ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার সিনেটর নির্বাচিত হয়েছেন আফগান বংশোদ্ভূত নারী ফাতিমা পায়মান। ২৭ বছর বয়সী এই নারী বর্তমানে দেশটির সবচেয়ে কম বয়সী সিনেটর। গত ২৭ জুলাই অস্ট্রেলিয়ার সিনেটে ফাতিমা তাঁর প্রথম ভাষণ দেন। বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ভোগের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ফাতিমা অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় কম বয়সী নির্বাচিত সিনেটর। প্রথম ভাষণে ফাতিমা তাঁর সিনেটর হওয়ার যাত্রার কাহিনি বর্ণনা করে বলেন, অস্ট্রেলিয়া সত্যিকার অর্থেই বৈচিত্র্যপূর্ণ সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘শতাধিক বছর আগে, এমনকি দশ বছর আগেও কি এই পার্লামেন্ট একজন হিজাবি নারীকে সিনেটর হিসেবে মেনে নিত?’
ফাতিমা তাঁর ভাষণে হিজাব নিয়ে প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন। নেতিবাচক ধারণার সমালোচনা করে তিনি বলেন, ‘আমি কী পরব না পরব তার ভিত্তিতে কিংবা যারা আমার বাহ্যিক উপস্থিতি দিয়ে আমাকে বিচার করতে চান, তাদের আমি বলতে চাই হিজাব আমার নিজের বাছাই করা।’
ফাতিমা তাঁর ভাষণে তরুণীদের নিজ ইচ্ছামতো হিজাব পরার সিদ্ধান্ত নিক–এমন আহ্বান জানিয়ে বলেন, ‘আমি চাই, তরুণীরা গর্বের সঙ্গেই হিজাব পরুক এবং ভালো–মন্দের পার্থক্য বুঝে পরুক। আমি সংক্ষিপ্ত কাপড় বা এই জাতীয় কিছু পরে যারা রাস্তায় নামে তাদের সমালোচনা করতে চাই না এবং আমি আশা করি যখন আমি স্কার্ফ পরব তখন কেউ আমার সমালোচনা করুক।’
সিনেটর ফাতিমা নিজেকে ‘আধুনিক অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব’ করেন।
ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার সিনেটর নির্বাচিত হয়েছেন আফগান বংশোদ্ভূত নারী ফাতিমা পায়মান। ২৭ বছর বয়সী এই নারী বর্তমানে দেশটির সবচেয়ে কম বয়সী সিনেটর। গত ২৭ জুলাই অস্ট্রেলিয়ার সিনেটে ফাতিমা তাঁর প্রথম ভাষণ দেন। বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ভোগের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ফাতিমা অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় কম বয়সী নির্বাচিত সিনেটর। প্রথম ভাষণে ফাতিমা তাঁর সিনেটর হওয়ার যাত্রার কাহিনি বর্ণনা করে বলেন, অস্ট্রেলিয়া সত্যিকার অর্থেই বৈচিত্র্যপূর্ণ সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘শতাধিক বছর আগে, এমনকি দশ বছর আগেও কি এই পার্লামেন্ট একজন হিজাবি নারীকে সিনেটর হিসেবে মেনে নিত?’
ফাতিমা তাঁর ভাষণে হিজাব নিয়ে প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন। নেতিবাচক ধারণার সমালোচনা করে তিনি বলেন, ‘আমি কী পরব না পরব তার ভিত্তিতে কিংবা যারা আমার বাহ্যিক উপস্থিতি দিয়ে আমাকে বিচার করতে চান, তাদের আমি বলতে চাই হিজাব আমার নিজের বাছাই করা।’
ফাতিমা তাঁর ভাষণে তরুণীদের নিজ ইচ্ছামতো হিজাব পরার সিদ্ধান্ত নিক–এমন আহ্বান জানিয়ে বলেন, ‘আমি চাই, তরুণীরা গর্বের সঙ্গেই হিজাব পরুক এবং ভালো–মন্দের পার্থক্য বুঝে পরুক। আমি সংক্ষিপ্ত কাপড় বা এই জাতীয় কিছু পরে যারা রাস্তায় নামে তাদের সমালোচনা করতে চাই না এবং আমি আশা করি যখন আমি স্কার্ফ পরব তখন কেউ আমার সমালোচনা করুক।’
সিনেটর ফাতিমা নিজেকে ‘আধুনিক অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব’ করেন।
২০২৪ সালের আগে টেসলার ইতিহাসে মাত্র একবার ত্রৈমাসিক বিক্রি কমতে দেখা গিয়েছিল। কিন্তু এখন পরপর দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে টেসলার বিক্রিতে পতন ঘটেছে। দ্বিতীয় ত্রৈমাসিকে টেসলার বিক্রি গত বছরের তুলনায় ১৩.৫ শতাংশ কমে গেছে।
৫ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের দায়ে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। আজ বুধবার এক ঐতিহাসিক রায়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানান, অতীতের কার্বন নিঃসরণসহ জলবায়ু সংকটে দায়বদ্ধতার বিষয়টি বিচারযোগ্য হলেও কোন দেশ কতটা দায়ী, তা নি
৬ ঘণ্টা আগেহামাসের প্রয়াত শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামার গাজা থেকে পালিয়ে তুরস্কে গিয়ে আবারও বিয়ে করেছেন। গাজা থেকে পাওয়া একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এই তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে