Ajker Patrika

আফগানিস্তান থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে মস্কো

আফগানিস্তান থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে মস্কো

আশরাফ গনির সরকারকে হটিয়ে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এর মধ্য দিয়ে পুরো দেশের ওপর তালেবানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম রাশিয়া প্রকাশ্যে তার নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করল। 

এরই মধ্যে আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সহিংস গোলযোগ এবং রাজধানীতে ছড়িয়ে পড়া উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দেশটি থেকে রাশিয়া তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। এ জন্য মস্কো চারটি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে কাবুলে। 

এসব বিমানে রুশ নাগরিকের পাশাপাশি বেলারুশ, কিরগিজিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ইউক্রেনের নাগরিকদের সরিয়ে নেওয়া হবে। ইরানের প্রেস টিভির সূত্রে পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার চারটি বিমানে পাঁচ শ এর বেশি মানুষ পরিবহন করা হবে। 

তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর রাশিয়া অনেকটা সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেছে। মস্কো আগে থেকেই তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। তবে মার্কিন আগ্রাসনের ২০ বছর পরে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ায় রাশিয়াসহ আঞ্চলিক অনেক দেশ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব দেশ তালেবানকে সহযোগিতার কথাও বলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত