অনলাইন ডেস্ক
রামেসা গেলগি। বিশ্বের সবচেয়ে লম্বা নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, একসঙ্গে তিনটি রেকর্ড ভেঙেছেন তিনি। তুর্কি এই নারী এখন সর্বমোট পাঁচটি বিশ্ব রেকর্ডের গর্বিত মালিক।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ যাচাই অনুসারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করেছে, তিনটি নতুন রেকর্ড করেছেন রামেসা গেলগি। নতুন এই বিশ্ব রেকর্ডগুলো হলো—
১. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম আঙুলের অধিকারী: ১১ দশমিক ২ সেমি (৪.৪০ ইঞ্চি)
২. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম হাতের অধিকারী: ডান হাতের পরিমাপ ২৪ দশমিক ৯৩ সেমি (৯.৮১ ইঞ্চি) এবং বাম হাতের পরিমাপ ২৪ দশমিক ২৬ সেমি (৯.৫৫ ইঞ্চি)
৩. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম পিঠ: ৫৯ দশমিক ৯০ সেমি (২৩.৫৮ ইঞ্চি)
গেলগির জন্ম ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি। পেশায় আইনজীবী, গবেষক এবং ফ্রন্ট-অ্যান্ড ডেভেলপার। ২০২১ সালের অক্টোবর থেকে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক তিনি।
সর্ব সাম্প্রতিক পরিমাপ অনুযায়ী, তাঁর উচ্চতা ২১৫ দশমিক ১৬ সেমি (৭ ফুট ০.৭ ইঞ্চি)।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকসের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে রামেসা গেলগি জন্মগতভাবে পাওয়া রোগটি সম্পর্কে বলেন, ‘ছোটবেলায় আমি অনেক বঞ্চনার শিকার হয়েছি। কিন্তু লম্বা হওয়ার অন্যতম সুবিধা হলো আপনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পকেটে রাখতে পারেন!’
গেলগি বলেন, ‘আমি কিশোর বয়সে ২০১৪ সালে প্রথম রেকর্ডের খেতাব পেয়েছিলাম। এরপর থেকে আমি খেতাবটি আমার পেশার সুবিধার জন্য ব্যবহার করছি। এটির জন্য আমি কৃতজ্ঞ।’
গেলগি হাঁটতে পারেন না। সাধারণত হুইলচেয়ারে চলাফেরা করেন। দৈনিক খুব অল্প দূরত্বে হাঁটেন।
রামেসা গেলগি। বিশ্বের সবচেয়ে লম্বা নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, একসঙ্গে তিনটি রেকর্ড ভেঙেছেন তিনি। তুর্কি এই নারী এখন সর্বমোট পাঁচটি বিশ্ব রেকর্ডের গর্বিত মালিক।
২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ যাচাই অনুসারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করেছে, তিনটি নতুন রেকর্ড করেছেন রামেসা গেলগি। নতুন এই বিশ্ব রেকর্ডগুলো হলো—
১. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম আঙুলের অধিকারী: ১১ দশমিক ২ সেমি (৪.৪০ ইঞ্চি)
২. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম হাতের অধিকারী: ডান হাতের পরিমাপ ২৪ দশমিক ৯৩ সেমি (৯.৮১ ইঞ্চি) এবং বাম হাতের পরিমাপ ২৪ দশমিক ২৬ সেমি (৯.৫৫ ইঞ্চি)
৩. জীবিত ব্যক্তির (নারী) মধ্যে দীর্ঘতম পিঠ: ৫৯ দশমিক ৯০ সেমি (২৩.৫৮ ইঞ্চি)
গেলগির জন্ম ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি। পেশায় আইনজীবী, গবেষক এবং ফ্রন্ট-অ্যান্ড ডেভেলপার। ২০২১ সালের অক্টোবর থেকে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক তিনি।
সর্ব সাম্প্রতিক পরিমাপ অনুযায়ী, তাঁর উচ্চতা ২১৫ দশমিক ১৬ সেমি (৭ ফুট ০.৭ ইঞ্চি)।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকসের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে রামেসা গেলগি জন্মগতভাবে পাওয়া রোগটি সম্পর্কে বলেন, ‘ছোটবেলায় আমি অনেক বঞ্চনার শিকার হয়েছি। কিন্তু লম্বা হওয়ার অন্যতম সুবিধা হলো আপনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পকেটে রাখতে পারেন!’
গেলগি বলেন, ‘আমি কিশোর বয়সে ২০১৪ সালে প্রথম রেকর্ডের খেতাব পেয়েছিলাম। এরপর থেকে আমি খেতাবটি আমার পেশার সুবিধার জন্য ব্যবহার করছি। এটির জন্য আমি কৃতজ্ঞ।’
গেলগি হাঁটতে পারেন না। সাধারণত হুইলচেয়ারে চলাফেরা করেন। দৈনিক খুব অল্প দূরত্বে হাঁটেন।
ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার গতকাল শনিবার দেশটির ২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে। এই বাজেটে নরেন্দ্র মোদি সরকার মধ্যবিত্ত শ্রেণির জন্য ব্যক্তিগত আয়করের সীমায় যথেষ্ট ছাড় দিয়েছে। নতুন ঘোষণা অনুসারে, ভারতীয়দের করমুক্ত আয়সীমা এখন ১২ লাখ ৭৫ হাজার রুপি। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ
১৮ মিনিট আগেভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণে দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের গতিপথ দ্রুত বদলে যাচ্ছে। একদিকে আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা চালাচ্ছে ভারত; অন্যদিকে জুলাই-আগস্ট বিপ্লব-পরবর্তী বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে বন্ধুত্ব
২৯ মিনিট আগেফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় ফের সেনা পাঠানোর পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ এর প্রতিবেদনের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি নেতানিয়াহু জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক..
৩৬ মিনিট আগেগৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৯ ঘণ্টা আগে