করোনার টিকা বাধ্যতামূলক করা ও লকডাউনের প্রতিবাদে নিউজিল্যান্ডে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এই বিক্ষোভের জেরে আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিহাইভ নামে পরিচিত নিউজিল্যান্ড পার্লামেন্ট ভবনের দুটি প্রবেশপথ ছাড়া বাকি সবগুলো পুলিশ ও নিরাপত্তা কর্মীরা বন্ধ করে দিয়েছে। ওয়েলিংটনে বেশির ভাগই বিক্ষোভকারী মাস্ক পরা ছিল না। নিউজিল্যান্ডের পার্লামেন্টের বাইরে জমায়েত হয়েছিল আন্দোলনকারীরা।
শান্তিপূর্ণ এই আন্দোলনে বিক্ষোভকারীদের হাতে করোনার টিকা এবং লকডাউন বিরোধী প্ল্যাকার্ড দেখা যায়। আন্দোলনে অংশ নেওয়া এক ব্যক্তি বলেন, আমাকে জোর করলে হবে না। আমি যা নিতে চাই না তার জন্য আমাকে বাধ্য করা যাবে না।
করোনার ডেলটা ভ্যারিয়েন্টের কারণে নিউজিল্যান্ডে করোনার সংক্রমণ বেড়েছে। এটি নিয়ন্ত্রণে আনতে লকডাউন ও করোনা টিকা প্রয়োগের ওপর জোর দিচ্ছে নিউজিল্যান্ড সরকার।
গত মাসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ৯০ শতাংশ জনগণকে টিকা দেওয়ার পরেই বিধিনিষেধ তুলে নেওয়া হবে।
বিশ্বের সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হওয়া দেশগুলো মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। দেশটিতে এ পর্যন্ত সাত হাজার ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত নিউজিল্যান্ডে করোনায় মারা গেছেন ৩২ জন। নিউজিল্যান্ডে প্রায় ৮০ শতাংশ উপযুক্ত ব্যক্তিরা করোনার দুই ডোজ টিকা পেয়েছেন।
করোনার টিকা বাধ্যতামূলক করা ও লকডাউনের প্রতিবাদে নিউজিল্যান্ডে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এই বিক্ষোভের জেরে আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের পার্লামেন্ট ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিহাইভ নামে পরিচিত নিউজিল্যান্ড পার্লামেন্ট ভবনের দুটি প্রবেশপথ ছাড়া বাকি সবগুলো পুলিশ ও নিরাপত্তা কর্মীরা বন্ধ করে দিয়েছে। ওয়েলিংটনে বেশির ভাগই বিক্ষোভকারী মাস্ক পরা ছিল না। নিউজিল্যান্ডের পার্লামেন্টের বাইরে জমায়েত হয়েছিল আন্দোলনকারীরা।
শান্তিপূর্ণ এই আন্দোলনে বিক্ষোভকারীদের হাতে করোনার টিকা এবং লকডাউন বিরোধী প্ল্যাকার্ড দেখা যায়। আন্দোলনে অংশ নেওয়া এক ব্যক্তি বলেন, আমাকে জোর করলে হবে না। আমি যা নিতে চাই না তার জন্য আমাকে বাধ্য করা যাবে না।
করোনার ডেলটা ভ্যারিয়েন্টের কারণে নিউজিল্যান্ডে করোনার সংক্রমণ বেড়েছে। এটি নিয়ন্ত্রণে আনতে লকডাউন ও করোনা টিকা প্রয়োগের ওপর জোর দিচ্ছে নিউজিল্যান্ড সরকার।
গত মাসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ৯০ শতাংশ জনগণকে টিকা দেওয়ার পরেই বিধিনিষেধ তুলে নেওয়া হবে।
বিশ্বের সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হওয়া দেশগুলো মধ্যে নিউজিল্যান্ড অন্যতম। দেশটিতে এ পর্যন্ত সাত হাজার ৭৭৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত নিউজিল্যান্ডে করোনায় মারা গেছেন ৩২ জন। নিউজিল্যান্ডে প্রায় ৮০ শতাংশ উপযুক্ত ব্যক্তিরা করোনার দুই ডোজ টিকা পেয়েছেন।
ভেনিস উপহ্রদের দক্ষিণে অবস্থিত পরিত্যক্ত দ্বীপ পোভেলিয়া। এর নাম শুনলেই অনেকের মনে আসে প্লেগ আক্রান্তদের গণকবর, মানসিক রোগীদের জন্য নির্মিত পুরোনো আশ্রম এবং ভুতুড়ে ইতিহাসের কথা। সেই দ্বীপ এবার নতুন পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছে।
২ ঘণ্টা আগেগত ১২ জুন ইংল্যান্ডে হৃদ্রোগে আক্রান্ত মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তাঁর এই আকস্মিক মৃত্যুর পর রেখে যাওয়া বিপুল সম্পদ কার জিম্মায় যাবে, তা নিয়ে এখন উত্তাল কাপুর পরিবার।
৩ ঘণ্টা আগেতিন মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে যান আমির। রাজস্থানে পৌঁছানোর পর দুই মাস আগে তাঁকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাঁর কাছে ভারতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোনো তদন্ত বা আদালতের হস্তক্ষেপ ছাড়াই তাঁকে বিদেশি তকমা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়।
৪ ঘণ্টা আগেগাজার হৃদয়বিদারক বাস্তবতার ছবি তুলে ধরেছেন একজন ফিলিস্তিনি শিল্পী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্তানদের মুখে এক বেলার খাবার তুলে দিতে চিত্রশিল্পী তাহা আবু ঘালি নিজের আঁকা ছবি পুড়িয়ে রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
৪ ঘণ্টা আগে