অনলাইন ডেস্ক
আইপিএলে ১৮ বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম শিরোপা জয়ের উৎসবে মেতেছিল পুরো বেঙ্গালুরু। কিন্তু সেই উন্মাদনা রূপ নিয়েছে প্রাণঘাতী দুর্ঘটনায়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা (কেএসসিএ) আরসিবি দলের সংবর্ধনার আয়োজন করে। দলটি বিমানবন্দর থেকে বিধানসৌধে (বিধানসভা) পৌঁছানোর পর স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল, সেখানে একত্রিত হন হাজার হাজার মানুষ।
চোখে পড়ার মতো ভিড় ছিল স্টেডিয়ামের বাইরেও। আবার বেঙ্গালুরু মেট্রোর বিভিন্ন স্টেশন থেকেও দেখা যায়, গাদাগাদি করে লোকজন নামছেন। অনেকে গাছের ডালেও উঠে পড়েন শুধু একঝলক তারকাদের দেখার আশায়।
এত বিপুলসংখ্যক মানুষের ভিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সূত্রে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাত থেকেই তারা জনতাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল। কিন্তু আজকের অনুষ্ঠানে ভিড় এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনার পর আহত ও অচেতন অনেককে পুলিশের সহায়তায় কাছাকাছি বাওরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের চলাচল ছিল থেমে থেমে।
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি ক্ষমা চাইছি এমন বিশৃঙ্খলার জন্য। আমরা ৫ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করেছিলাম, কিন্তু তারা সবাই তরুণ, প্রাণবন্ত। লাঠিপেটা করা যেত না।’
ডিকে শিবকুমার আরও বলেন, ‘আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। পরে আমি নিজেও হাসপাতালে যাব, তবে চিকিৎসকদের কাজ ব্যাহত করতে চাই না। এখনই সঠিক মৃত্যুর সংখ্যা বলা যাচ্ছে না। আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছি, মাত্র ১০ মিনিটে শেষ করে দিই... লক্ষাধিক মানুষ এসেছিলেন।’
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ রাজ্য সরকারের দুর্বল পরিকল্পনা ও জনসমাগম নিয়ন্ত্রণে ব্যর্থতা। তারা কোনো রকম প্রস্তুতি ছাড়াই এই ধরনের বড় অনুষ্ঠান করে বিপদ ডেকে এনেছে। এর দায় সরকারকেই নিতে হবে।’
বেঙ্গালুরুতে আজ আরসিবি দল পৌঁছানোর পর ডিকে শিবকুমার দলের প্রত্যেক খেলোয়াড়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিশেষভাবে বিরাট কোহলিকে সম্মান জানান তিনি এবং রসিকতা করে আরসিবি পতাকার সঙ্গে কর্ণাটকের পতাকাও তুলে দেন তাঁর হাতে।
আইপিএলে ১৮ বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম শিরোপা জয়ের উৎসবে মেতেছিল পুরো বেঙ্গালুরু। কিন্তু সেই উন্মাদনা রূপ নিয়েছে প্রাণঘাতী দুর্ঘটনায়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা (কেএসসিএ) আরসিবি দলের সংবর্ধনার আয়োজন করে। দলটি বিমানবন্দর থেকে বিধানসৌধে (বিধানসভা) পৌঁছানোর পর স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল, সেখানে একত্রিত হন হাজার হাজার মানুষ।
চোখে পড়ার মতো ভিড় ছিল স্টেডিয়ামের বাইরেও। আবার বেঙ্গালুরু মেট্রোর বিভিন্ন স্টেশন থেকেও দেখা যায়, গাদাগাদি করে লোকজন নামছেন। অনেকে গাছের ডালেও উঠে পড়েন শুধু একঝলক তারকাদের দেখার আশায়।
এত বিপুলসংখ্যক মানুষের ভিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সূত্রে জানানো হয়, গতকাল মঙ্গলবার রাত থেকেই তারা জনতাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল। কিন্তু আজকের অনুষ্ঠানে ভিড় এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ঘটনার পর আহত ও অচেতন অনেককে পুলিশের সহায়তায় কাছাকাছি বাওরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সের চলাচল ছিল থেমে থেমে।
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি ক্ষমা চাইছি এমন বিশৃঙ্খলার জন্য। আমরা ৫ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করেছিলাম, কিন্তু তারা সবাই তরুণ, প্রাণবন্ত। লাঠিপেটা করা যেত না।’
ডিকে শিবকুমার আরও বলেন, ‘আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। পরে আমি নিজেও হাসপাতালে যাব, তবে চিকিৎসকদের কাজ ব্যাহত করতে চাই না। এখনই সঠিক মৃত্যুর সংখ্যা বলা যাচ্ছে না। আমরা অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছি, মাত্র ১০ মিনিটে শেষ করে দিই... লক্ষাধিক মানুষ এসেছিলেন।’
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ রাজ্য সরকারের দুর্বল পরিকল্পনা ও জনসমাগম নিয়ন্ত্রণে ব্যর্থতা। তারা কোনো রকম প্রস্তুতি ছাড়াই এই ধরনের বড় অনুষ্ঠান করে বিপদ ডেকে এনেছে। এর দায় সরকারকেই নিতে হবে।’
বেঙ্গালুরুতে আজ আরসিবি দল পৌঁছানোর পর ডিকে শিবকুমার দলের প্রত্যেক খেলোয়াড়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিশেষভাবে বিরাট কোহলিকে সম্মান জানান তিনি এবং রসিকতা করে আরসিবি পতাকার সঙ্গে কর্ণাটকের পতাকাও তুলে দেন তাঁর হাতে।
ইউক্রেন সংকট ঘিরে সম্প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মধ্যেই একটি পডকাস্টে তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন।
২ ঘণ্টা আগেভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আজ বুধবার প্রশান্ত মহাসাগরে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পরপরই এই অগ্ন্যুৎপাত ঘটে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের অন্যতম সক্রিয় এবং উচ্চতম এই আগ্নেয়গিরির ঢাল বেয়ে নামছে জ্বলন্ত লাভা।
৪ ঘণ্টা আগেকারিগরি ত্রুটির কারণে লন্ডনের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে গ্রীষ্মকালীন ছুটির শুরুতেই চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
৪ ঘণ্টা আগেপর্বতারোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুইবারের অলিম্পিক স্বর্ণপদকজয়ী জার্মান ক্রীড়াবিদ লাউরা ডালমেয়ার। সোমবার কারাকোরাম পর্বতমালার লায়লা পিক পর্বত আরোহণের সময় তিনি পাথর ধসে আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে তাঁর ব্যবস্থাপনা সংস্থা ও জার্মান অলিম্পিক ক্রীড়া সংস্থা।
৫ ঘণ্টা আগে