কয়েক দিন আগেও আফগানিস্তানের রাজধানী কাবুলের গাড়িচালকেরা প্রতি লিটার জ্বালানি কিনেছেন ৬৭ আফগানি (আফগানিস্তানের মুদ্রা) দিয়ে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৩ টাকা। সম্প্রতি দাম বেড়ে কাবুলে প্রতি লিটার জ্বালানি বিক্রি হচ্ছে এখন ৭৮ আফগানি দিয়ে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০৮ টাকার সমান।
প্রায় ১১ আফগানি মুদ্রা দাম বেড়ে যাওয়ার বিষয়টিকে মানতে পারছেন না আফগানরা। এ নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করছেন।
আজ মঙ্গলবার টলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিতে কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছেন আফগানিস্তানের রাজধানী কাবুলের বেশ কিছু গাড়িচালক। সাঈদ মোহাম্মাদ শরিফ নামে একজন চালক বলেন, ‘গাড়ি চালিয়ে যদি ১ হাজার আফগানি আয় করি তাহলে এর মধ্যে ৬০০ চলে যায় জ্বালানি কিনে। বাকি ৪০০ দিয়ে পোষাচ্ছে না।’
সম্প্রতি জ্বালানির দাম ১১ আফগানি বেড়ে যাওয়ার বিষয়টিকে অনেক বেশি বলে মনে করছেন সাঈদ।
এদিকে কয়েকজন জ্বালানি বিক্রেতা দাবি করছেন, দেশের উত্তরাঞ্চল থেকে তাঁদের জ্বালানি কিনে আনতে হয়। কিন্তু যে পথে তেল আনা হয় সেই সলং মহাসড়কে এখন বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে তেল আমদানিতে খরচও বেড়ে গেছে এবং রাজধানী কাবুলের বাজারে তেলের দামও বাড়াতে হয়েছে।
শফিক নামে এক জ্বালানি ব্যবসায়ী বলেন, রাজধানী কাবুলে বিপুল পরিমাণ তেল আমদানি করা হয়। কিন্তু সলং হাইওয়ে কদিন ধরেই বন্ধ হয়ে আছে। এতে তেলের আমদানিও কমে গেছে।
এ অবস্থায় আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট-এর পক্ষ থেকে বলা হয়েছে, সলং মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায়, অন্য রুটগুলো দিয়ে কাবুলে বেশি পরিমাণে তেল আমদানির চেষ্টা করছে তারা।
সংগঠনটির সদস্য খাজান আলোকোজাই বলেন, বেশ কয়েকটি কোম্পানি দাম বাড়ানোর ফলেই জ্বালানির দাম বেড়েছে। আর এই দাম বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ সলং মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া। তবে সমস্যা সমাধানে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
আফগানিস্তানের খনি এবং জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে চারটিরও বেশি তেলক্ষেত্র রয়েছে। এর মধ্যে বর্তমানে আমু নদী তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন করা হচ্ছে। তবে এই তেল দিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব নয়। তাই রাশিয়া, ইরান এবং সেন্ট্রাল এশিয়া থেকে জ্বালানি আমদানি করতে হয় দেশটিকে।
কয়েক দিন আগেও আফগানিস্তানের রাজধানী কাবুলের গাড়িচালকেরা প্রতি লিটার জ্বালানি কিনেছেন ৬৭ আফগানি (আফগানিস্তানের মুদ্রা) দিয়ে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৩ টাকা। সম্প্রতি দাম বেড়ে কাবুলে প্রতি লিটার জ্বালানি বিক্রি হচ্ছে এখন ৭৮ আফগানি দিয়ে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০৮ টাকার সমান।
প্রায় ১১ আফগানি মুদ্রা দাম বেড়ে যাওয়ার বিষয়টিকে মানতে পারছেন না আফগানরা। এ নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করছেন।
আজ মঙ্গলবার টলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিতে কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছেন আফগানিস্তানের রাজধানী কাবুলের বেশ কিছু গাড়িচালক। সাঈদ মোহাম্মাদ শরিফ নামে একজন চালক বলেন, ‘গাড়ি চালিয়ে যদি ১ হাজার আফগানি আয় করি তাহলে এর মধ্যে ৬০০ চলে যায় জ্বালানি কিনে। বাকি ৪০০ দিয়ে পোষাচ্ছে না।’
সম্প্রতি জ্বালানির দাম ১১ আফগানি বেড়ে যাওয়ার বিষয়টিকে অনেক বেশি বলে মনে করছেন সাঈদ।
এদিকে কয়েকজন জ্বালানি বিক্রেতা দাবি করছেন, দেশের উত্তরাঞ্চল থেকে তাঁদের জ্বালানি কিনে আনতে হয়। কিন্তু যে পথে তেল আনা হয় সেই সলং মহাসড়কে এখন বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে তেল আমদানিতে খরচও বেড়ে গেছে এবং রাজধানী কাবুলের বাজারে তেলের দামও বাড়াতে হয়েছে।
শফিক নামে এক জ্বালানি ব্যবসায়ী বলেন, রাজধানী কাবুলে বিপুল পরিমাণ তেল আমদানি করা হয়। কিন্তু সলং হাইওয়ে কদিন ধরেই বন্ধ হয়ে আছে। এতে তেলের আমদানিও কমে গেছে।
এ অবস্থায় আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট-এর পক্ষ থেকে বলা হয়েছে, সলং মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায়, অন্য রুটগুলো দিয়ে কাবুলে বেশি পরিমাণে তেল আমদানির চেষ্টা করছে তারা।
সংগঠনটির সদস্য খাজান আলোকোজাই বলেন, বেশ কয়েকটি কোম্পানি দাম বাড়ানোর ফলেই জ্বালানির দাম বেড়েছে। আর এই দাম বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ সলং মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া। তবে সমস্যা সমাধানে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
আফগানিস্তানের খনি এবং জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে চারটিরও বেশি তেলক্ষেত্র রয়েছে। এর মধ্যে বর্তমানে আমু নদী তেলক্ষেত্র থেকে তেল উত্তোলন করা হচ্ছে। তবে এই তেল দিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব নয়। তাই রাশিয়া, ইরান এবং সেন্ট্রাল এশিয়া থেকে জ্বালানি আমদানি করতে হয় দেশটিকে।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে