সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের ই-কমার্স লেনদেন নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। আজ বুধবার দেশটির বাণিজ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।
বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়ার সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী ও বিপণিবিতানগুলো হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থায় অফলাইনের ব্যবসায়ীদের রক্ষা করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়া বিশেষ করে ইন্দোনেশিয়ার বাজারকে টার্গেট করে অনলাইন ভিত্তিক বাজার সৃষ্টির জন্য চীনা সামাজিক মাধ্যম টিকটক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার তিন মাস পর নতুন সিদ্ধান্তটি এসেছে।
জানা গেছে, ইন্দোনেশিয়ায় প্রায় সাড়ে ১২ কোটি অ্যাকটিভ ইউজার রয়েছে টিকটকের। ইন্দোনেশিয়ায় বিপুল আয়ের লক্ষ্যমাত্রা ছিল এই মাধ্যমটির।
বুধবার ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান জাকার্তায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গতকাল থেকে এই বাণিজ্য বিধি কার্যকর হয়েছে। সামাজিক মাধ্যমগুলো নতুন নিয়ম মেনে চলতে এক সপ্তাহ সময় পাবে।’
বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়িক প্রতিযোগিতায় সমতা আনতে নতুন আইন পাস করা হয়েছে। এই আইনে সামাজিক মাধ্যমগুলো সরাসরি বাণিজ্য করতে পারবে না, তবে পণ্যের প্রচারণা চালাতে পারবে।
টিকটকের নাম উল্লেখ না করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক মাধ্যমগুলো টিভি চ্যানেলের মতো বিজ্ঞাপন প্রচার করতে পারে। কিন্তু এখানে সরাসরি বাণিজ্য হওয়া উচিত নয়। তারা দোকান খুলতে পারে না, সরাসরি পণ্য বিক্রি করতে পারে না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের ই-কমার্স লেনদেন নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। আজ বুধবার দেশটির বাণিজ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।
বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়ার সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী ও বিপণিবিতানগুলো হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থায় অফলাইনের ব্যবসায়ীদের রক্ষা করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়া বিশেষ করে ইন্দোনেশিয়ার বাজারকে টার্গেট করে অনলাইন ভিত্তিক বাজার সৃষ্টির জন্য চীনা সামাজিক মাধ্যম টিকটক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার তিন মাস পর নতুন সিদ্ধান্তটি এসেছে।
জানা গেছে, ইন্দোনেশিয়ায় প্রায় সাড়ে ১২ কোটি অ্যাকটিভ ইউজার রয়েছে টিকটকের। ইন্দোনেশিয়ায় বিপুল আয়ের লক্ষ্যমাত্রা ছিল এই মাধ্যমটির।
বুধবার ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান জাকার্তায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গতকাল থেকে এই বাণিজ্য বিধি কার্যকর হয়েছে। সামাজিক মাধ্যমগুলো নতুন নিয়ম মেনে চলতে এক সপ্তাহ সময় পাবে।’
বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়িক প্রতিযোগিতায় সমতা আনতে নতুন আইন পাস করা হয়েছে। এই আইনে সামাজিক মাধ্যমগুলো সরাসরি বাণিজ্য করতে পারবে না, তবে পণ্যের প্রচারণা চালাতে পারবে।
টিকটকের নাম উল্লেখ না করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক মাধ্যমগুলো টিভি চ্যানেলের মতো বিজ্ঞাপন প্রচার করতে পারে। কিন্তু এখানে সরাসরি বাণিজ্য হওয়া উচিত নয়। তারা দোকান খুলতে পারে না, সরাসরি পণ্য বিক্রি করতে পারে না।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত তাঁর দেশের ওপর শুল্ক না বসাতে রাজি হয়েছে। আজ বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় এক ব্যবসায়ী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ভারতই এ বিষয়ে চুক্তি প্রস্তাব করেছে। তবে ভারত সরকার দ্রুতই এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।
২৩ মিনিট আগে২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ১ হাজারের বেশি শিশুর নাম রাখা হয়েছে ‘কিং’, যার বাংলা অর্থ দাঁড়ায়—রাজা। তবে নিউজিল্যান্ডে এই নামটি রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। দেশটির নিবন্ধন জেনারেলের তথ্য অনুযায়ী, গত বছর ‘কিং’ নামটি আবারও সর্বোচ্চ সংখ্যকবার বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগেঅ্যাপল ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক তা চান না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে তিনি টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুককে এই কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘অপারেশন বুনিয়ানুম মারসৌস’-এর সাফল্য এক ঐতিহাসিক মুহূর্ত। তাঁর ভাষ্য, পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘এবার ভারতের আগ্রাসনের কড়া জবাব দিয়ে ১৯৭১ সালের যুদ্ধের বদলা নিয়েছে।’ গতকাল বুধবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে এক সেনানিবাসে তিনি এই কথা বলেন।
৩ ঘণ্টা আগে