Ajker Patrika

ফিলিপাইনে ভূমিধসে বাড়ি চাপা পড়ে নিহত অন্তত ১০

ফিলিপাইনে ভূমিধসে বাড়ি চাপা পড়ে নিহত অন্তত ১০

ফিলিপাইনে ভূমিধসে বাড়ির নিচে চাপা পড়ে পাঁচ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঘটনার সময় দেশটির দক্ষিণাঞ্চলের ওই বাড়িতে ধর্মীয় প্রার্থনা চলছিল। এঘটনায় দুজন গুরুতর আহত হয়েছে বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রধান এডনার দায়াংঘিরাংকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দাভাও দে ওরো প্রদেশের মনকায়োর শহরের পাহাড়ি গ্রামে ভূমিধসের পর গতকাল রাত পর্যন্ত সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আরো ৫ থেকে ১০ জন নিখোঁজ ছিল।

ভারী বৃষ্টি এবং বৃষ্টিতে আরও ভূমিধসের আশঙ্কায় উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয় বলে জানান তিনি। আজ শুক্রবার থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরুর পর আরও ৩ জনের মৃতদেহ পাওয়া যায়।

এডনার দায়াংঘিরাং টেলিফোনে এপিকে বলেন, ‘ভূমিধসের সময় ভুক্তভোগীরা ওই বাড়িতে প্রার্থনা করছিল। দুঃখজনক হলেও এটাই বাস্তবতা।’

ভূমিধস ছাড়াও ভারী বৃষ্টির কারণে ফিলিপাইনের নিম্নাঞ্চলের গ্রামগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে এবং পাশের আরও দুই প্রদেশের অন্তত ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

প্রতিবছর ফিলিপাইন দ্বীপপুঞ্জে অন্তত ২০টি ঝড় ও টাইফুন আঘাত হানে এবং এর বেশির ভাগই হয় জুন থেকে শুরু হওয়া বর্ষাকালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত