অনলাইন ডেস্ক
মিয়ানমারের জান্তা-নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট ইয়াঙ্গুনে অবস্থিত অং সান সু চির পারিবারিক বাড়ি বিক্রির নির্দেশ দিয়েছেন। ক্ষমতাচ্যুত এ নেতার কারাবাসের তৃতীয় বার্ষিকীর এক সপ্তাহ আগে আজ বৃহস্পতিবার রায়টি জারি করা হয়।
মিয়ানমারের সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতি’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
চলতি বছরের মার্চ অনুষ্ঠিতব্য নিলামে বাড়িটির ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০ মিলিয়ন মার্কিন ডলার। অং সান সু চির আইনজীবীরা এই রায়ের বিষয়ে পরামর্শ করতে এখন পর্যন্ত কারাবন্দী নেত্রীর সঙ্গে দেখা করতে পারেননি।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন অভিযোগে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর পর থেকে তাঁকে নাইপিদো কারাগারের নির্জন কক্ষে রাখা হয়েছে।
এর আগের সামরিক শাসনামলে ইয়াঙ্গুনের ওই লেকসাইড ভিলাতে অং সান সু চিকে ১৫ বছর ধরে গৃহবন্দী করে রাখা হয়েছিল। তবে সম্পত্তিটির মালিকানা নিয়ে গণতন্ত্রপন্থী নেত্রী সু চি এবং তাঁর প্রতিপক্ষ বড় ভাইয়ের মধ্যে কয়েক দশকের পারিবারিক বিরোধ রয়েছে। ২০০০ সালে সু চি গৃহবন্দী থাকাকালে বড় ভাই উ অং সান উ বাড়ির মালিকানা দাবি করে তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন।
ওই সময় উ অং সান উর মূল মামলাটি আদালতে খারিজ হয়েছিলেন। এরপর তিনি সম্পত্তির যৌথ মালিকানা দাবি করে নতুন আরেকটি মামলা দায়ের করেন। ২০১৬ সালে ইয়াঙ্গুনের একটি আদালত বাড়িটির দোতলা ভবন এবং অর্ধেক জমির মালিক অং সান সু চি ও আরেকটি ভবন এবং বাকি অর্ধেক জমির মালিক তাঁর ভাইয়ের বলে রায় দেন।
এরপর ২০১৯ সালের জানুয়ারিতে ইউ অং সান উ সুপ্রিম কোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিলে তিনি বাড়িটি নিলামে তুলতে এবং মূল্যর একটি অংশের দাবি করেন। জান্তা-নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট অবশেষে আজ তাঁর পক্ষে রায় দিয়েছেন।
ইয়াঙ্গুনের ইনিয়া লেকের তীরঘেঁষা ৫৪ ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ে অবস্থিত ঔপনিবেশিক-শৈলীর বাড়িটি মিয়ানমারের গণতন্ত্রের লড়াইয়ের জন্য একটি ঐতিহাসিক স্থান এবং জাতীয় প্রতীক।
আগের সামরিক শাসনামলে তাঁদের হাজার হাজার মানুষ বাড়িটির ফটকে জমায়েত হতেন অং সান সু চির বক্তব্য শোনার জন্য। ওই সময় সু চি গণতন্ত্র ও বাকস্বাধীনতার পক্ষে জোরালো বক্তব্য দিতেন।
গণতন্ত্রপন্থী নেতা সু চি ২০১১ ও ২০১২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে এই বাড়িতে স্বাগত জানান।
১৯৪৭ সালে মিয়ানমারের স্বাধীনতার নায়ক ও জাতির জনক অং সানকে হত্যার পর সু চির মাকে ১ দশমিক ৯ একর জমি দেয় মিয়ানমার রাষ্ট্র। সুচির মা ডাও খিন কি ১৯৮৮ সালে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়িতেই থাকতেন।
দেশটির জাতীয় ঐক্য সরকার ২০২২ সালের সেপ্টেম্বরে বাড়িটিকে জাতীয় স্তরের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। বেসামরিক সরকার ওই সময় সতর্ক করে জানায়, যে কেউ এই সম্পত্তির মালিকানা, বিক্রি, ধ্বংস, পরিবর্তন বা অন্যথায় ব্যবহার করতে চাইলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মিয়ানমারের জান্তা-নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট ইয়াঙ্গুনে অবস্থিত অং সান সু চির পারিবারিক বাড়ি বিক্রির নির্দেশ দিয়েছেন। ক্ষমতাচ্যুত এ নেতার কারাবাসের তৃতীয় বার্ষিকীর এক সপ্তাহ আগে আজ বৃহস্পতিবার রায়টি জারি করা হয়।
