ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার সিনেটর নির্বাচিত হয়েছেন আফগান বংশোদ্ভূত নারী ফাতিমা পায়মান। ২৭ বছর বয়সী এই নারী বর্তমানে দেশটির সবচেয়ে কম বয়সী সিনেটর। গত ২৭ জুলাই অস্ট্রেলিয়ার সিনেটে ফাতিমা তাঁর প্রথম ভাষণ দেন। বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ভোগের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ফাতিমা অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় কম বয়সী নির্বাচিত সিনেটর। প্রথম ভাষণে ফাতিমা তাঁর সিনেটর হওয়ার যাত্রার কাহিনি বর্ণনা করে বলেন, অস্ট্রেলিয়া সত্যিকার অর্থেই বৈচিত্র্যপূর্ণ সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘শতাধিক বছর আগে, এমনকি দশ বছর আগেও কি এই পার্লামেন্ট একজন হিজাবি নারীকে সিনেটর হিসেবে মেনে নিত?’
ফাতিমা তাঁর ভাষণে হিজাব নিয়ে প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন। নেতিবাচক ধারণার সমালোচনা করে তিনি বলেন, ‘আমি কী পরব না পরব তার ভিত্তিতে কিংবা যারা আমার বাহ্যিক উপস্থিতি দিয়ে আমাকে বিচার করতে চান, তাদের আমি বলতে চাই হিজাব আমার নিজের বাছাই করা।’
ফাতিমা তাঁর ভাষণে তরুণীদের নিজ ইচ্ছামতো হিজাব পরার সিদ্ধান্ত নিক–এমন আহ্বান জানিয়ে বলেন, ‘আমি চাই, তরুণীরা গর্বের সঙ্গেই হিজাব পরুক এবং ভালো–মন্দের পার্থক্য বুঝে পরুক। আমি সংক্ষিপ্ত কাপড় বা এই জাতীয় কিছু পরে যারা রাস্তায় নামে তাদের সমালোচনা করতে চাই না এবং আমি আশা করি যখন আমি স্কার্ফ পরব তখন কেউ আমার সমালোচনা করুক।’
সিনেটর ফাতিমা নিজেকে ‘আধুনিক অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব’ করেন।
ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার সিনেটর নির্বাচিত হয়েছেন আফগান বংশোদ্ভূত নারী ফাতিমা পায়মান। ২৭ বছর বয়সী এই নারী বর্তমানে দেশটির সবচেয়ে কম বয়সী সিনেটর। গত ২৭ জুলাই অস্ট্রেলিয়ার সিনেটে ফাতিমা তাঁর প্রথম ভাষণ দেন। বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ভোগের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ফাতিমা অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় কম বয়সী নির্বাচিত সিনেটর। প্রথম ভাষণে ফাতিমা তাঁর সিনেটর হওয়ার যাত্রার কাহিনি বর্ণনা করে বলেন, অস্ট্রেলিয়া সত্যিকার অর্থেই বৈচিত্র্যপূর্ণ সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘শতাধিক বছর আগে, এমনকি দশ বছর আগেও কি এই পার্লামেন্ট একজন হিজাবি নারীকে সিনেটর হিসেবে মেনে নিত?’
ফাতিমা তাঁর ভাষণে হিজাব নিয়ে প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন। নেতিবাচক ধারণার সমালোচনা করে তিনি বলেন, ‘আমি কী পরব না পরব তার ভিত্তিতে কিংবা যারা আমার বাহ্যিক উপস্থিতি দিয়ে আমাকে বিচার করতে চান, তাদের আমি বলতে চাই হিজাব আমার নিজের বাছাই করা।’
ফাতিমা তাঁর ভাষণে তরুণীদের নিজ ইচ্ছামতো হিজাব পরার সিদ্ধান্ত নিক–এমন আহ্বান জানিয়ে বলেন, ‘আমি চাই, তরুণীরা গর্বের সঙ্গেই হিজাব পরুক এবং ভালো–মন্দের পার্থক্য বুঝে পরুক। আমি সংক্ষিপ্ত কাপড় বা এই জাতীয় কিছু পরে যারা রাস্তায় নামে তাদের সমালোচনা করতে চাই না এবং আমি আশা করি যখন আমি স্কার্ফ পরব তখন কেউ আমার সমালোচনা করুক।’
সিনেটর ফাতিমা নিজেকে ‘আধুনিক অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব’ করেন।
সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বার্ষিক সম্মেলনে আজ মঙ্গলবার একটি নতুন চুক্তি নেওয়া হয়েছে। এই চুক্তির লক্ষ্য, ভবিষ্যৎ মহামারি থেকে বিশ্বকে রক্ষা করা। ডব্লিউএইচওর সদস্য দেশগুলো ঐকমত্যের ভিত্তিতে চুক্তিটি অনুমোদন করেছে। যদিও স্লোভাকিয়া এর ওপর ভোটাভুটির দাবি জানিয়েছিল।
২৬ মিনিট আগেভারতের রাজস্থান রাজ্যের সাওয়াই মধুপুর এলাকা থেকে ‘লুটেরি দুলহান’ বা ‘লুটেরা কনে’ নামে পরিচিত ৩২ বছর বয়সী অনুরাধা পাসওয়ান। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি অন্তত ২৫ যুবককে বিয়ে করে তাদের পরিবারের সর্বস্ব লুটে নিয়েছেন। অবশেষে তাঁকে ফাঁদ পেতে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেমণিপুর রাজ্যে মিয়ানমার সীমান্তে ভারতীয় আধাসামরিক বাহিনী আসাম রাইফেলসের হাতে অন্তত ১০ সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। ভারত দাবি করেছে, এই ব্যক্তিরা মিয়ানমারের সাগাইন অঞ্চলের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স টিমের (পিডিটি) সদস্য ছিলেন বলে দাবি করেছে স্থানীয় সূত্রগুলো। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমা
২ ঘণ্টা আগেইসরায়েলি আগ্রাসনে পুরোপুরি বিধ্বস্ত হয়ে আছে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা। এরই মধ্যে অঞ্চলটিতে গত প্রায় দেড় মাস ধরে কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরায়েল। ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষ ও অনাহারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে