Ajker Patrika

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনবে মিয়ানমার

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনবে মিয়ানমার

রাশিয়া থেকে গ্যাসোলিন ও জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করেছে সামরিক বাহিনী শাসিত মিয়ানমার। গত বুধবার দেশটির জান্তা সরকারের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ক্রমবর্ধমান দাম মোকাবিলায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

মিয়ানমারের এই ঘোষণার মধ্য দিয়ে রাশিয়ার তেল–গ্যাস রপ্তানির ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেই আরেকটি উন্নয়নশীল দেশ রাশিয়া থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিল। 

মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেন, ‘আমরা রাশিয়া থেকে পেট্রল আমদানির অনুমতি পেয়েছি।’ রাশিয়ার জ্বালানির মান ও সাশ্রয়ী মূল্যের কারণেই দেশটি থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিনি। আগামী সেপ্টেম্বর থেকে মিয়ানমারে রাশিয়ার জ্বালানি তেল পৌঁছানো শুরু করবে। 

পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ মিয়ানমার। উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকার পরও সেই সম্পর্ক এগিয়ে নিয়ে গেছে। গত বছর নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করায় মিয়ানমারের বিরুদ্ধে এবং চলতি বছর ইউক্রেনে রাশিয়ার দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোয় রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। 

চলতি বছরের শেষ দিকে রাশিয়ার জ্বালানি তেল রপ্তানির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা করছে মস্কো। এই অবস্থায় অর্থনীতি সচল রাখতে বিকল্প রপ্তানি বাজার খুঁজছে দেশটি। এ ক্ষেত্রে এশিয়ার দিকেই তাদের মনযোগ তাদের সবচেয়ে বেশি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত