অনলাইন ডেস্ক
মিয়ানমারে সম্প্রতি করোনার সংক্রমণ আবারও বেড়েছে। করোনার রোগী বেড়ে যাওয়ায় সেনাশাসিত দেশটিতে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের বড় শহর ইয়াঙ্গুনে কারফিউ উপেক্ষা করে মানুষজনকে তাঁদের প্রিয়জনদের বাঁচানোর জন্য হন্যে হয়ে অক্সিজেন সিলিন্ডার খুঁজতে দেখা গেছে।
বুধবার ইয়াঙ্গুনে সকাল হওয়ার পরই সেখানে শত শত মানুষকে অক্সিজেন রিফিল করানোর জন্য লাইন ধরে থাকতে দেখা গেছে। তাঁদের মধ্যে অনেকেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে বলে বাড়ি থেকে চেয়ার-টুল নিয়ে এসেছিলেন, যাতে একটু আরাম করা যায়। অনেকেই আবার প্রিয়জনদের জন্য অক্সিজেনের জোগাড় করতে পারেননি।
থান জাও উইন নামের এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘আমার বোন তিন দিন ধরে করোনায় আক্রান্ত। প্রথম দিনে সে ক্লান্ত হয়ে পড়ে। পরের দিন থেকে সে নিশ্বাস নিতে পারছিল না। কিন্তু যখন আমি আজ সকালে অক্সিজেন নিতে আসি, আমার ভাগনি আমাকে ফোন করে জানান যে আমার বোন মারা গেছে।’
গতকাল বুধবারও মিয়ানমারে সাত হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত মে মাসের শুরুর দিকেও মিয়ানমারে প্রতিদিন ৫০ জনের মতো করোনার রোগী শনাক্ত হয়েছে।
মিয়ানমারের বড় শহর ইয়াঙ্গুন এবং মান্ডালেতে জনগণকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবুও মিয়ানমারে করোনার সংক্রমণ এবং মৃত্যু বেড়েই চলছে। স্বেচ্ছাসেবকেরাই করোনা আক্রান্ত এবং মৃতদের সহায়তায় এগিয়ে আসছেন।
ইয়া কিউ মো নামের মিয়ানমারের একজন নাবিক জানিয়েছেন, তিনি অক্সিজেনের লাইনে জায়গা পেতে সামরিক বাহিনী দ্বারা আরোপিত কারফিউ শুরু হওয়ার আধ ঘণ্টা আগে, অর্থাৎ ভোররাত ৩টায় অক্সিজেনের জন্য লাইনে দাঁড়াতে এসেছেন। তবে ততক্ষণে তাঁর সামনে ১৪ জন ছিল।
এএফপিকে মো বলেন, ‘আমি সারা রাত ঘুমাতে পারিনি। কারফিউ নিয়ে আমাকে সতর্ক থাকতে হয়েছিল।’
মিয়ানমারের সেনা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের একটি সংবাদে জান্তা সরকার এমন দাবি করে।
মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেন, জনগণকে এ নিয়ে চিন্তা করতে হবে এবং তাদের গুজব ছড়ানো উচিত হবে না।
তবে হ্লাইংয়ের এ দাবি মানতে রাজি নন ইয়াঙ্গুনের বাসিন্দা থান জাও উইন। তিনি বলেন, ‘পর্যাপ্ত অক্সিজেন থাকলে আমার বোনকে হারাতে হতো না।’
মিয়ানমারে টিকাদান কর্মসূচিও ঝিমিয়ে পড়েছে। জান্তা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশটিতে ৫ কোটি ৪০ লাখ মানুষের মধ্যে মাত্র ১৭ লাখ ৫০ হাজার মানুষ করোনার ভ্যাকসিন পেয়েছেন।
মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেন, সেনাদের ওপর ব্যাপক অবিশ্বাসের কারণে এই সংকট তৈরি হয়েছে।
মিয়ানমারে করোনার সংক্রমণ বাড়ায় মানবিক কর্মীদের ওপরও চাপ বেড়েছে। এ নিয়ে মিয়ানমার রেডক্রসের একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘কর্মীদের জন্য মিয়ানমারের পরিস্থিতি প্রতিনিয়তই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে।’
অং কিয়াউ নামের একজন তাঁর স্ত্রীর জন্য ইয়াঙ্গুনে অক্সিজেন পেতে লাইনে দাঁড়িয়েছিলেন। তিনি জানান, শেষবার ৪০ লিটার অক্সিজেনের সিলিন্ডার রিফিল করতে তাঁকে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল।
অং কিয়াউ বলেন, ‘শহরের বিভিন্ন স্থান ঘুরে অক্সিজেন সিলিন্ডার রিফিল করার সামর্থ্য আমার নেই। সুতরাং আমি অপেক্ষা করেছি।’
