অনলাইন ডেস্ক
বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হওয়ার ঘটনা নতুন কিছু নয়। ফ্লাইট বাতিল হতে পারে আরও নানা কারণে। কিন্তু যদি শোনেন শুধু দুটি কাঁচির কারণে বাতিল হয়ে গিয়েছে ৩৬টি ফ্লাইট—তাহলে নিশ্চয় চমকাবেন। আশ্চর্য এ কাণ্ড হয়েছে জাপানের ব্যস্ত একটি বিমানবন্দরে।
কাঁচি দুটি ছিল জাপানের উত্তরের হোক্কাইডু দ্বীপের নিউ চিতোস বিমানবন্দরে বোর্ডিং গেটের কাছের একটি দোকানে। এগুলো খুঁজে না পাওয়াতেই এক ঘণ্টা নিরাপত্তা অনুসন্ধান চালানো হয়। বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানিয়েছে ১৭ আগস্টের এ ঘটনায় ৩৬টি ফ্লাইট বাতিল হয় এবং ২০১টির বিলম্ব হয়।
আশঙ্কা ছিল, একজন সম্ভাব্য সন্ত্রাসী কাঁচিটি নিয়ে যেতে পারে এবং উড়োজাহাজে ওঠে একে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। অবশ্য পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় কাঁচি দুটোর খোঁজ পাওয়া গেছে। তারপর ফ্লাইটগুলো পুনরায় চালু করা হয়।
‘সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং ব্যবস্থাপনার অভাবের কারণেই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে আমরা সচেতন।’ নিউ চিতোস বিমানবন্দর পরিচালনাকারীরা এক বিবৃতিতে জানায়। কেন এটা ঘটেছে তা বের করে ভবিষ্যতে যেন এমনটা না ঘটে সে জন্যও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
নিরাপত্তাজনিত এ অনুসন্ধানের কারণে ভুক্তভোগীদের তালিকায় আছে জাপানের রক ব্যান্ড নাইনএমএম প্যারাবেলাম বুলেটও। ফ্লাইট বাতিলের কারণে হোক্কাইডুতে অনুষ্ঠিত বার্ষিক রাইজিং সান মিউজিক ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করতে পারেননি তাঁরা।
এদিকে ফ্লাইট বাতিলে অনেকেই তাঁদের হতাশা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘আমার কাঁদতে ইচ্ছা করছে। কারণ, কেউ এক জোড়া কাঁচি হারিয়ে ফেলায় আমার ফ্লাইট বাতিল হয়েছে।’ এক ভুক্তভোগী লেখেন এক্সে।
‘এ ঘটনার কারণে, আমার যে ফ্লাইটটিতে ওঠার কথা ছিল তা বাতিল হয়েছে। এখন আমার পরিবারের সঙ্গে বহুল প্রতীক্ষিত পুনর্মিলনীর সময় সংক্ষিপ্ত হয়েছে। বিষয়টি খুব হতাশাজনক।’ আরেকজন লিখেন।
কেউ কেউ আবার সম্ভাব্য কাঁচি চুরির বিষয়টিকে গুরুত্ব দেওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষের প্রশংসা করেছেন। এমনই এক এক্স ব্যবহারকারী পোস্টে লিখেন, ‘একজন যাত্রী হিসেবে, আমি কৃতজ্ঞ যে তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ধরনের নিখুঁত ব্যবস্থা গ্রহণ করে।’
বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হওয়ার ঘটনা নতুন কিছু নয়। ফ্লাইট বাতিল হতে পারে আরও নানা কারণে। কিন্তু যদি শোনেন শুধু দুটি কাঁচির কারণে বাতিল হয়ে গিয়েছে ৩৬টি ফ্লাইট—তাহলে নিশ্চয় চমকাবেন। আশ্চর্য এ কাণ্ড হয়েছে জাপানের ব্যস্ত একটি বিমানবন্দরে।
কাঁচি দুটি ছিল জাপানের উত্তরের হোক্কাইডু দ্বীপের নিউ চিতোস বিমানবন্দরে বোর্ডিং গেটের কাছের একটি দোকানে। এগুলো খুঁজে না পাওয়াতেই এক ঘণ্টা নিরাপত্তা অনুসন্ধান চালানো হয়। বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানিয়েছে ১৭ আগস্টের এ ঘটনায় ৩৬টি ফ্লাইট বাতিল হয় এবং ২০১টির বিলম্ব হয়।
আশঙ্কা ছিল, একজন সম্ভাব্য সন্ত্রাসী কাঁচিটি নিয়ে যেতে পারে এবং উড়োজাহাজে ওঠে একে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। অবশ্য পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় কাঁচি দুটোর খোঁজ পাওয়া গেছে। তারপর ফ্লাইটগুলো পুনরায় চালু করা হয়।
‘সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং ব্যবস্থাপনার অভাবের কারণেই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে আমরা সচেতন।’ নিউ চিতোস বিমানবন্দর পরিচালনাকারীরা এক বিবৃতিতে জানায়। কেন এটা ঘটেছে তা বের করে ভবিষ্যতে যেন এমনটা না ঘটে সে জন্যও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
নিরাপত্তাজনিত এ অনুসন্ধানের কারণে ভুক্তভোগীদের তালিকায় আছে জাপানের রক ব্যান্ড নাইনএমএম প্যারাবেলাম বুলেটও। ফ্লাইট বাতিলের কারণে হোক্কাইডুতে অনুষ্ঠিত বার্ষিক রাইজিং সান মিউজিক ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করতে পারেননি তাঁরা।
এদিকে ফ্লাইট বাতিলে অনেকেই তাঁদের হতাশা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
‘আমার কাঁদতে ইচ্ছা করছে। কারণ, কেউ এক জোড়া কাঁচি হারিয়ে ফেলায় আমার ফ্লাইট বাতিল হয়েছে।’ এক ভুক্তভোগী লেখেন এক্সে।
‘এ ঘটনার কারণে, আমার যে ফ্লাইটটিতে ওঠার কথা ছিল তা বাতিল হয়েছে। এখন আমার পরিবারের সঙ্গে বহুল প্রতীক্ষিত পুনর্মিলনীর সময় সংক্ষিপ্ত হয়েছে। বিষয়টি খুব হতাশাজনক।’ আরেকজন লিখেন।
কেউ কেউ আবার সম্ভাব্য কাঁচি চুরির বিষয়টিকে গুরুত্ব দেওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষের প্রশংসা করেছেন। এমনই এক এক্স ব্যবহারকারী পোস্টে লিখেন, ‘একজন যাত্রী হিসেবে, আমি কৃতজ্ঞ যে তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ধরনের নিখুঁত ব্যবস্থা গ্রহণ করে।’
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে