কলকাতা প্রতিনিধি
পশ্চিমবঙ্গে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে, কিছু এলাকায় দৈনিক সংক্রমণ পৌঁছেছে শঙ্কাজনক পর্যায়ে। পরিস্থিতি মোকাবিলায় সোমবার নবান্নে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে, তবু ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমরা আগেভাগেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সমস্ত হাসপাতালকে সতর্ক থাকতে বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, ওষুধ, শয্যা এবং স্বাস্থ্যকর্মী মজুত রাখা হচ্ছে।’
তিনি রাজ্যবাসীর উদ্দেশে আহ্বান জানান আতঙ্ক না ছড়িয়ে সচেতন হতে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যাঁদের শ্বাসকষ্ট, জ্বর বা উপসর্গ রয়েছে, তাঁরা যেন দ্রুত করোনা পরীক্ষা করান। প্রাথমিক পর্যায়ে বাড়িতে চিকিৎসা চালানো হবে, তবে প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থাও রাখা হবে।’
বৈঠকে রাজ্য সরকারের তরফে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো—
স্বাস্থ্য দপ্তরের সচিব বলেন, ‘আমরা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছি। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ থাকলেও এখনই অতিরিক্ত আতঙ্কের কিছু নেই। তবে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
রাজ্য সরকার ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে সতর্কতা জারি করেছে। জরুরি ওষুধ, ভ্যাকসিন এবং চিকিৎসা সরঞ্জামের তালিকা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, চিকিৎসা পরিষেবা সচল রাখতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে তাঁদের সক্রিয় রাখা হয়েছে।
সাধারণ মানুষের কাছেও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মাস্ক ব্যবহার করুন, বারবার হাত ধুয়ে নিন এবং ভিড় এড়িয়ে চলুন। স্বাস্থ্যবিধি মানলেই আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব।’
সরকারের বার্তা পরিষ্কার—সতর্কতা এবং সচেতনতার মাধ্যমেই সম্ভব করোনা মোকাবিলা। প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সহযোগিতাই পরিস্থিতি সামাল দেওয়ার মূল চাবিকাঠি বলে মনে করছে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে, কিছু এলাকায় দৈনিক সংক্রমণ পৌঁছেছে শঙ্কাজনক পর্যায়ে। পরিস্থিতি মোকাবিলায় সোমবার নবান্নে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তারা, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে, তবু ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘আমরা আগেভাগেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। সমস্ত হাসপাতালকে সতর্ক থাকতে বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন, ওষুধ, শয্যা এবং স্বাস্থ্যকর্মী মজুত রাখা হচ্ছে।’
তিনি রাজ্যবাসীর উদ্দেশে আহ্বান জানান আতঙ্ক না ছড়িয়ে সচেতন হতে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘যাঁদের শ্বাসকষ্ট, জ্বর বা উপসর্গ রয়েছে, তাঁরা যেন দ্রুত করোনা পরীক্ষা করান। প্রাথমিক পর্যায়ে বাড়িতে চিকিৎসা চালানো হবে, তবে প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থাও রাখা হবে।’
বৈঠকে রাজ্য সরকারের তরফে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো—
স্বাস্থ্য দপ্তরের সচিব বলেন, ‘আমরা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছি। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ থাকলেও এখনই অতিরিক্ত আতঙ্কের কিছু নেই। তবে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
রাজ্য সরকার ইতিমধ্যেই জেলা প্রশাসনগুলিকে সতর্কতা জারি করেছে। জরুরি ওষুধ, ভ্যাকসিন এবং চিকিৎসা সরঞ্জামের তালিকা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, চিকিৎসা পরিষেবা সচল রাখতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে তাঁদের সক্রিয় রাখা হয়েছে।
সাধারণ মানুষের কাছেও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মাস্ক ব্যবহার করুন, বারবার হাত ধুয়ে নিন এবং ভিড় এড়িয়ে চলুন। স্বাস্থ্যবিধি মানলেই আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব।’
সরকারের বার্তা পরিষ্কার—সতর্কতা এবং সচেতনতার মাধ্যমেই সম্ভব করোনা মোকাবিলা। প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সহযোগিতাই পরিস্থিতি সামাল দেওয়ার মূল চাবিকাঠি বলে মনে করছে রাজ্য সরকার।
ইউক্রেনের পক্ষে যুদ্ধ জেতা সম্ভব নয়, বরং তাদের এখন শান্তিচুক্তির পথে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ফিল্ড মার্শাল লর্ড রিচার্ডস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের পডকাস্ট ‘ওয়ার্ল্ড অব ট্রাবল’-এ দেওয়া সাক্ষাৎকারে রিচার্ডস বলেছেন, ইউক্রেনকে লড়াই করতে
৮ ঘণ্টা আগেফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’।
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন। চলতি বছরের মে মাসে ইসরায়েল আইসিসির কাছে পরোয়ানা বাতিলের আবেদন করেছিল। একই সময়ে আদালতের এখতিয়ার
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে অন্যায়ের শিকার হয়ে টানা ৪৩ বছর কারাভোগের পর অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন সুব্রহ্মণ্যম সুবু বেদাম। কিন্তু মুক্তির আনন্দ উপভোগ করার আগেই নতুন এক সংকটে পড়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ (আইসিই) এখন বেদামকে ভারতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
১০ ঘণ্টা আগে