মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জোহোর এলাকার সেনাইয়ে এই ঘটনা ঘটে। কুকুরের ওপর নির্যাতন চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সে ভিডিও দেখে ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি কুকুর নির্যাতনের ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি কুকুরকে তাড়া করে অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ঘটনাটি গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৯ মিনিটে সেনাই এলাকার একটি দোকানে ঘটে।
পুলিশ জানায়, কুকুরটি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। স্থানীয় এক ব্যক্তি এর যত্ন নিচ্ছেন।
কুলাই জেলা পুলিশের প্রধান এসিপি তান সেন লি বলেন, ‘পুলিশ একটি ভাইরাল ভিডিওতে কুকুরের ওপর নির্যাতনের ঘটনা দেখেছে। আপডেটইনফো ১১ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মালিক ভিডিওটি আপলোড করেছেন।’
এক বিবৃতিতে এসিপি জানান, স্থানীয় এক ব্যক্তির রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। দণ্ডবিধির ধারা ১১৭ অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে রিমান্ডে নিতে কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
এই ঘটনায় দণ্ডবিধির ধারা ৪২৮ এবং প্রাণী কল্যাণ আইন ২০১৫-এর ধারা ২৯ (১) (ক) এর আওতায় তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড ও জরিমানা হতে পারে। আইন অনুযায়ী এ অপরাধে ২০ হাজার রিঙ্গিত থেকে ১ লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জোহোর এলাকার সেনাইয়ে এই ঘটনা ঘটে। কুকুরের ওপর নির্যাতন চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সে ভিডিও দেখে ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।
মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি কুকুর নির্যাতনের ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি কুকুরকে তাড়া করে অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ঘটনাটি গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৯ মিনিটে সেনাই এলাকার একটি দোকানে ঘটে।
পুলিশ জানায়, কুকুরটি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। স্থানীয় এক ব্যক্তি এর যত্ন নিচ্ছেন।
কুলাই জেলা পুলিশের প্রধান এসিপি তান সেন লি বলেন, ‘পুলিশ একটি ভাইরাল ভিডিওতে কুকুরের ওপর নির্যাতনের ঘটনা দেখেছে। আপডেটইনফো ১১ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মালিক ভিডিওটি আপলোড করেছেন।’
এক বিবৃতিতে এসিপি জানান, স্থানীয় এক ব্যক্তির রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। দণ্ডবিধির ধারা ১১৭ অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে রিমান্ডে নিতে কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
এই ঘটনায় দণ্ডবিধির ধারা ৪২৮ এবং প্রাণী কল্যাণ আইন ২০১৫-এর ধারা ২৯ (১) (ক) এর আওতায় তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড ও জরিমানা হতে পারে। আইন অনুযায়ী এ অপরাধে ২০ হাজার রিঙ্গিত থেকে ১ লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
৬ ঘণ্টা আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
৬ ঘণ্টা আগেপানির গাড়ি আসার শব্দ শুনলে প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ, দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
৬ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
৭ ঘণ্টা আগে