দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার সেবা। মোভিয়েশন ভোনায়ের নামের বেসরকারি বিমান সংস্থা প্রথমবারের মতো এই সেবা চালু করেছে। এই লক্ষ্যে তারা একটি অ্যাপও চালু করেছে, যার মাধ্যমে যাতায়াতের জন্য ভাড়ায় মিলবে হেলিকপ্টার। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অত্যধিক যানজট ও ভৌগোলিক প্রতিকূলতা এড়িয়ে সময় বাঁচানোর লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। ভোনায়ের প্ল্যাটফরমের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে বুকিং করা যাত্রীদের এই সেবা প্রদান করা হবে। প্রতি এক ঘণ্টা পরপর এই সেবা চালবে।
প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণের জামসিল থেকে ইঞ্চিওন বিমানবন্দর পর্যন্ত চলবে এই হেলিকপ্টার। এই দূরত্বটুকু পাড়ি দিতে সড়কপথে দুই ঘণ্টা সময় লাগলেও আকাশপথে সময় লাগবে মাত্র ২০ মিনিট। আর জামসিল থেকে দক্ষিণ সিউলের ইয়াংজায়ে পর্যন্ত জ্যাম ঠেলে আসতে এক ঘণ্টা সময়ের পরিবর্তে এখন পাঁচ মিনিট সময় নেবে হেলিকপ্টার। প্রতিবার ভ্রমণের জন্য সামগ্রিক খরচ পড়বে ৩১৯ মার্কিন ডলার।
মোভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শিন মিন বলেছেন, ‘ভোনায়ের এমন একটি যুগকে স্বাগত জানায়, যেখানে এখন পর্যন্ত বড় কোম্পানিগুলোও পৌঁছাতে পারেনি।’ এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত দেশগুলো আরবান এরিয়াল মোবিলিটিতে (ইউএএম) প্রবেশ করেছে। তবে এই সেবা কোরিয়ায় তেমন পরিচিত নয়। তিনি বলেন, ‘কোরিয়ায় সর্বত্র এই সেবা চালু করার আগে উন্নত বাহক মোতায়েন, চালু হওয়া সেবার প্রচার এবং প্রয়োজনীয় অবকাঠামো আগে প্রস্তুত করতে হবে।’
শিন মিন আরও বলেন, ‘ছয় মাসের এই পরীক্ষামূলকভাবে সেবার মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো একটি ভিত্তি স্থাপন করা। তারপর পরবর্তী সময়ে বড় পরিসেরে সেবা দেওয়া।’ গত সোমবার তাদের পরীক্ষামূলক সেবা চালু হয় বলেও জানান শিন।
মোভিয়েশন গ্রাহকদের কেবল পরিবহনের জন্যই নয় বরং সিউল, ইঞ্চিওনের পাশাপাশি দেশের পশ্চিম উপকূল এবং কোরিয়ান সীমান্তের আশপাশের পর্যটন স্থানগুলোও ঘুরে দেখাবে। এ ছাড়া যাত্রীরা পছন্দসই গন্তব্যে মালামালও পাঠাতে পারবে বলে জানিয়েছে মোভিয়েশন কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার সেবা। মোভিয়েশন ভোনায়ের নামের বেসরকারি বিমান সংস্থা প্রথমবারের মতো এই সেবা চালু করেছে। এই লক্ষ্যে তারা একটি অ্যাপও চালু করেছে, যার মাধ্যমে যাতায়াতের জন্য ভাড়ায় মিলবে হেলিকপ্টার। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অত্যধিক যানজট ও ভৌগোলিক প্রতিকূলতা এড়িয়ে সময় বাঁচানোর লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। ভোনায়ের প্ল্যাটফরমের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে বুকিং করা যাত্রীদের এই সেবা প্রদান করা হবে। প্রতি এক ঘণ্টা পরপর এই সেবা চালবে।
প্রাথমিকভাবে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণের জামসিল থেকে ইঞ্চিওন বিমানবন্দর পর্যন্ত চলবে এই হেলিকপ্টার। এই দূরত্বটুকু পাড়ি দিতে সড়কপথে দুই ঘণ্টা সময় লাগলেও আকাশপথে সময় লাগবে মাত্র ২০ মিনিট। আর জামসিল থেকে দক্ষিণ সিউলের ইয়াংজায়ে পর্যন্ত জ্যাম ঠেলে আসতে এক ঘণ্টা সময়ের পরিবর্তে এখন পাঁচ মিনিট সময় নেবে হেলিকপ্টার। প্রতিবার ভ্রমণের জন্য সামগ্রিক খরচ পড়বে ৩১৯ মার্কিন ডলার।
মোভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শিন মিন বলেছেন, ‘ভোনায়ের এমন একটি যুগকে স্বাগত জানায়, যেখানে এখন পর্যন্ত বড় কোম্পানিগুলোও পৌঁছাতে পারেনি।’ এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত দেশগুলো আরবান এরিয়াল মোবিলিটিতে (ইউএএম) প্রবেশ করেছে। তবে এই সেবা কোরিয়ায় তেমন পরিচিত নয়। তিনি বলেন, ‘কোরিয়ায় সর্বত্র এই সেবা চালু করার আগে উন্নত বাহক মোতায়েন, চালু হওয়া সেবার প্রচার এবং প্রয়োজনীয় অবকাঠামো আগে প্রস্তুত করতে হবে।’
শিন মিন আরও বলেন, ‘ছয় মাসের এই পরীক্ষামূলকভাবে সেবার মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো একটি ভিত্তি স্থাপন করা। তারপর পরবর্তী সময়ে বড় পরিসেরে সেবা দেওয়া।’ গত সোমবার তাদের পরীক্ষামূলক সেবা চালু হয় বলেও জানান শিন।
মোভিয়েশন গ্রাহকদের কেবল পরিবহনের জন্যই নয় বরং সিউল, ইঞ্চিওনের পাশাপাশি দেশের পশ্চিম উপকূল এবং কোরিয়ান সীমান্তের আশপাশের পর্যটন স্থানগুলোও ঘুরে দেখাবে। এ ছাড়া যাত্রীরা পছন্দসই গন্তব্যে মালামালও পাঠাতে পারবে বলে জানিয়েছে মোভিয়েশন কর্তৃপক্ষ।
বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিয়েল মিতভ অভিযোগ করেছেন, পাচারকারীদের সঙ্গে মিলে ইউরোপে অবৈধ অভিবাসীদের ঢল নামানোর পরিকল্পনা করছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ও ইউরোপের কিছু বামপন্থী মানবিক সংগঠন। তাঁর দাবি, মানবাধিকারের নামে এই প্রচেষ্টা আসলে ইউরোপকে অস্থিতিশীল করার একটি ভূরাজনৈতিক কৌশল।
১ ঘণ্টা আগেপ্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম থেকে ফরাসি রাজপরিবারের অমূল্য গয়না চুরির ঘটনায় ফ্রান্সজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল রোববার (১৯ অক্টোবর) প্রকাশ্যে সংঘটিত এই দুঃসাহসিক চুরিতে চোরেরা আটটি মহামূল্যবান গয়না নিয়ে গেছে।
৩ ঘণ্টা আগেযুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে ফিরতে শুরু করেছেন গাজার বাসিন্দারা। ধ্বংসস্তূপ থেকে যেসব জিনিসপত্র উদ্ধার করা যাচ্ছে, সেসব সংগ্রহ করছেন আর পুনর্নির্মাণের চেষ্টা করছেন অনেকে। তবে এই নতুন শুরুর চেষ্টার মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে ইসরায়েলিদের বিস্ফোরকবাহী রোবট।
৫ ঘণ্টা আগেগোয়া ও কর্ণাটকের করওয়ার উপকূলে ভারতের নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তে নৌসেনাদের সঙ্গে ‘আলোক উৎসব’ উদ্যাপন করেন। সেখানে তিনি বলেন, এই বিমানবাহী রণতরি ‘পাকিস্তানিদের ঘুম হারাম করে দিয়েছে’।
৬ ঘণ্টা আগে