অনলাইন ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে এক ফোনকলে আলাপ করেছেন। প্রেসিডেন্ট রাইসির রাজনৈতিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ জামশিদির বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদন অনুসারে, ফোনকলে হামাস–ইসরায়েল যুদ্ধের কারণে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের পরিমাণ বাড়ছে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি।
আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) জামশিদি এক পোস্টে বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি এবং প্রেসিডেন্ট পুতিনের ফোনকল আলোচনায় রাইসি চলমান যুদ্ধে ইহুদিবাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের সম্পর্কে সচেতন করেছেন।’
জামশিদি ওই পোস্টে আরও বলেন, ‘চলমান অবরোধ, নারী ও শিশুদের নির্বিচারে হত্যা এবং গাজার বৈধ ও নির্বাচিত সরকারের ওপর হামলা এক দীর্ঘ এবং বহুমাত্রিক যুদ্ধে রূপ নেবে বলেও জানিয়েছেন।’
দুই প্রেসিডেন্ট ককেশাসে চলমান সংঘাত নিয়েও আলোচনা করেছেন বলে জানিয়েছেন জামশিদি।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলের ওপর ২০ মিনিটের মধ্যে অন্তত ৫ হাজার রকেট ছোড়ে হামাস। এরপর ইসরায়েলও যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের চলমান এ যুদ্ধে গাজায় এ পর্যন্ত ২ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী।
অপরদিকে আইডিএফের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে এক ফোনকলে আলাপ করেছেন। প্রেসিডেন্ট রাইসির রাজনৈতিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ জামশিদির বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদন অনুসারে, ফোনকলে হামাস–ইসরায়েল যুদ্ধের কারণে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের পরিমাণ বাড়ছে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি।
আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) জামশিদি এক পোস্টে বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি এবং প্রেসিডেন্ট পুতিনের ফোনকল আলোচনায় রাইসি চলমান যুদ্ধে ইহুদিবাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের সম্পর্কে সচেতন করেছেন।’
জামশিদি ওই পোস্টে আরও বলেন, ‘চলমান অবরোধ, নারী ও শিশুদের নির্বিচারে হত্যা এবং গাজার বৈধ ও নির্বাচিত সরকারের ওপর হামলা এক দীর্ঘ এবং বহুমাত্রিক যুদ্ধে রূপ নেবে বলেও জানিয়েছেন।’
দুই প্রেসিডেন্ট ককেশাসে চলমান সংঘাত নিয়েও আলোচনা করেছেন বলে জানিয়েছেন জামশিদি।
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলের ওপর ২০ মিনিটের মধ্যে অন্তত ৫ হাজার রকেট ছোড়ে হামাস। এরপর ইসরায়েলও যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের চলমান এ যুদ্ধে গাজায় এ পর্যন্ত ২ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী।
অপরদিকে আইডিএফের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।
ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্য নেতৃত্ব দেবে বলে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আজ বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, লিভারপুলের একটি প্রতিরক্ষা কারখানায় শ্রমিক ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ওই বক্তব্য দেন।
৪২ মিনিট আগেরপ্তানি আয় চীনের অর্থনীতির একমাত্র উৎস। তাই এই শুল্ক দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রে রপ্তানি এক-চতুর্থাংশ থেকে এক-তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে। যেহেতু চীনের রপ্তানি আয় দেশটির মোট আয়ের এক-পঞ্চমাংশ সেহেতু, ২০ শতাংশ শুল্ক আরোপ হলে তাদের পণ্যের ওপর বিদেশের চাহিদা কমে যেতে পারে এবং এতে বাণিজ্য উদ্বৃত্
১ ঘণ্টা আগেইসলাম থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর প্রাণনাশের আশঙ্কায় ইরান থেকে পালিয়েছিলেন ২৭ বছর বয়সী নারী আর্টেমিস ঘাসেমজাদেহ। পরে তিনি দেশ থেকে পালিয়ে আশ্রয়ের আশায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছান। কিন্তু আশ্রয় পাওয়ার পরিবর্তে আর্টেমিসকে হাতকড়া পরিয়ে পানামায় পাঠিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সে
২ ঘণ্টা আগে২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকেরাও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি পেয়েছিল।
৩ ঘণ্টা আগে