গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ এবং বিশৃঙ্খলার সূত্রপাত করেছিল। এ অবস্থায় পাকিস্তান সরকারের দায়িত্বশীল অনেক কর্তাব্যক্তি ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিষিদ্ধ করার প্রস্তাব করে।
এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইমরান খান। বলেছেন, যদি তাঁর দল পিটিআইকে নিষিদ্ধ করা হয়, তবে তিনি নতুন আরেকটি দল গঠন করবেন এবং আসন্ন নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবেন।
পাকিস্তানের ডন পত্রিকার ইংরেজি ভার্সনের এক প্রতিবেদনে বলা হয়, ইমরানের গ্রেপ্তারের পর তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ এবং বিভিন্ন সেনা স্থাপনায় হামলা করেছিল। এ ঘটনার জের ধরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, পিটিআইকে নিষিদ্ধ করাই হবে এই পরিস্থিতির একমাত্র সমাধান।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, এমন পরিস্থিতি সৃষ্টির জন্য পিটিআই নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছিলেন, পিটিআইকে নিষিদ্ধ করলে তাঁর দল এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাবে না বা এই সিদ্ধান্তকে প্রতিহত করবে না।
বিষয়টি নিয়ে সম্প্রতি ইমরান খানের মত জানতে চেয়েছিল এশিয়া কেন্দ্রিক নিউজ পোর্টাল নিক্কেই এশিয়া। সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে ইমরান বলেন, ‘তাঁরা যদি দলকে নিষিদ্ধ করে তাহলে আমরা নতুন নামে আরেকটি দল গড়ব এবং নিশ্চিতভাবেই নির্বাচনে জয়ী হব।’
ইমরান আরও বলেন, ‘যদি তাঁরা আমাকেই নিষিদ্ধ করে কিংবা জেলে পাঠায় তবুও আমাদের দলই বিজয়ী হবে।’
ইমরান খান দাবি করেন, অনেক নিপীড়নের পরও তাঁর দলের সমর্থকদের মনোবল অক্ষুণ্ন আছে এবং দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন এসেছে।
দলের নেতা-কর্মীদের ওপর ক্র্যাকডাউনের বিষয়ে ইমরান বলেন, ‘এসব করে তাঁরা এখনো আমাদের ভয় দেখিয়ে দল ভেঙে দেওয়ার চেষ্টা করছে।’
গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ এবং বিশৃঙ্খলার সূত্রপাত করেছিল। এ অবস্থায় পাকিস্তান সরকারের দায়িত্বশীল অনেক কর্তাব্যক্তি ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিষিদ্ধ করার প্রস্তাব করে।
এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইমরান খান। বলেছেন, যদি তাঁর দল পিটিআইকে নিষিদ্ধ করা হয়, তবে তিনি নতুন আরেকটি দল গঠন করবেন এবং আসন্ন নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবেন।
পাকিস্তানের ডন পত্রিকার ইংরেজি ভার্সনের এক প্রতিবেদনে বলা হয়, ইমরানের গ্রেপ্তারের পর তাঁর সমর্থকেরা দেশজুড়ে বিক্ষোভ এবং বিভিন্ন সেনা স্থাপনায় হামলা করেছিল। এ ঘটনার জের ধরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, পিটিআইকে নিষিদ্ধ করাই হবে এই পরিস্থিতির একমাত্র সমাধান।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, এমন পরিস্থিতি সৃষ্টির জন্য পিটিআই নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে।
পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছিলেন, পিটিআইকে নিষিদ্ধ করলে তাঁর দল এর বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া দেখাবে না বা এই সিদ্ধান্তকে প্রতিহত করবে না।
বিষয়টি নিয়ে সম্প্রতি ইমরান খানের মত জানতে চেয়েছিল এশিয়া কেন্দ্রিক নিউজ পোর্টাল নিক্কেই এশিয়া। সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে ইমরান বলেন, ‘তাঁরা যদি দলকে নিষিদ্ধ করে তাহলে আমরা নতুন নামে আরেকটি দল গড়ব এবং নিশ্চিতভাবেই নির্বাচনে জয়ী হব।’
ইমরান আরও বলেন, ‘যদি তাঁরা আমাকেই নিষিদ্ধ করে কিংবা জেলে পাঠায় তবুও আমাদের দলই বিজয়ী হবে।’
ইমরান খান দাবি করেন, অনেক নিপীড়নের পরও তাঁর দলের সমর্থকদের মনোবল অক্ষুণ্ন আছে এবং দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন এসেছে।
দলের নেতা-কর্মীদের ওপর ক্র্যাকডাউনের বিষয়ে ইমরান বলেন, ‘এসব করে তাঁরা এখনো আমাদের ভয় দেখিয়ে দল ভেঙে দেওয়ার চেষ্টা করছে।’
ভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
৫ ঘণ্টা আগে২০২৪ সালের ১৮ আগস্ট। ছুটি কাটানোর শেষ দিন ছিল এটি। বিলাসবহুল বেশিয়ান ইয়টে থাকা অতিথিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রিটিশ এই প্রমোদতরিটির মালিক মাইক লিঞ্চ। একটি প্রতারণা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার খুশিতে তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে উদ্যাপনে ছিলেন।
৬ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
৮ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রতিনিধিদল পাঠিয়েছেন। মস্কোর সময় গতকাল বুধবার (১৪ মে) মধ্যরাতের একটু আগে ক্রেমলিন আলোচনায় অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করে।
৮ ঘণ্টা আগে