মিয়ানমারের সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতি’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
চলতি বছরের মার্চ অনুষ্ঠিতব্য নিলামে বাড়িটির ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০ মিলিয়ন মার্কিন ডলার। অং সান সু চির আইনজীবীরা এই রায়ের বিষয়ে পরামর্শ করতে এখন পর্যন্ত কারাবন্দী নেত্রীর সঙ্গে দেখা করতে পারেননি।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন অভিযোগে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর পর থেকে তাঁকে নাইপিদো কারাগারের নির্জন কক্ষে রাখা হয়েছে।
এর আগের সামরিক শাসনামলে ইয়াঙ্গুনের ওই লেকসাইড ভিলাতে অং সান সু চিকে ১৫ বছর ধরে গৃহবন্দী করে রাখা হয়েছিল। তবে সম্পত্তিটির মালিকানা নিয়ে গণতন্ত্রপন্থী নেত্রী সু চি এবং তাঁর প্রতিপক্ষ বড় ভাইয়ের মধ্যে কয়েক দশকের পারিবারিক বিরোধ রয়েছে। ২০০০ সালে সু চি গৃহবন্দী থাকাকালে বড় ভাই উ অং সান উ বাড়ির মালিকানা দাবি করে তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন।
ওই সময় উ অং সান উর মূল মামলাটি আদালতে খারিজ হয়েছিলেন। এরপর তিনি সম্পত্তির যৌথ মালিকানা দাবি করে নতুন আরেকটি মামলা দায়ের করেন। ২০১৬ সালে ইয়াঙ্গুনের একটি আদালত বাড়িটির দোতলা ভবন এবং অর্ধেক জমির মালিক অং সান সু চি ও আরেকটি ভবন এবং বাকি অর্ধেক জমির মালিক তাঁর ভাইয়ের বলে রায় দেন।
এরপর ২০১৯ সালের জানুয়ারিতে ইউ অং সান উ সুপ্রিম কোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিলে তিনি বাড়িটি নিলামে তুলতে এবং মূল্যর একটি অংশের দাবি করেন। জান্তা-নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্ট অবশেষে আজ তাঁর পক্ষে রায় দিয়েছেন।
ইয়াঙ্গুনের ইনিয়া লেকের তীরঘেঁষা ৫৪ ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ে অবস্থিত ঔপনিবেশিক-শৈলীর বাড়িটি মিয়ানমারের গণতন্ত্রের লড়াইয়ের জন্য একটি ঐতিহাসিক স্থান এবং জাতীয় প্রতীক।
আগের সামরিক শাসনামলে তাঁদের হাজার হাজার মানুষ বাড়িটির ফটকে জমায়েত হতেন অং সান সু চির বক্তব্য শোনার জন্য। ওই সময় সু চি গণতন্ত্র ও বাকস্বাধীনতার পক্ষে জোরালো বক্তব্য দিতেন।
গণতন্ত্রপন্থী নেতা সু চি ২০১১ ও ২০১২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে এই বাড়িতে স্বাগত জানান।
১৯৪৭ সালে মিয়ানমারের স্বাধীনতার নায়ক ও জাতির জনক অং সানকে হত্যার পর সু চির মাকে ১ দশমিক ৯ একর জমি দেয় মিয়ানমার রাষ্ট্র। সুচির মা ডাও খিন কি ১৯৮৮ সালে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়িতেই থাকতেন।
দেশটির জাতীয় ঐক্য সরকার ২০২২ সালের সেপ্টেম্বরে বাড়িটিকে জাতীয় স্তরের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। বেসামরিক সরকার ওই সময় সতর্ক করে জানায়, যে কেউ এই সম্পত্তির মালিকানা, বিক্রি, ধ্বংস, পরিবর্তন বা অন্যথায় ব্যবহার করতে চাইলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৪৪ মিনিট আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
১ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
২ ঘণ্টা আগে