানকার এক কর্মী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী, তাঁরা আমাদের ঢুকতে দিচ্ছে না। এছাড়া কাবুলে বৈদেশিক মুদ্রা বিনিময়ের বাজারও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
মার্কিন একটি আদালত কয়েক ঘণ্টা আগেই জোর করে অবৈধ অভিবাসীদের নির্বাসন বন্ধের নির্দেশ দিয়েছিল। কিন্তু এর পরেও ২০০-এর বেশি ভেনেজুয়েলান নাগরিককে এল সালভাদরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
৭ ঘণ্টা আগেভ্রমণ মানেই আনন্দ। তবে বিমানবন্দরে যাতায়াতের ঝামেলা অনেকের জন্যই বেশ ক্লান্তিকর হয়ে ওঠে। বিশেষ করে, ফ্লাইটের সময় যদি খুব ভোরে হয়, তাহলে যথাসময়ে বিমানবন্দরে পৌঁছাতে হলে মধ্যরাতে ঘুম থেকে উঠতে হয়, দীর্ঘ চেক-ইন এবং নিরাপত্তা পরীক্ষার ধাপ পেরোতে হয়।
৮ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন কফি চেইন ‘স্টারবাকস’। তবে এই কোম্পানিকে ৫০ মিলিয়ন ডলার (৬০৬ কোটি টাকার বেশি) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। এই অর্থ দিতে হবে একজন ডেলিভারি ড্রাইভারকে। কারণ, স্টারবাকসের একটি গরম পানীয়ের ঢাকনা সুরক্ষিত না থাকায় গুরুতরভাবে
১০ ঘণ্টা আগেইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারের এই হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই হামলার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা ‘পাল্টা জবাব দিতে প্রস্তুত’।
১০ ঘণ্টা আগে