শ্রীলঙ্কায় ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষুকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষুর নাম গালাগোদাত্তে জ্ঞানাসারা। তিনি শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ মিত্র ছিলেন।
বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার কলম্বো ম্যাজিস্ট্রেট আদালত ২০১৬ সালে গালাগোদাত্তে জ্ঞানাসারার দেওয়া একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছেন।
শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুদের দণ্ড বা শাস্তি দেওয়ার ব্যাপারটি বিরল হলেও জ্ঞানাসারার জন্য এটি দ্বিতীয়বার। এর আগে ২০১৯ সালে তিনি আদালত অবমাননা ও একজন কার্টুনিস্টের স্ত্রীকে ভয় দেখানোর অভিযোগে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালে একটি সংবাদ সম্মেলনে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে জ্ঞানাসারাকে অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু তখন রাজাপক্ষে সরকার ক্ষমতায় থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। এরপর ২০২২ সালে রাজাপক্ষের পতনের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এই অভিযোগে আদালত জ্ঞানাসারাকে ৯ মাস কারাদণ্ডের পাশাপাশি দেড় হাজার শ্রীলঙ্কান রুপি জরিমানা করেছেন। জরিমানা না দিলে তাঁকে আরও এক মাস কারাভোগ করতে হবে।
জ্ঞানাসারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। তবে আদালত আপিলের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাঁকে জামিনে মুক্তির অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
গালাগোদাত্তে জ্ঞানাসারা রাজাপক্ষের শাসনামলে জাতীয়তাবাদী সিংহলি বৌদ্ধ সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য গঠিত প্রেসিডেন্টের টাস্কফোর্সের প্রধান ছিলেন।
এর আগে ২০১৮ সালে আদালত অবমাননা ও একজন কার্টুনিস্টের স্ত্রীকে ভয় দেখানোর অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এই বৌদ্ধ ভিক্ষু। ২০১৯ সালের সেই অভিযোগে আদালত তাঁকে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা কর্তৃক ক্ষমা পাওয়ায় মাত্র ৯ মাস কারাভোগ করেই তিনি মুক্তি পান।
শ্রীলঙ্কায় ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষুকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষুর নাম গালাগোদাত্তে জ্ঞানাসারা। তিনি শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ মিত্র ছিলেন।
বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার কলম্বো ম্যাজিস্ট্রেট আদালত ২০১৬ সালে গালাগোদাত্তে জ্ঞানাসারার দেওয়া একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছেন।
শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুদের দণ্ড বা শাস্তি দেওয়ার ব্যাপারটি বিরল হলেও জ্ঞানাসারার জন্য এটি দ্বিতীয়বার। এর আগে ২০১৯ সালে তিনি আদালত অবমাননা ও একজন কার্টুনিস্টের স্ত্রীকে ভয় দেখানোর অভিযোগে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালে একটি সংবাদ সম্মেলনে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে জ্ঞানাসারাকে অভিযুক্ত করা হয়েছিল। কিন্তু তখন রাজাপক্ষে সরকার ক্ষমতায় থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি। এরপর ২০২২ সালে রাজাপক্ষের পতনের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এই অভিযোগে আদালত জ্ঞানাসারাকে ৯ মাস কারাদণ্ডের পাশাপাশি দেড় হাজার শ্রীলঙ্কান রুপি জরিমানা করেছেন। জরিমানা না দিলে তাঁকে আরও এক মাস কারাভোগ করতে হবে।
জ্ঞানাসারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। তবে আদালত আপিলের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তাঁকে জামিনে মুক্তির অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
গালাগোদাত্তে জ্ঞানাসারা রাজাপক্ষের শাসনামলে জাতীয়তাবাদী সিংহলি বৌদ্ধ সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য গঠিত প্রেসিডেন্টের টাস্কফোর্সের প্রধান ছিলেন।
এর আগে ২০১৮ সালে আদালত অবমাননা ও একজন কার্টুনিস্টের স্ত্রীকে ভয় দেখানোর অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এই বৌদ্ধ ভিক্ষু। ২০১৯ সালের সেই অভিযোগে আদালত তাঁকে ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা কর্তৃক ক্ষমা পাওয়ায় মাত্র ৯ মাস কারাভোগ করেই তিনি মুক্তি পান।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে