মিয়ানমারের রাজনৈতিক সংকট নিরসনে শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল আঞ্চলিক জোট আসিয়ান। তবে মিয়ানমার আসিয়ানের সেই সময়সীমা তো মানেইনি, উল্টো আসিয়ানকে সতর্ক করে কড়া জবাব দিয়েছে। দেশটির জান্তা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন চাপের ফলাফল আরও নেতিবাচক হতে পারে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়ে অতিরিক্ত চাপ তৈরি ইতিবাচকের চেয়ে নেতিবাচক প্রভাবই তৈরি করবে বেশি।’ বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমার ‘সম্মেলনের সিদ্ধান্ত মানতে বাধ্য নয়।’ কারণ এই সম্মেলন মিয়ানমারের প্রতিনিধির উপস্থিতি ছাড়াই ৯টি আসিয়ান দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। অথচ এই জোট ১০ সদস্যের উপস্থিতিতেই কেবল পরিপূর্ণ হয়।
এর আগে মিয়ানমারে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ ও অচলাবস্থা নিরসনে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)। গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারের সংকট নিয়ে আলোচনা করতে বসেন। সেখানে মিয়ানমারের জান্তা সরকারকে একজন অরাজনৈতিক প্রতিনিধি পাঠানোর আমন্ত্রণ দেওয়া হয়। কিন্তু মিয়ানমার সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে কোনো প্রতিনিধি পাঠায়নি।
গত বছর আসিয়ানের শান্তি পরিকল্পনায় একমত পোষণ করেছিল মিয়ানমার। কিন্তু পরে পরিকল্পনার প্রায় কিছুই বাস্তবায়িত হয়নি। উল্টো আরও বেশি নৃশংস ভূমিকায় দেখা গেছে দেশটির সেনা সরকারকে।
মিয়ানমারের রাজনৈতিক সংকট নিরসনে শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছিল আঞ্চলিক জোট আসিয়ান। তবে মিয়ানমার আসিয়ানের সেই সময়সীমা তো মানেইনি, উল্টো আসিয়ানকে সতর্ক করে কড়া জবাব দিয়েছে। দেশটির জান্তা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন চাপের ফলাফল আরও নেতিবাচক হতে পারে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিয়ে অতিরিক্ত চাপ তৈরি ইতিবাচকের চেয়ে নেতিবাচক প্রভাবই তৈরি করবে বেশি।’ বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমার ‘সম্মেলনের সিদ্ধান্ত মানতে বাধ্য নয়।’ কারণ এই সম্মেলন মিয়ানমারের প্রতিনিধির উপস্থিতি ছাড়াই ৯টি আসিয়ান দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। অথচ এই জোট ১০ সদস্যের উপস্থিতিতেই কেবল পরিপূর্ণ হয়।
এর আগে মিয়ানমারে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ ও অচলাবস্থা নিরসনে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আসিয়ান)। গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার জাকার্তায় জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা মিয়ানমারের সংকট নিয়ে আলোচনা করতে বসেন। সেখানে মিয়ানমারের জান্তা সরকারকে একজন অরাজনৈতিক প্রতিনিধি পাঠানোর আমন্ত্রণ দেওয়া হয়। কিন্তু মিয়ানমার সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে কোনো প্রতিনিধি পাঠায়নি।
গত বছর আসিয়ানের শান্তি পরিকল্পনায় একমত পোষণ করেছিল মিয়ানমার। কিন্তু পরে পরিকল্পনার প্রায় কিছুই বাস্তবায়িত হয়নি। উল্টো আরও বেশি নৃশংস ভূমিকায় দেখা গেছে দেশটির সেনা সরকারকে।
নেপালে জেন-জেড প্রজন্মের নেতৃত্বে চলমান আন্দোলনে নতুন মোড় এসেছে। দুর্নীতি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ তরুণেরা দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে।
২৮ মিনিট আগে১৯৬৩ সালে মাত্র ১৮ বছর বয়সে চোই মাল-জা গুরুতর শারীরিক ক্ষতির অভিযোগে দোষী সাব্যস্ত হন। তাঁকে সে সময় ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে, তাঁর হামলাকারীকে মাত্র ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী হয়েও অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছিলেন চোই।
৩৩ মিনিট আগেনেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, সিপিএন (মাওবাদী কেন্দ্র) চেয়ারম্যান পুষ্পকমল দাহাল, সিপিএন (একীভূত সমাজবাদী) চেয়ারম্যান মাধবকুমার নেপালসহ একাধিক মন্ত্রীকে নিরাপত্তার কারণে সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র শিবপুরীতে রাখা হয়েছে।
২ ঘণ্টা আগেজাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।
৩ ঘণ্টা আগে