ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে এক নারীর কাছ থেকে তিন কোটি ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারকরা। হংকংয়ের অভিজাত এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা সম্প্রতি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ এক তরুণকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে। এই চক্রের আরও কয়েকজন আছে বলে জানিয়েছে হংকং পুলিশ।
পুলিশের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯০ বছর বয়সী ওই বৃদ্ধার কাছ থেকে মোবাইলে প্রতারণার মাধ্যমে ৩ কোটি ২০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। গত ২ মার্চ ওই বৃদ্ধা হংকং পুলিশের কাছে অভিযোগ করেন।
ওই বৃদ্ধার উদ্ধৃতি দিয়ে হংকং পুলিশ বলছে, গত বছরের ২০ আগস্ট এক প্রতারক তাকে ফোন করে। চীনের মূল ভূখণ্ডের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রতারক তাকে বলেন, সেখানে তার নাম ব্যবহার করে অপরাধ সংঘটিত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক ব্যক্তি তার বাড়ি পরিদর্শনও করেন। তাদের সঙ্গে যোগাযোগের জন্য বৃদ্ধাকে একটি সেলফোনও দিয়ে যাওয়া হয়। এরপর তিনি ব্যাংকের মাধ্যমে ১০বারে ৩ কোটি ২০ লাখ ডলার স্থানান্তর করেন।
এই ঘটনার তদন্ত হচ্ছে এবং আরও গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছ হংকং পুলিশ।
চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের সবচেয়ে ব্যয়বহুল এলাকা দ্য পিক-এ বসবাস করেন ওই নারী।
এর আগে গত বছরের অক্টোবরেও হংকংয়ে এক নারীর কাছ থেকে প্রতারণা করে প্রায় ৮৯ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়। প্রতারকরা ওই নারীকে জানায় যে, তিনি চীনের মূল ভূখণ্ডে অর্থপাচার করছেন। এই ঘটনায় পরে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
আর ২০১৯ সালের জানুয়ারিতে প্রতারকদের খপ্পরে পড়ে ৮৫ বছর বয়সী এক লোক ৭ কোটি ৩৯ লাখ ডলার খোয়ান। সস্তায় স্বর্ণ দেওয়ার ওই প্রতারণায় সাতজন লোক মোট ৮ কোটি ডলার হারান।
ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে এক নারীর কাছ থেকে তিন কোটি ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারকরা। হংকংয়ের অভিজাত এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা সম্প্রতি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ এক তরুণকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে। এই চক্রের আরও কয়েকজন আছে বলে জানিয়েছে হংকং পুলিশ।
পুলিশের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯০ বছর বয়সী ওই বৃদ্ধার কাছ থেকে মোবাইলে প্রতারণার মাধ্যমে ৩ কোটি ২০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। গত ২ মার্চ ওই বৃদ্ধা হংকং পুলিশের কাছে অভিযোগ করেন।
ওই বৃদ্ধার উদ্ধৃতি দিয়ে হংকং পুলিশ বলছে, গত বছরের ২০ আগস্ট এক প্রতারক তাকে ফোন করে। চীনের মূল ভূখণ্ডের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রতারক তাকে বলেন, সেখানে তার নাম ব্যবহার করে অপরাধ সংঘটিত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক ব্যক্তি তার বাড়ি পরিদর্শনও করেন। তাদের সঙ্গে যোগাযোগের জন্য বৃদ্ধাকে একটি সেলফোনও দিয়ে যাওয়া হয়। এরপর তিনি ব্যাংকের মাধ্যমে ১০বারে ৩ কোটি ২০ লাখ ডলার স্থানান্তর করেন।
এই ঘটনার তদন্ত হচ্ছে এবং আরও গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছ হংকং পুলিশ।
চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের সবচেয়ে ব্যয়বহুল এলাকা দ্য পিক-এ বসবাস করেন ওই নারী।
এর আগে গত বছরের অক্টোবরেও হংকংয়ে এক নারীর কাছ থেকে প্রতারণা করে প্রায় ৮৯ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়। প্রতারকরা ওই নারীকে জানায় যে, তিনি চীনের মূল ভূখণ্ডে অর্থপাচার করছেন। এই ঘটনায় পরে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
আর ২০১৯ সালের জানুয়ারিতে প্রতারকদের খপ্পরে পড়ে ৮৫ বছর বয়সী এক লোক ৭ কোটি ৩৯ লাখ ডলার খোয়ান। সস্তায় স্বর্ণ দেওয়ার ওই প্রতারণায় সাতজন লোক মোট ৮ কোটি ডলার হারান।
ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার (২১ এপ্রিল) মারা যান তিনি। ভ্যাটিকানের বিবৃতির বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি।
৪২ মিনিট আগেভেনেজুয়েলার কারাগারে আটক রাজনৈতিক বন্দীদের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২৫২ ভেনেজুয়েলান বন্দীকে প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছে এল সালভাদর। গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
১ ঘণ্টা আগেগাজায় ১৫ জন জরুরি ত্রাণকর্মী এবং চিকিৎসকের মৃত্যুর জন্য কিছু সদস্যের পেশাগত ব্যর্থতাকে দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এতগুলো মানুষের জীবন শেষ করার পেছনে তাদের সাফাই—কমান্ড সংক্রান্ত ভুল বোঝাবুঝি এবং কিছু সেনার আদেশ লঙ্ঘনের কারণে এমন ঘটেছে। তবে, হামলায় নিহতদের মধ্যে ৬ জন হামাস সদস্য বলেও
২ ঘণ্টা আগেএক সপ্তাহে দুই দফা ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তিন দিনের ব্যবধানে ন্যাটোর আকাশসীমায় দুটি রুশ উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে।
২ ঘণ্টা আগে