শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের একটি জেলা কিলোনোচ্চি। জেলাটির একটি গ্রামের কৃষক নল্লাথাম্বি মাহেন্দ্রা। নিজের চার একর জমিতে ধান রোপণ করেছেন তিনি। জমির আইল ধরে হেঁটে যেতে যেতে কৃষক নল্লাথাম্বি মহেন্দ্রা ধানের চারার বেড়ে ওঠা নিয়ে প্রকাশ করছেন হতাশা। এই সময়ে ধান গাছ যত বড় হওয়ার কথা ছিল তার চেয়ে কয়েক ফুট ছোটই রয়ে গেছে এখনো। তাঁর আশঙ্কা এবার ধান উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় হবে না।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার জেলাগুলোর মধ্যে কিলোনোচ্চি জেলায় সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। কিন্তু এবার টানা দ্বিতীয় মৌসুমের মতো এই জেলায় কাঙ্ক্ষিত মাত্রায় দেখা যাচ্ছে না সোনালি ধানের উৎপাদন। প্রয়োজনীয় সারের স্বল্পতার কারণেই এমনটি হয়েছে বলে মনে করেন কৃষক, ইউনিয়ন নেতা এবং স্থানীয় সরকারি কর্মকর্তারা। এতে দেশটির বিদ্যমান খাদ্য সংকট আরও জটিল আকার ধারণ করবে বলে ধারণা বিশ্লেষকদের।
কিলোনোচ্চি জেলায় এবার ১০ হাজার ৯০০ হেক্টর জমিতে ধানের চাষ করা হয়েছে। এবার প্রতি হেক্টর থেকে গড়ে ২.৩ মেট্রিক টন ধান পাওয়া যাবে বলে অনুমান স্থানীয় কৃষি কর্মকর্তাদের। তবে সংকট শুরুর আগে এখানে প্রতি হেক্টর থেকে পাওয়া যেত এর দ্বিগুণ অর্থাৎ ৪.৫ মেট্রিক টন করে।
বিশেষজ্ঞরা বলছেন, এবার প্রায় সব ফসলই আগের চেয়ে অর্ধেক পরিমাণে উৎপাদন হবে। শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানের অধ্যাপক বুদ্ধি মারাম্বে বলেন, ‘প্রতি বছর গ্রীষ্মে গড়ে ২০ লাখ টন ধান উৎপাদিত হয়। এবার কমে অর্ধেক হবে। এর মারাত্মক প্রভাব পড়বে সংকটে থাকা অর্থনীতিতেও।’
উল্লেখ্য, বিগত কয়েক দশক ধরে শ্রীলঙ্কা চালে স্বয়ংসম্পূর্ণ দেশ হলেও গত বছর দেশটি ১ লাখ ৪৯ হাজার টন চাল আমদানি করেছে। চলতি বছর এরই মধ্যে ৪ লাখ ২৪ হাজার টন ধান আমদানির সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের একটি জেলা কিলোনোচ্চি। জেলাটির একটি গ্রামের কৃষক নল্লাথাম্বি মাহেন্দ্রা। নিজের চার একর জমিতে ধান রোপণ করেছেন তিনি। জমির আইল ধরে হেঁটে যেতে যেতে কৃষক নল্লাথাম্বি মহেন্দ্রা ধানের চারার বেড়ে ওঠা নিয়ে প্রকাশ করছেন হতাশা। এই সময়ে ধান গাছ যত বড় হওয়ার কথা ছিল তার চেয়ে কয়েক ফুট ছোটই রয়ে গেছে এখনো। তাঁর আশঙ্কা এবার ধান উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় হবে না।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার জেলাগুলোর মধ্যে কিলোনোচ্চি জেলায় সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। কিন্তু এবার টানা দ্বিতীয় মৌসুমের মতো এই জেলায় কাঙ্ক্ষিত মাত্রায় দেখা যাচ্ছে না সোনালি ধানের উৎপাদন। প্রয়োজনীয় সারের স্বল্পতার কারণেই এমনটি হয়েছে বলে মনে করেন কৃষক, ইউনিয়ন নেতা এবং স্থানীয় সরকারি কর্মকর্তারা। এতে দেশটির বিদ্যমান খাদ্য সংকট আরও জটিল আকার ধারণ করবে বলে ধারণা বিশ্লেষকদের।
কিলোনোচ্চি জেলায় এবার ১০ হাজার ৯০০ হেক্টর জমিতে ধানের চাষ করা হয়েছে। এবার প্রতি হেক্টর থেকে গড়ে ২.৩ মেট্রিক টন ধান পাওয়া যাবে বলে অনুমান স্থানীয় কৃষি কর্মকর্তাদের। তবে সংকট শুরুর আগে এখানে প্রতি হেক্টর থেকে পাওয়া যেত এর দ্বিগুণ অর্থাৎ ৪.৫ মেট্রিক টন করে।
বিশেষজ্ঞরা বলছেন, এবার প্রায় সব ফসলই আগের চেয়ে অর্ধেক পরিমাণে উৎপাদন হবে। শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানের অধ্যাপক বুদ্ধি মারাম্বে বলেন, ‘প্রতি বছর গ্রীষ্মে গড়ে ২০ লাখ টন ধান উৎপাদিত হয়। এবার কমে অর্ধেক হবে। এর মারাত্মক প্রভাব পড়বে সংকটে থাকা অর্থনীতিতেও।’
উল্লেখ্য, বিগত কয়েক দশক ধরে শ্রীলঙ্কা চালে স্বয়ংসম্পূর্ণ দেশ হলেও গত বছর দেশটি ১ লাখ ৪৯ হাজার টন চাল আমদানি করেছে। চলতি বছর এরই মধ্যে ৪ লাখ ২৪ হাজার টন ধান আমদানির সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
ভেনিস উপহ্রদের দক্ষিণে অবস্থিত পরিত্যক্ত দ্বীপ পোভেলিয়া। এর নাম শুনলেই অনেকের মনে আসে প্লেগ আক্রান্তদের গণকবর, মানসিক রোগীদের জন্য নির্মিত পুরোনো আশ্রম এবং ভুতুড়ে ইতিহাসের কথা। সেই দ্বীপ এবার নতুন পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছে।
২ ঘণ্টা আগেগত ১২ জুন ইংল্যান্ডে হৃদ্রোগে আক্রান্ত মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তাঁর এই আকস্মিক মৃত্যুর পর রেখে যাওয়া বিপুল সম্পদ কার জিম্মায় যাবে, তা নিয়ে এখন উত্তাল কাপুর পরিবার।
৩ ঘণ্টা আগেতিন মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে যান আমির। রাজস্থানে পৌঁছানোর পর দুই মাস আগে তাঁকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাঁর কাছে ভারতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোনো তদন্ত বা আদালতের হস্তক্ষেপ ছাড়াই তাঁকে বিদেশি তকমা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়।
৪ ঘণ্টা আগেগাজার হৃদয়বিদারক বাস্তবতার ছবি তুলে ধরেছেন একজন ফিলিস্তিনি শিল্পী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্তানদের মুখে এক বেলার খাবার তুলে দিতে চিত্রশিল্পী তাহা আবু ঘালি নিজের আঁকা ছবি পুড়িয়ে রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
৪ ঘণ্টা আগে