Ajker Patrika

সরকারি কর্মীদের কাজে ফিরতে দিচ্ছে না তালেবান 

সরকারি কর্মীদের কাজে ফিরতে দিচ্ছে না তালেবান 

আফগানিস্তানের সরকারি কর্মীদের কাজে ফিরতে দিচ্ছে না তালেবান। এতে সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে কাজে যেতে পারেনি আফগানিস্তানের সরকারি কর্মীরা। 

গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণে নেয় তালেবান। আফগান বিদ্রোহী এই গোষ্ঠীটি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানই বন্ধ করে দেওয়া হয়। এমন অস্থির পরিস্থিতিতে কাবুলে খুব কম বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হয়। এ সময়ের মধ্যে আফগানিস্তানে দুদিন সরকারি ছুটি। 

যদিও আফগান নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল, সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ কর্মীরা চালিয়ে যেতে পারবে। 

হামাদুল্লাহ নামের একজন সরকারি কর্মী জানান, আমি আজ সকালে অফিসে যাই। সেখানে তালেবান সদস্যরা আমাদেরকে জানান এখনো অফিস খোলার নির্দেশনা তাঁরা পাননি। এছাড়া কবে অফিস খুলবে সেটি রেডিও এবং টেলিভিশনে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবান সদস্যরা। 

আফগানিস্তানের সরকারি কর্মীদের সবচেয়ে বড় শঙ্কা হলো তাঁরা ঠিকমতো বেতন পাবে কি-না। 

তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পরেই তাদের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তালেবান আরও জানায় যে কোনো প্রতিশোধ নেবে না তারা। 

আজ শনিবারও আফগানিস্তানের বেশিরভাগ রাস্তা ছিল জনমানব শূন্য। কাবুলের মধ্যভাগে অবস্থিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাস্তাটিও বন্ধ ছিল বলে সেখানকার এক কর্মী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী, তাঁরা আমাদের ঢুকতে দিচ্ছে না। এছাড়া কাবুলে বৈদেশিক মুদ্রা বিনিময়ের বাজারও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত