মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে আজ মঙ্গলবার জান্তা সরকারের একটি জেট ফাইটারকে গুলি করে ভূপাতিত করেছে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় আকাশযান ভূপাতিত করার ঘটনা।
এ বিষয়ে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির কর্মকর্তা কর্নেল নবু মিয়ানমারের ইরাবতি পত্রিকাকে বলেন, ‘নিশ্চিত করে বলতে পারি, একটা জেট ফাইটারকে আমরা ভূপাতিত করেছি।’
ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি মিয়ানমারের প্রাচীনতম সশস্ত্র গোষ্ঠী। এই সংগঠনটি মিয়ানমারের শাসক শ্রেণির বিরুদ্ধে সব সময় প্রতিরোধের অগ্রভাগে ছিল। সর্বশেষ আজ মঙ্গলবার শান রাজ্যের কুটকাই এলাকায় তারা জান্তা সরকারের বিমান ভূপাতিত করেছে।
কুটকাই অঞ্চলের নাম্পাকা নামে একটি গ্রামের কাছাকাছি অবস্থিত জান্তা সরকারের ‘পদাতিক ব্যাটেলিয়ন ১২৩’ এর সদর দপ্তর দখল করার চেষ্টা করছে কাচিন আর্মি। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এই প্রচেষ্টা শুরু করেছিল কেআইএ। পরে জানুয়ারির প্রথম সপ্তাহেই তারা নাম্পাকা গ্রাম দখল করে নেয়।
গত ৩ জানুয়ারিও কাচিন রাজ্যের রাজধানী মাইটকিনাতে অবস্থিত সরকারি বিমানঘাঁটি থেকে ওয়াইংমাউ জনপদে থাকা একটি ঘাঁটিতে যাওয়ার সময় জাতিগত বিদ্রোহীরা একটি সামরিক পরিবহন হেলিকপ্টারকে গুলি করে ধ্বংস করে। এ ঘটনায় ওই বিমানে থাকা ৬ সেনা সদস্য নিহত হন।
এর আগে গত বছরের ১১ নভেম্বর দক্ষিণ মিয়ানমারের কারেন্নি (কেয়াহ) রাজ্যে শাসকদের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল জাতিগত প্রতিরোধ গোষ্ঠী। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটের মধ্যে মেজর খাইং থান্ট মো নামে একজন বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এক সপ্তাহ পরে তাঁকে গ্রেপ্তার করে প্রতিরোধ গোষ্ঠী।
জান্তা সেনারা মাইটকিনাতে দুই অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীকে হত্যা করলে ২০২১ সালের মার্চ থেকে কাচিন এবং উত্তর শান রাজ্যে সামরিক শাসকদের সঙ্গে কাচিন আর্মির সংঘর্ষ তীব্র হতে শুরু করে। সেই সময় থেকেই জান্তা সরকারের গ্রেপ্তার থেকে পালিয়ে বেড়ানো শত শত রাজনীতিবিদ এবং অভ্যুত্থানবিরোধী কর্মীসহ অসংখ্য যুবককে আশ্রয় দিয়ে সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করে কাচিন আর্মি।
বর্তমানে কাচিন আর্মি শুধু কাচিন এবং উত্তর শান রাজ্যেই নয়, সাগাইং অঞ্চলেও পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে এক হয়ে মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করছে।
এ অবস্থায় জান্তা বাহিনী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ও বেসামরিক নাগরিকদের ওপর বিমান শক্তি ব্যবহার করছে। বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও আনা হয়েছে।
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে আজ মঙ্গলবার জান্তা সরকারের একটি জেট ফাইটারকে গুলি করে ভূপাতিত করেছে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় আকাশযান ভূপাতিত করার ঘটনা।
এ বিষয়ে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির কর্মকর্তা কর্নেল নবু মিয়ানমারের ইরাবতি পত্রিকাকে বলেন, ‘নিশ্চিত করে বলতে পারি, একটা জেট ফাইটারকে আমরা ভূপাতিত করেছি।’
ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি মিয়ানমারের প্রাচীনতম সশস্ত্র গোষ্ঠী। এই সংগঠনটি মিয়ানমারের শাসক শ্রেণির বিরুদ্ধে সব সময় প্রতিরোধের অগ্রভাগে ছিল। সর্বশেষ আজ মঙ্গলবার শান রাজ্যের কুটকাই এলাকায় তারা জান্তা সরকারের বিমান ভূপাতিত করেছে।
কুটকাই অঞ্চলের নাম্পাকা নামে একটি গ্রামের কাছাকাছি অবস্থিত জান্তা সরকারের ‘পদাতিক ব্যাটেলিয়ন ১২৩’ এর সদর দপ্তর দখল করার চেষ্টা করছে কাচিন আর্মি। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এই প্রচেষ্টা শুরু করেছিল কেআইএ। পরে জানুয়ারির প্রথম সপ্তাহেই তারা নাম্পাকা গ্রাম দখল করে নেয়।
গত ৩ জানুয়ারিও কাচিন রাজ্যের রাজধানী মাইটকিনাতে অবস্থিত সরকারি বিমানঘাঁটি থেকে ওয়াইংমাউ জনপদে থাকা একটি ঘাঁটিতে যাওয়ার সময় জাতিগত বিদ্রোহীরা একটি সামরিক পরিবহন হেলিকপ্টারকে গুলি করে ধ্বংস করে। এ ঘটনায় ওই বিমানে থাকা ৬ সেনা সদস্য নিহত হন।
এর আগে গত বছরের ১১ নভেম্বর দক্ষিণ মিয়ানমারের কারেন্নি (কেয়াহ) রাজ্যে শাসকদের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল জাতিগত প্রতিরোধ গোষ্ঠী। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটের মধ্যে মেজর খাইং থান্ট মো নামে একজন বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এক সপ্তাহ পরে তাঁকে গ্রেপ্তার করে প্রতিরোধ গোষ্ঠী।
জান্তা সেনারা মাইটকিনাতে দুই অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীকে হত্যা করলে ২০২১ সালের মার্চ থেকে কাচিন এবং উত্তর শান রাজ্যে সামরিক শাসকদের সঙ্গে কাচিন আর্মির সংঘর্ষ তীব্র হতে শুরু করে। সেই সময় থেকেই জান্তা সরকারের গ্রেপ্তার থেকে পালিয়ে বেড়ানো শত শত রাজনীতিবিদ এবং অভ্যুত্থানবিরোধী কর্মীসহ অসংখ্য যুবককে আশ্রয় দিয়ে সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করে কাচিন আর্মি।
বর্তমানে কাচিন আর্মি শুধু কাচিন এবং উত্তর শান রাজ্যেই নয়, সাগাইং অঞ্চলেও পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে এক হয়ে মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করছে।
এ অবস্থায় জান্তা বাহিনী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ও বেসামরিক নাগরিকদের ওপর বিমান শক্তি ব্যবহার করছে। বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও আনা হয়েছে।
মূলত তিনি ইতালির নাগরিক। তবে, তার জন্মের আগেই ফ্যাসিবাদের নিপীড়ন থেকে বাঁচতে আর্জেন্টিনায় পালিয়ে আসেন তার বাবা-মা। পরে, সেখানেই থাকতে জন্ম হয় মারিওর। পাঁচ ভাই-বোনদের মধ্যে মারিওই ছিলেন সবার বড়। তরুণ বয়সে নিজের ও পরিবারের দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় তিনি ঝাড়ুদার-নাইটক্লাবে নিরাপত্তাকর্মীর...
৮ মিনিট আগেক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার (২১ এপ্রিল) মারা যান তিনি। ভ্যাটিকানের বিবৃতির বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেভেনেজুয়েলার কারাগারে আটক রাজনৈতিক বন্দীদের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২৫২ ভেনেজুয়েলান বন্দীকে প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছে এল সালভাদর। গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
২ ঘণ্টা আগেগাজায় ১৫ জন জরুরি ত্রাণকর্মী এবং চিকিৎসকের মৃত্যুর জন্য কিছু সদস্যের পেশাগত ব্যর্থতাকে দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এতগুলো মানুষের জীবন শেষ করার পেছনে তাদের সাফাই—কমান্ড সংক্রান্ত ভুল বোঝাবুঝি এবং কিছু সেনার আদেশ লঙ্ঘনের কারণে এমন ঘটেছে। তবে, হামলায় নিহতদের মধ্যে ৬ জন হামাস সদস্য বলেও
৩ ঘণ্টা আগে