ঋণসহায়তা নিয়ে আলোচনা করতে একদল কর্মকর্তা আগামী সপ্তাহে শ্রীলঙ্কায় যাবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে আইএমএফ জানিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগের ফলে বাধাগ্রস্ত হওয়া ঋণসহায়তা নিয়ে আলোচনাটি পুনরায় শুরু করতে আইএমএফের কর্মকর্তাদের এই শ্রীলঙ্কা সফর। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত এপ্রিলে প্রায় ৫১ বিলিয়ন ডলার ঋণখেলাপি হয়েছে শ্রীলঙ্কা। এরপর দেশটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধের ব্যাপক ঘাটতি দেখা দেয়। তখন সংকট উত্তরণে আইএমএফের কাছে ঋণসহায়তা চেয়েছিল শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলেছে, মুদ্রাস্ফীতি ৬৫ শতাংশে পৌঁছেছে।
আইএমএফের বিবৃতিতে বলা হয়েছে, আইএমএফের কর্মকর্তারা ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে অর্থনৈতিক সংস্কার ও নীতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য কলম্বোয় যাওয়ার পরিকল্পনা করছেন। একটি সহায়তা প্যাকেজ নিয়ে চুক্তি করাই এই সফরের উদ্দেশ্য।
আইএমএফ আরও জানিয়েছে, শ্রীলঙ্কার পাবলিক ঋণ টেকসই নয়। সুতরাং ঋণ পুনরুদ্ধারের আশ্বাস পাওয়া সাপেক্ষেই দেশটিকে ঋণ দেওয়া হবে।
তীব্র অর্থসংকটে থাকা শ্রীলঙ্কা গত জুনে ঋণসহায়তা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে যান এবং আলোচনাটি বাধাগ্রস্ত হয়।
ঋণসহায়তা নিয়ে আলোচনা করতে একদল কর্মকর্তা আগামী সপ্তাহে শ্রীলঙ্কায় যাবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে আইএমএফ জানিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগের ফলে বাধাগ্রস্ত হওয়া ঋণসহায়তা নিয়ে আলোচনাটি পুনরায় শুরু করতে আইএমএফের কর্মকর্তাদের এই শ্রীলঙ্কা সফর। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত এপ্রিলে প্রায় ৫১ বিলিয়ন ডলার ঋণখেলাপি হয়েছে শ্রীলঙ্কা। এরপর দেশটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধের ব্যাপক ঘাটতি দেখা দেয়। তখন সংকট উত্তরণে আইএমএফের কাছে ঋণসহায়তা চেয়েছিল শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলেছে, মুদ্রাস্ফীতি ৬৫ শতাংশে পৌঁছেছে।
আইএমএফের বিবৃতিতে বলা হয়েছে, আইএমএফের কর্মকর্তারা ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে অর্থনৈতিক সংস্কার ও নীতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য কলম্বোয় যাওয়ার পরিকল্পনা করছেন। একটি সহায়তা প্যাকেজ নিয়ে চুক্তি করাই এই সফরের উদ্দেশ্য।
আইএমএফ আরও জানিয়েছে, শ্রীলঙ্কার পাবলিক ঋণ টেকসই নয়। সুতরাং ঋণ পুনরুদ্ধারের আশ্বাস পাওয়া সাপেক্ষেই দেশটিকে ঋণ দেওয়া হবে।
তীব্র অর্থসংকটে থাকা শ্রীলঙ্কা গত জুনে ঋণসহায়তা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে যান এবং আলোচনাটি বাধাগ্রস্ত হয়।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
৪ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
৫ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
৫ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
৬ ঘণ্টা আগে