অনলাইন ডেস্ক
ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার সিনেটর নির্বাচিত হয়েছেন আফগান বংশোদ্ভূত নারী ফাতিমা পায়মান। ২৭ বছর বয়সী এই নারী বর্তমানে দেশটির সবচেয়ে কম বয়সী সিনেটর। গত ২৭ জুলাই অস্ট্রেলিয়ার সিনেটে ফাতিমা তাঁর প্রথম ভাষণ দেন। বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ভোগের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ফাতিমা অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় কম বয়সী নির্বাচিত সিনেটর। প্রথম ভাষণে ফাতিমা তাঁর সিনেটর হওয়ার যাত্রার কাহিনি বর্ণনা করে বলেন, অস্ট্রেলিয়া সত্যিকার অর্থেই বৈচিত্র্যপূর্ণ সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘শতাধিক বছর আগে, এমনকি দশ বছর আগেও কি এই পার্লামেন্ট একজন হিজাবি নারীকে সিনেটর হিসেবে মেনে নিত?’
ফাতিমা তাঁর ভাষণে হিজাব নিয়ে প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন। নেতিবাচক ধারণার সমালোচনা করে তিনি বলেন, ‘আমি কী পরব না পরব তার ভিত্তিতে কিংবা যারা আমার বাহ্যিক উপস্থিতি দিয়ে আমাকে বিচার করতে চান, তাদের আমি বলতে চাই হিজাব আমার নিজের বাছাই করা।’
ফাতিমা তাঁর ভাষণে তরুণীদের নিজ ইচ্ছামতো হিজাব পরার সিদ্ধান্ত নিক–এমন আহ্বান জানিয়ে বলেন, ‘আমি চাই, তরুণীরা গর্বের সঙ্গেই হিজাব পরুক এবং ভালো–মন্দের পার্থক্য বুঝে পরুক। আমি সংক্ষিপ্ত কাপড় বা এই জাতীয় কিছু পরে যারা রাস্তায় নামে তাদের সমালোচনা করতে চাই না এবং আমি আশা করি যখন আমি স্কার্ফ পরব তখন কেউ আমার সমালোচনা করুক।’
সিনেটর ফাতিমা নিজেকে ‘আধুনিক অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব’ করেন।
ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার সিনেটর নির্বাচিত হয়েছেন আফগান বংশোদ্ভূত নারী ফাতিমা পায়মান। ২৭ বছর বয়সী এই নারী বর্তমানে দেশটির সবচেয়ে কম বয়সী সিনেটর। গত ২৭ জুলাই অস্ট্রেলিয়ার সিনেটে ফাতিমা তাঁর প্রথম ভাষণ দেন। বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ভোগের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ফাতিমা অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় কম বয়সী নির্বাচিত সিনেটর। প্রথম ভাষণে ফাতিমা তাঁর সিনেটর হওয়ার যাত্রার কাহিনি বর্ণনা করে বলেন, অস্ট্রেলিয়া সত্যিকার অর্থেই বৈচিত্র্যপূর্ণ সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘শতাধিক বছর আগে, এমনকি দশ বছর আগেও কি এই পার্লামেন্ট একজন হিজাবি নারীকে সিনেটর হিসেবে মেনে নিত?’
ফাতিমা তাঁর ভাষণে হিজাব নিয়ে প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন। নেতিবাচক ধারণার সমালোচনা করে তিনি বলেন, ‘আমি কী পরব না পরব তার ভিত্তিতে কিংবা যারা আমার বাহ্যিক উপস্থিতি দিয়ে আমাকে বিচার করতে চান, তাদের আমি বলতে চাই হিজাব আমার নিজের বাছাই করা।’
ফাতিমা তাঁর ভাষণে তরুণীদের নিজ ইচ্ছামতো হিজাব পরার সিদ্ধান্ত নিক–এমন আহ্বান জানিয়ে বলেন, ‘আমি চাই, তরুণীরা গর্বের সঙ্গেই হিজাব পরুক এবং ভালো–মন্দের পার্থক্য বুঝে পরুক। আমি সংক্ষিপ্ত কাপড় বা এই জাতীয় কিছু পরে যারা রাস্তায় নামে তাদের সমালোচনা করতে চাই না এবং আমি আশা করি যখন আমি স্কার্ফ পরব তখন কেউ আমার সমালোচনা করুক।’
সিনেটর ফাতিমা নিজেকে ‘আধুনিক অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব’ করেন।
ফিলিস্তিনের পতাকা নিয়ে লন্ডনের বিগবেন টাওয়ারেও চূড়ায় উঠে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে টানা ১৬ ঘণ্টার বেশি সময় অবস্থানের পর তাঁকে নামিয়ে এনে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৬ মিনিট আগেইসরায়েলের সব পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে আনার আহ্বান জানিয়েছে কাতার। এ লক্ষ্যে কাতার গত শনিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেকানাডায় দীর্ঘ এক দশক পর শেষ হতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুগের। তাঁর দল ক্ষমতাসীন লিবারেল পার্টির দলের নতুন নেতা নির্বাচিত করেছে। নতুন নেতা মার্ক কার্নি শিগগির ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন। এর আগে, ট্রুডো গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশসহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে ২৭২ দশমিক ১ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন গতকাল রোববার এই অর্থায়নের ঘোষণা দেন। দেশটির সম্প্রচারমাধ্যম গ্লোবাল নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে