ক্রিমিয়া ও মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রোববার সকালে ক্রিমিয়ার ওপর চালানো ইউক্রেনের আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে মস্কো।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মস্কোয় ড্রোন হামলা চালানোর ফলে সেখানে বিমান চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি, ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে একটি তেলের ডিপোতে আগুন লেগেছে বলেও অভিযোগ করেছে রাশিয়া।
সাম্প্রতিক দিনগুলোতে ক্রিমিয়ায় রুশ সামরিক লক্ষ্যবস্তু এবং কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধ জাহাজগুলোয় একের পর এক হামলা চালিয়েছে ইউক্রেন। যুদ্ধের সামনের সারির চেয়ে রাশিয়ার গভীরে হামলার পরিমাণও বাড়িয়েছে ইউক্রেন। রোববারের হামলা প্রসঙ্গে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ‘ভোরে রাজধানীতে কমপক্ষে দুটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।’
গত শনিবার ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ওলেক্সি দানিলভ কিয়েভের মিত্রদের অস্ত্র সরবরাহের গতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ শেষ করার এটাই একমাত্র উপায়। সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদাকে তিনি বলেন, ‘কৃষ্ণসাগরে রুশ যুদ্ধ জাহাজগুলো আংশিক বা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। এর মাধ্যমেই চলমান যুদ্ধ থেকে রাশিয়ার বের হয়ে যাওয়ার পথ ত্বরান্বিত হতে পারে।’
রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন দিক থেকে ক্রাইমিয়াকে আঘাত করতে পারত এমন অন্তত ছয়টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের বরাত দিয়ে করা রয়টার্সের প্রতিবেদনে ক্রিমিয়ায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা, তা জানানো হয়নি। সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে বলেছেন, ‘মস্কোর ইস্ত্রা এবং রামেনস্কি অঞ্চলে দুইটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে অন্তত ৩০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং বাতিল হয়েছে ৬ টি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ায় দক্ষিণ-পশ্চিমের ওরিওলে রোববার ভোরে একটি তেলের ডিপোকে ধ্বংস করেছে ইউক্রেনের একটি ড্রোন। ওরিওল অঞ্চলের গভর্নর আন্দ্রেই ক্লিচকভ টেলিগ্রামে বলেছেন, ‘কোনো হতাহতের ঘটনা নেই। জরুরি পরিষেবাগুলো তাদের কাজ করছে।’
তবে তেলের ডিপোটিকে ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত করা হয়েছে নাকি এটা ড্রোনেরই লক্ষ্যবস্তু ছিল, তা উল্লেখ করেননি ওরিওলের গভর্নর।
ক্রিমিয়া ও মস্কোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রোববার সকালে ক্রিমিয়ার ওপর চালানো ইউক্রেনের আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে মস্কো।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, মস্কোয় ড্রোন হামলা চালানোর ফলে সেখানে বিমান চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি, ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমে একটি তেলের ডিপোতে আগুন লেগেছে বলেও অভিযোগ করেছে রাশিয়া।
সাম্প্রতিক দিনগুলোতে ক্রিমিয়ায় রুশ সামরিক লক্ষ্যবস্তু এবং কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধ জাহাজগুলোয় একের পর এক হামলা চালিয়েছে ইউক্রেন। যুদ্ধের সামনের সারির চেয়ে রাশিয়ার গভীরে হামলার পরিমাণও বাড়িয়েছে ইউক্রেন। রোববারের হামলা প্রসঙ্গে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ‘ভোরে রাজধানীতে কমপক্ষে দুটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।’
গত শনিবার ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ওলেক্সি দানিলভ কিয়েভের মিত্রদের অস্ত্র সরবরাহের গতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ শেষ করার এটাই একমাত্র উপায়। সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভদাকে তিনি বলেন, ‘কৃষ্ণসাগরে রুশ যুদ্ধ জাহাজগুলো আংশিক বা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। এর মাধ্যমেই চলমান যুদ্ধ থেকে রাশিয়ার বের হয়ে যাওয়ার পথ ত্বরান্বিত হতে পারে।’
রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন দিক থেকে ক্রাইমিয়াকে আঘাত করতে পারত এমন অন্তত ছয়টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
টেলিগ্রাম ম্যাসেজিং অ্যাপের বরাত দিয়ে করা রয়টার্সের প্রতিবেদনে ক্রিমিয়ায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা, তা জানানো হয়নি। সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে বলেছেন, ‘মস্কোর ইস্ত্রা এবং রামেনস্কি অঞ্চলে দুইটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে অন্তত ৩০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং বাতিল হয়েছে ৬ টি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ায় দক্ষিণ-পশ্চিমের ওরিওলে রোববার ভোরে একটি তেলের ডিপোকে ধ্বংস করেছে ইউক্রেনের একটি ড্রোন। ওরিওল অঞ্চলের গভর্নর আন্দ্রেই ক্লিচকভ টেলিগ্রামে বলেছেন, ‘কোনো হতাহতের ঘটনা নেই। জরুরি পরিষেবাগুলো তাদের কাজ করছে।’
তবে তেলের ডিপোটিকে ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত করা হয়েছে নাকি এটা ড্রোনেরই লক্ষ্যবস্তু ছিল, তা উল্লেখ করেননি ওরিওলের গভর্নর।
পোপ ফ্রান্সিসের পোপ হিসেবে পথচলা ছিল অনন্য। দুর্নীতি দমন, শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রতিরোধ এবং চার্চের আইন আধুনিকীকরণের যে চেষ্টা তিনি করেছিলেন, তা সব সময় সফল না হলেও কোটি কোটি ক্যাথলিকের হৃদয় জিতে নিয়েছে।
৩৯ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, রাশিয়া ও ইউক্রেন কয়েক দিনের মধ্যেই যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে পারে। এমনকি এই সপ্তাহের মধ্যেই এই চুক্তি হতে পারে। ট্রাম্প মনে করেন, এরপর দুই দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে মনযোগ দিতে পারবে।
১ ঘণ্টা আগেইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ওপর গত মার্চে চালানো মার্কিন সামরিক হামলার তথ্য একটি সিগন্যাল চ্যাট গ্রুপে শেয়ার করে নতুন বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। যে চ্যাট গ্রুপে তিনি এই গোপনীয় তথ্য শেয়ার করেছেন...
১ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস আজ সোমবার সকালে মারা গেছেন। ভ্যাটিকান এই খবর নিশ্চিত করেছে। শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার পর কয়েক দিন আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের ১২ বছর পর তাঁর মৃত্যু হলো।
২ ঘণ্টা আগে