মিয়ানমারে সম্প্রতি করোনার সংক্রমণ আবারও বেড়েছে। করোনার রোগী বেড়ে যাওয়ায় সেনাশাসিত দেশটিতে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের বড় শহর ইয়াঙ্গুনে কারফিউ উপেক্ষা করে মানুষজনকে তাঁদের প্রিয়জনদের বাঁচানোর জন্য হন্যে হয়ে অক্সিজেন সিলিন্ডার খুঁজতে দেখা গেছে।
বুধবার ইয়াঙ্গুনে সকাল হওয়ার পরই সেখানে শত শত মানুষকে অক্সিজেন রিফিল করানোর জন্য লাইন ধরে থাকতে দেখা গেছে। তাঁদের মধ্যে অনেকেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে বলে বাড়ি থেকে চেয়ার-টুল নিয়ে এসেছিলেন, যাতে একটু আরাম করা যায়। অনেকেই আবার প্রিয়জনদের জন্য অক্সিজেনের জোগাড় করতে পারেননি।
থান জাও উইন নামের এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘আমার বোন তিন দিন ধরে করোনায় আক্রান্ত। প্রথম দিনে সে ক্লান্ত হয়ে পড়ে। পরের দিন থেকে সে নিশ্বাস নিতে পারছিল না। কিন্তু যখন আমি আজ সকালে অক্সিজেন নিতে আসি, আমার ভাগনি আমাকে ফোন করে জানান যে আমার বোন মারা গেছে।’
গতকাল বুধবারও মিয়ানমারে সাত হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত মে মাসের শুরুর দিকেও মিয়ানমারে প্রতিদিন ৫০ জনের মতো করোনার রোগী শনাক্ত হয়েছে।
মিয়ানমারের বড় শহর ইয়াঙ্গুন এবং মান্ডালেতে জনগণকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবুও মিয়ানমারে করোনার সংক্রমণ এবং মৃত্যু বেড়েই চলছে। স্বেচ্ছাসেবকেরাই করোনা আক্রান্ত এবং মৃতদের সহায়তায় এগিয়ে আসছেন।
ইয়া কিউ মো নামের মিয়ানমারের একজন নাবিক জানিয়েছেন, তিনি অক্সিজেনের লাইনে জায়গা পেতে সামরিক বাহিনী দ্বারা আরোপিত কারফিউ শুরু হওয়ার আধ ঘণ্টা আগে, অর্থাৎ ভোররাত ৩টায় অক্সিজেনের জন্য লাইনে দাঁড়াতে এসেছেন। তবে ততক্ষণে তাঁর সামনে ১৪ জন ছিল।
এএফপিকে মো বলেন, ‘আমি সারা রাত ঘুমাতে পারিনি। কারফিউ নিয়ে আমাকে সতর্ক থাকতে হয়েছিল।’
মিয়ানমারের সেনা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের একটি সংবাদে জান্তা সরকার এমন দাবি করে।
মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেন, জনগণকে এ নিয়ে চিন্তা করতে হবে এবং তাদের গুজব ছড়ানো উচিত হবে না।
তবে হ্লাইংয়ের এ দাবি মানতে রাজি নন ইয়াঙ্গুনের বাসিন্দা থান জাও উইন। তিনি বলেন, ‘পর্যাপ্ত অক্সিজেন থাকলে আমার বোনকে হারাতে হতো না।’
মিয়ানমারে টিকাদান কর্মসূচিও ঝিমিয়ে পড়েছে। জান্তা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশটিতে ৫ কোটি ৪০ লাখ মানুষের মধ্যে মাত্র ১৭ লাখ ৫০ হাজার মানুষ করোনার ভ্যাকসিন পেয়েছেন।
মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেন, সেনাদের ওপর ব্যাপক অবিশ্বাসের কারণে এই সংকট তৈরি হয়েছে।
মিয়ানমারে করোনার সংক্রমণ বাড়ায় মানবিক কর্মীদের ওপরও চাপ বেড়েছে। এ নিয়ে মিয়ানমার রেডক্রসের একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘কর্মীদের জন্য মিয়ানমারের পরিস্থিতি প্রতিনিয়তই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে।’
অং কিয়াউ নামের একজন তাঁর স্ত্রীর জন্য ইয়াঙ্গুনে অক্সিজেন পেতে লাইনে দাঁড়িয়েছিলেন। তিনি জানান, শেষবার ৪০ লিটার অক্সিজেনের সিলিন্ডার রিফিল করতে তাঁকে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল।
অং কিয়াউ বলেন, ‘শহরের বিভিন্ন স্থান ঘুরে অক্সিজেন সিলিন্ডার রিফিল করার সামর্থ্য আমার নেই। সুতরাং আমি অপেক্ষা করেছি।’
মার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
১ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৩ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
৩ ঘণ্টা আগে