Ajker Patrika

গাজায় ইসরায়েলের হামলা নিয়ে রাইসি-পুতিনের ফোনালাপ 

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২২: ১৫
গাজায় ইসরায়েলের হামলা নিয়ে রাইসি-পুতিনের ফোনালাপ 

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে এক ফোনকলে আলাপ করেছেন। প্রেসিডেন্ট রাইসির রাজনৈতিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ জামশিদির বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 
 
ওই প্রতিবেদন অনুসারে, ফোনকলে হামাস–ইসরায়েল যুদ্ধের কারণে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের পরিমাণ বাড়ছে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। 

আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) জামশিদি এক পোস্টে বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি এবং প্রেসিডেন্ট পুতিনের ফোনকল আলোচনায় রাইসি চলমান যুদ্ধে ইহুদিবাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের সম্পর্কে সচেতন করেছেন।’ 

জামশিদি ওই পোস্টে আরও বলেন, ‘চলমান অবরোধ, নারী ও শিশুদের নির্বিচারে হত্যা এবং গাজার বৈধ ও নির্বাচিত সরকারের ওপর হামলা এক দীর্ঘ এবং বহুমাত্রিক যুদ্ধে রূপ নেবে বলেও জানিয়েছেন।’ 

দুই প্রেসিডেন্ট ককেশাসে চলমান সংঘাত নিয়েও আলোচনা করেছেন বলে জানিয়েছেন জামশিদি। 

গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলের ওপর ২০ মিনিটের মধ্যে অন্তত ৫ হাজার রকেট ছোড়ে হামাস। এরপর ইসরায়েলও যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের চলমান এ যুদ্ধে গাজায় এ পর্যন্ত ২ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী। 

অপরদিকে আইডিএফের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত