রাশিয়া ও ভারত ২০৩০ সালের মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। মস্কো সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার মস্কোতে বৈঠক করেন ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। এটি দুই দেশের মধ্যে ২২তম দ্বিপক্ষীয় বার্ষিক সম্মেলন। এই বৈঠকের সময় পুতিন ও মোদি বাণিজ্য বৃদ্ধির বিষয়টি ছাড়াও চলমান অন্যান্য ইস্যু ও দুই দেশের মধ্যকার আরও সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ মতবিনিময় করেন।
পরে ২০৩০ সাল পর্যন্ত রাশিয়া-ভারত অর্থনৈতিক সহযোগিতার কৌশলগত ক্ষেত্রগুলোর উন্নয়নের বিষয়ে পুতিন-মোদির বৈঠকের আলোকে যৌথ বিবৃতি জারি করা হয়। এতে বলা হয়, ‘বিশেষ বিনিয়োগ ব্যবস্থার কাঠামোর মধ্যে উভয় দেশের বিনিয়োগ কার্যক্রম পুনরুজ্জীবিত করা, ভারসাম্যপূর্ণ দ্বিপক্ষীয় বাণিজ্য অর্জনের জন্য ভারত থেকে (রাশিয়ায়) পণ্যের সরবরাহ বৃদ্ধিসহ ২০৩০ সালের মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ান ফেডারেশন ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতাসহ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কিত শুল্ক বাধা দূর করার আকাঙ্ক্ষাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্র এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি মুক্ত বাণিজ্য ক্ষেত্র প্রতিষ্ঠাসহ দ্বিপক্ষীয় বাণিজ্যের উদারীকরণের ক্ষেত্রে সংলাপ অব্যাহত রাখার জন্যও জোর দেয়।
পারমাণবিক শক্তি, জ্বালানি পরিশোধন ও পেট্রোকেমিক্যালসহ জ্বালানি খাতে সহযোগিতার বিকাশ এবং জ্বালানি অবকাঠামো, প্রযুক্তি ও সরঞ্জামের ক্ষেত্রে সহযোগিতা এবং অংশীদারত্ব বৃদ্ধির বিষয়ও আলোচিত হয় বৈঠকে।
রাশিয়া ও ভারত ২০৩০ সালের মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়। মস্কো সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার মস্কোতে বৈঠক করেন ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। এটি দুই দেশের মধ্যে ২২তম দ্বিপক্ষীয় বার্ষিক সম্মেলন। এই বৈঠকের সময় পুতিন ও মোদি বাণিজ্য বৃদ্ধির বিষয়টি ছাড়াও চলমান অন্যান্য ইস্যু ও দুই দেশের মধ্যকার আরও সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ মতবিনিময় করেন।
পরে ২০৩০ সাল পর্যন্ত রাশিয়া-ভারত অর্থনৈতিক সহযোগিতার কৌশলগত ক্ষেত্রগুলোর উন্নয়নের বিষয়ে পুতিন-মোদির বৈঠকের আলোকে যৌথ বিবৃতি জারি করা হয়। এতে বলা হয়, ‘বিশেষ বিনিয়োগ ব্যবস্থার কাঠামোর মধ্যে উভয় দেশের বিনিয়োগ কার্যক্রম পুনরুজ্জীবিত করা, ভারসাম্যপূর্ণ দ্বিপক্ষীয় বাণিজ্য অর্জনের জন্য ভারত থেকে (রাশিয়ায়) পণ্যের সরবরাহ বৃদ্ধিসহ ২০৩০ সালের মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ান ফেডারেশন ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতাসহ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কিত শুল্ক বাধা দূর করার আকাঙ্ক্ষাসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্র এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি মুক্ত বাণিজ্য ক্ষেত্র প্রতিষ্ঠাসহ দ্বিপক্ষীয় বাণিজ্যের উদারীকরণের ক্ষেত্রে সংলাপ অব্যাহত রাখার জন্যও জোর দেয়।
পারমাণবিক শক্তি, জ্বালানি পরিশোধন ও পেট্রোকেমিক্যালসহ জ্বালানি খাতে সহযোগিতার বিকাশ এবং জ্বালানি অবকাঠামো, প্রযুক্তি ও সরঞ্জামের ক্ষেত্রে সহযোগিতা এবং অংশীদারত্ব বৃদ্ধির বিষয়ও আলোচিত হয় বৈঠকে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৫ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৯ ঘণ্টা আগে