Ajker Patrika

স্বাধীনতা দিবসের র‍্যালিতে গুলি চালাল তালেবান, বেশ কয়েকজন নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৬: ২৯
স্বাধীনতা দিবসের র‍্যালিতে গুলি চালাল তালেবান, বেশ কয়েকজন নিহত

আজ ১৯ আগস্ট। আফগানিস্তানের ১০২তম স্বাধীনতা দিবস। ১৯১৯ সালের আজকের এই দিনে ব্রিটেনকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে দেশটি। এ বছর সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর আসাদাবাদে স্বাধীনতা দিবসের র‍্যালিতে গুলি চালিয়েছে তালেবান। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এর আগে বুধবার (১৮ আগস্ট) জালালাবাদে জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেওয়া আফগানিদের ওপর গুলি চালায় তালেবান, এ ঘটনায় প্রাণ হারায় তিনজন। 

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আসাদাবাদে স্বাধীনতা দিবসের সমাবেশে আফগানিস্তানের জাতীয় পতাকা উড়ানো লোকজনের ওপর গুলি চালানো হয়েছে। বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। 

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সেলিমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তালেবানের গুলি নাকি গুলির কারণে আতঙ্কিত লোকজনের ছুটোছুটির সময় পদদলনে হতাহতের ঘটনা ঘটেছে সেটি এখনো পরিষ্কার নয়। 

মোহাম্মদ সেলিম বলেন, ‘শত শত মানুষ রাস্তায় নেমে আসে। আমি প্রথমে আতঙ্কিত ছিলাম। আমি যেতে চাইনি। কিন্তু এক প্রতিবেশীর দেখাদেখি আমিও জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামি।’

উল্লেখ্য, বর্তমান পতাকা পরিবর্তন করে তালেবান তাদের ১৯৯৬ সালের পতাকা আবার ফিরিয়ে আনতে চাচ্ছে। কিন্তু অনেক আফগানি তা মেনে নিচ্ছেন না। মূলত এর প্রতিবাদেই তাঁরা রাস্তায় নেমেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত