Ajker Patrika

শ্রীলঙ্কায় বুধবার পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে

আপডেট : ১০ মে ২০২২, ১১: ১৪
শ্রীলঙ্কায় বুধবার পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে

সরকারবিরোধী সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে শ্রীলঙ্কায় চলমান কারফিউর সময় বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। 

আজ মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, আজ স্থানীয় সময় সকাল ৭টায় জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মেনে জারি করা কারফিউ তুলে নেওয়ার কথা ছিল। পরে তা বাড়িয়ে আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কারফিউ চলাকালে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বের হওয়া যাবে। 

শ্রীলঙ্কায় বেড়াতে আসা বিদেশিদের ট্রাভেল ডকুমেন্টকে তাদের কারফিউ পাস হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে দেশটির পর্যটন বিভাগ।

প্রসঙ্গত, বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে শ্রীলঙ্কা ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে। জ্বালানি, খাদ্য ও ওষুধের মতো প্রয়োজনীয় দ্রব্য সরবরাহে চরম ঘাটতি দেখা দিয়েছে। সরকার ও আইন প্রণেতাদের জরুরি সমাধান খোঁজার আহ্বান জানিয়ে কয়েক দিন ধরে দেশব্যাপী বিক্ষোভ চলছে।

গতকাল শ্রীলঙ্কার পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের মা-বাবার স্মরণে তৈরি স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দিয়েছেন সরকারবিরোধীরা। শুধু তাই নয়, দেশটির এক আইনপ্রণেতা ও সাবেক মন্ত্রীর বাড়িতেও আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত