ফিলিপাইনে ভূমিধসে বাড়ির নিচে চাপা পড়ে পাঁচ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঘটনার সময় দেশটির দক্ষিণাঞ্চলের ওই বাড়িতে ধর্মীয় প্রার্থনা চলছিল। এঘটনায় দুজন গুরুতর আহত হয়েছে বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রধান এডনার দায়াংঘিরাংকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দাভাও দে ওরো প্রদেশের মনকায়োর শহরের পাহাড়ি গ্রামে ভূমিধসের পর গতকাল রাত পর্যন্ত সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আরো ৫ থেকে ১০ জন নিখোঁজ ছিল।
ভারী বৃষ্টি এবং বৃষ্টিতে আরও ভূমিধসের আশঙ্কায় উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয় বলে জানান তিনি। আজ শুক্রবার থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরুর পর আরও ৩ জনের মৃতদেহ পাওয়া যায়।
এডনার দায়াংঘিরাং টেলিফোনে এপিকে বলেন, ‘ভূমিধসের সময় ভুক্তভোগীরা ওই বাড়িতে প্রার্থনা করছিল। দুঃখজনক হলেও এটাই বাস্তবতা।’
ভূমিধস ছাড়াও ভারী বৃষ্টির কারণে ফিলিপাইনের নিম্নাঞ্চলের গ্রামগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে এবং পাশের আরও দুই প্রদেশের অন্তত ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
প্রতিবছর ফিলিপাইন দ্বীপপুঞ্জে অন্তত ২০টি ঝড় ও টাইফুন আঘাত হানে এবং এর বেশির ভাগই হয় জুন থেকে শুরু হওয়া বর্ষাকালে।
ফিলিপাইনে ভূমিধসে বাড়ির নিচে চাপা পড়ে পাঁচ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঘটনার সময় দেশটির দক্ষিণাঞ্চলের ওই বাড়িতে ধর্মীয় প্রার্থনা চলছিল। এঘটনায় দুজন গুরুতর আহত হয়েছে বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রধান এডনার দায়াংঘিরাংকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি জানিয়েছে, দাভাও দে ওরো প্রদেশের মনকায়োর শহরের পাহাড়ি গ্রামে ভূমিধসের পর গতকাল রাত পর্যন্ত সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আরো ৫ থেকে ১০ জন নিখোঁজ ছিল।
ভারী বৃষ্টি এবং বৃষ্টিতে আরও ভূমিধসের আশঙ্কায় উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয় বলে জানান তিনি। আজ শুক্রবার থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরুর পর আরও ৩ জনের মৃতদেহ পাওয়া যায়।
এডনার দায়াংঘিরাং টেলিফোনে এপিকে বলেন, ‘ভূমিধসের সময় ভুক্তভোগীরা ওই বাড়িতে প্রার্থনা করছিল। দুঃখজনক হলেও এটাই বাস্তবতা।’
ভূমিধস ছাড়াও ভারী বৃষ্টির কারণে ফিলিপাইনের নিম্নাঞ্চলের গ্রামগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে এবং পাশের আরও দুই প্রদেশের অন্তত ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
প্রতিবছর ফিলিপাইন দ্বীপপুঞ্জে অন্তত ২০টি ঝড় ও টাইফুন আঘাত হানে এবং এর বেশির ভাগই হয় জুন থেকে শুরু হওয়া বর্ষাকালে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভাতা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে মানুষদের ওপর চালানো ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিহতদের মধ্যে ২৩ জনই প্রবীণ। এ হামলায় আহত হয়েছে আরও ১৯ জন।
১৬ মিনিট আগেমার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৭ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৮ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
১১ ঘণ্টা আগে