আফগানিস্তানের সাবেক সংসদ সদস্য মুরসাল নবিজাদাকে কাবুলের বাড়িতে গুলি করা হত্যা করা হয়েছে। গুলিতে তাঁর দেহরক্ষীও নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববারের এ ঘটনায় মুরসাল নবিজাদার (৩২ বছর) ভাই ও অপর এক দেহরক্ষীও হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, এই ঘটনার গুরুতর তদন্ত শুরু হয়েছে। তবে আহতদের পরিচয়সহ বিস্তারিত জানা যায়নি।
২০২১ সালের আগস্টে তালেবান গোষ্ঠী ক্ষমতায় আসার পর যে কয়জন নারী আইনপ্রণেতা কাবুলে ছিলেন, মুরসাল নবীজাদা তাঁদের একজন। নিহত এই আইনপ্রণেতার সাবেক সহকর্মীরা তাঁকে ‘নির্ভীক’ হিসেবে প্রশংসা করেছিলেন। কারণ তালেবানরা ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও তিনি কাবুল ছেড়ে যাননি।
সাবেক আইনপ্রণেতা মরিয়ম সোলাইমানখিল টুইটারে লিখেছেন, নবীজাদা ছিলেন একজন সত্যিকার নির্ভীক ও স্পষ্টবাদী নারী যিনি বিপদের মুখেও যা বিশ্বাস করতেন, তার পক্ষে ছিলেন। তিনি আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও জনগণের পাশে থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নবীজাদা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে জন্মেছিলেন। ২০১৮ সালে তিনি কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তালেবান দখলের আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। নবীজাদা সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটেও কাজ করেছেন।
নবীজাদার নিহতের ঘটনায় ক্ষোভ ও দুঃখপ্রকাশ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হান্না নিউম্যান। তিনি বলেছেন, ‘আমি বিশ্বকে জানাতে চাই যে এ ঘটনায় আমি ভীষণ দুঃখিত এবং ক্ষুব্ধ। তাঁকে হত্যা করা হয়েছে অন্ধকারে কিন্তু তালেবানেরা তাঁদের বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা তৈরি করে দিনের আলোতেই।’
আফগানিস্তানের সাবেক একজন শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, তিনি নবীজাদার মৃত্যুতে শোকাহত এবং আশা করেন অপরাধীদের শাস্তি হবে।
তালেবানেরা ক্ষমতায় আসার পর মার্কিন সমর্থিত আফগান সরকারের অনেক নারী কর্মকর্তাই দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু মুরসাল নবীজাদা দেশেই ছিলেন।
আফগানিস্তানের সাবেক সংসদ সদস্য মুরসাল নবিজাদাকে কাবুলের বাড়িতে গুলি করা হত্যা করা হয়েছে। গুলিতে তাঁর দেহরক্ষীও নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববারের এ ঘটনায় মুরসাল নবিজাদার (৩২ বছর) ভাই ও অপর এক দেহরক্ষীও হয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, এই ঘটনার গুরুতর তদন্ত শুরু হয়েছে। তবে আহতদের পরিচয়সহ বিস্তারিত জানা যায়নি।
২০২১ সালের আগস্টে তালেবান গোষ্ঠী ক্ষমতায় আসার পর যে কয়জন নারী আইনপ্রণেতা কাবুলে ছিলেন, মুরসাল নবীজাদা তাঁদের একজন। নিহত এই আইনপ্রণেতার সাবেক সহকর্মীরা তাঁকে ‘নির্ভীক’ হিসেবে প্রশংসা করেছিলেন। কারণ তালেবানরা ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও তিনি কাবুল ছেড়ে যাননি।
সাবেক আইনপ্রণেতা মরিয়ম সোলাইমানখিল টুইটারে লিখেছেন, নবীজাদা ছিলেন একজন সত্যিকার নির্ভীক ও স্পষ্টবাদী নারী যিনি বিপদের মুখেও যা বিশ্বাস করতেন, তার পক্ষে ছিলেন। তিনি আফগানিস্তান ছেড়ে যাওয়ার সুযোগ পেয়েও জনগণের পাশে থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নবীজাদা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে জন্মেছিলেন। ২০১৮ সালে তিনি কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তালেবান দখলের আগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। নবীজাদা সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটেও কাজ করেছেন।
নবীজাদার নিহতের ঘটনায় ক্ষোভ ও দুঃখপ্রকাশ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হান্না নিউম্যান। তিনি বলেছেন, ‘আমি বিশ্বকে জানাতে চাই যে এ ঘটনায় আমি ভীষণ দুঃখিত এবং ক্ষুব্ধ। তাঁকে হত্যা করা হয়েছে অন্ধকারে কিন্তু তালেবানেরা তাঁদের বর্ণবৈষম্যমূলক ব্যবস্থা তৈরি করে দিনের আলোতেই।’
আফগানিস্তানের সাবেক একজন শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, তিনি নবীজাদার মৃত্যুতে শোকাহত এবং আশা করেন অপরাধীদের শাস্তি হবে।
তালেবানেরা ক্ষমতায় আসার পর মার্কিন সমর্থিত আফগান সরকারের অনেক নারী কর্মকর্তাই দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু মুরসাল নবীজাদা দেশেই ছিলেন।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে