সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের ই-কমার্স লেনদেন নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। আজ বুধবার দেশটির বাণিজ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।
বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়ার সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী ও বিপণিবিতানগুলো হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থায় অফলাইনের ব্যবসায়ীদের রক্ষা করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়া বিশেষ করে ইন্দোনেশিয়ার বাজারকে টার্গেট করে অনলাইন ভিত্তিক বাজার সৃষ্টির জন্য চীনা সামাজিক মাধ্যম টিকটক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার তিন মাস পর নতুন সিদ্ধান্তটি এসেছে।
জানা গেছে, ইন্দোনেশিয়ায় প্রায় সাড়ে ১২ কোটি অ্যাকটিভ ইউজার রয়েছে টিকটকের। ইন্দোনেশিয়ায় বিপুল আয়ের লক্ষ্যমাত্রা ছিল এই মাধ্যমটির।
বুধবার ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান জাকার্তায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গতকাল থেকে এই বাণিজ্য বিধি কার্যকর হয়েছে। সামাজিক মাধ্যমগুলো নতুন নিয়ম মেনে চলতে এক সপ্তাহ সময় পাবে।’
বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়িক প্রতিযোগিতায় সমতা আনতে নতুন আইন পাস করা হয়েছে। এই আইনে সামাজিক মাধ্যমগুলো সরাসরি বাণিজ্য করতে পারবে না, তবে পণ্যের প্রচারণা চালাতে পারবে।
টিকটকের নাম উল্লেখ না করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক মাধ্যমগুলো টিভি চ্যানেলের মতো বিজ্ঞাপন প্রচার করতে পারে। কিন্তু এখানে সরাসরি বাণিজ্য হওয়া উচিত নয়। তারা দোকান খুলতে পারে না, সরাসরি পণ্য বিক্রি করতে পারে না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের ই-কমার্স লেনদেন নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। আজ বুধবার দেশটির বাণিজ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।
বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়ার সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী ও বিপণিবিতানগুলো হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থায় অফলাইনের ব্যবসায়ীদের রক্ষা করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়া বিশেষ করে ইন্দোনেশিয়ার বাজারকে টার্গেট করে অনলাইন ভিত্তিক বাজার সৃষ্টির জন্য চীনা সামাজিক মাধ্যম টিকটক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার তিন মাস পর নতুন সিদ্ধান্তটি এসেছে।
জানা গেছে, ইন্দোনেশিয়ায় প্রায় সাড়ে ১২ কোটি অ্যাকটিভ ইউজার রয়েছে টিকটকের। ইন্দোনেশিয়ায় বিপুল আয়ের লক্ষ্যমাত্রা ছিল এই মাধ্যমটির।
বুধবার ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান জাকার্তায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গতকাল থেকে এই বাণিজ্য বিধি কার্যকর হয়েছে। সামাজিক মাধ্যমগুলো নতুন নিয়ম মেনে চলতে এক সপ্তাহ সময় পাবে।’
বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়িক প্রতিযোগিতায় সমতা আনতে নতুন আইন পাস করা হয়েছে। এই আইনে সামাজিক মাধ্যমগুলো সরাসরি বাণিজ্য করতে পারবে না, তবে পণ্যের প্রচারণা চালাতে পারবে।
টিকটকের নাম উল্লেখ না করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক মাধ্যমগুলো টিভি চ্যানেলের মতো বিজ্ঞাপন প্রচার করতে পারে। কিন্তু এখানে সরাসরি বাণিজ্য হওয়া উচিত নয়। তারা দোকান খুলতে পারে না, সরাসরি পণ্য বিক্রি করতে পারে না।’
ইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন নিখোঁজ হয়েছেন। শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং দুটি পুলিশ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের কায়াকফিউ টাউনশিপে জান্তাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ চৌকির দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহী আরাকান আর্মি। এই ঘাঁটিকে ঘিরে সংঘর্ষ এরই মধ্যে তীব্র আকার ধারণ করেছে। এই চৌকিটি মিয়ানমারের সামরিক নৌঘাঁটি দান্যাওয়াদ্দির মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত।
২ ঘণ্টা আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল বুধবার বলেছেন, তাঁর দেশ যেকোনো নতুন সামরিক আক্রমণ মোকাবিলায় প্রস্তুত। তিনি হুমকি দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান যে জবাব দিয়েছে, তার চেয়েও বড় আঘাত হানতে সক্ষম তাঁর দেশ। এ সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘বাঁধা কুকুর’ বা পালিত কুকুর
২ ঘণ্টা আগেদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক উন্নতির কারণে সেখানকার কর্মীরা বিদেশে কাজ করতে কম আগ্রহী হওয়ায় জাপান দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোকে বিদেশি কর্মী সংগ্রহের উৎস হিসেবে বিবেচনা করছে। এই তালিকায় আছে বাংলাদেশ ও উজবেকিস্তানের নামও।
৩ ঘণ্টা আগে