Ajker Patrika

শঙ্কা কাটল আফগান স্কাউটদের, পেল কাজ করার অনুমতি  

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২: ০৯
শঙ্কা কাটল আফগান স্কাউটদের, পেল কাজ করার অনুমতি  

যুদ্ধ-বিগ্রহের মধ্যে সাহসিকতা বা উদারতার কিছু ছোট গল্প মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ইয়ুথ স্কাউট প্রোগ্রামের গল্প অনেকটা এ রকমই। 

মোহাম্মদ হামকার, তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে সংঘর্ষে জর্জরিত থাকা আফগানিস্তানে দ্বন্দ্ব ও সংঘাতের সঙ্গে বড় হয়েছেন। ২০১০ সালে কাবুলে আফগানিস্তানের ইয়ুথ স্কাউটকে পুনরুজ্জীবিত করেন। 

হামকার ও তাঁর বেসরকারি সংস্থা (আফগানিস্তানের ফিজিওথেরাপি ও পুনর্বাসন) পারসার সহযোগিতায় স্কাউটিংয়ের মাধ্যমে বিশ্বব্যাপী গ্রামীণ ছেলেমেয়েদের নিয়ে কাজ করে যাচ্ছেন। তরুণদের মেধা কাজে লাগিয়ে যুদ্ধে আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর পুনর্গঠনে কাজ করে যাচ্ছেন।  হামকার এখন পর্যন্ত ৬০০ জন স্বেচ্ছাসেবককে স্কাউট মাস্টার হতে প্রশিক্ষণ দিয়েছেন। দেশজুড়ে তাঁদের মোট ১০ হাজার স্কাউট রয়েছে। তাঁর হাত ধরেই আফগানিস্তানের ইয়ুথ স্কাউটিং আবার ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব  স্কাউট মুভমেন্টের সদস্য পদ ফিরে পেয়েছে। এখন তাঁর একমাত্র লক্ষ্য হচ্ছে জাতীয়ভাবে স্কাউটিংকে পুনরুদ্ধার করা। 

এ বছর তালেবান পুনরায় আফগানিস্তান দখল করে নেওয়ার পর কাবুলে শরণার্থীর পরিমাণ বাড়তে থাকে। এরপর থেকে স্কাউটরাই শরণার্থীদের সেবায় দিন-রাত কাজ করে যাচ্ছে। তাদের আশ্রয় দিয়ে খাবার ও পানির ব্যবস্থা করে আসছে। এমনকি প্রথমে তালেবানদের অভিযোগ ছিল হামকার খ্রিষ্টধর্ম প্রচার করে আসছে। কিন্তু স্কাউটদের বিষয়ে জানার পর তালেবানরা হামকারকে পারসার মাধ্যমে শরণার্থীদের নিয়ে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত