উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে তাসখন্দ বিমানবন্দরের কাছে এই বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তাসখন্দের ইসলাম করিভম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি গুদামে এই বিস্ফোরণ হয় বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম হতাহতের কথা নিশ্চিত না করলেও বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে, বহু মানুষ হতাহত হয়েছে। তবে রয়টার্স কোনো সংখ্যা দেয়নি।
বিমানবন্দরের কাছের একটি এলাকা থেকে রাতের আকাশে হঠাৎ ধোঁয়া উড়তে দেখা যায়। সঙ্গে আগুনের লেলিহান শিখাও দৃশ্যমান হয়। স্থানীয় দমকলবাহিনী ও উদ্ধারকারী দল দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। গুদামঘরটিতে কীভাবে আগুন লেগেছে, তা জানা না গেলেও আরটির প্রতিবেদনে বলা হয়েছে, বাজ পড়ার কারণেই ওই ভবনে আগুন লাগে এবং সেখান থেকে বিস্ফোরণ হয়। তবে এই খবর সত্য কি না, উজবেকিস্তানের সরকার এখনো তা নিশ্চিত করেনি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রথমে ঘটনাস্থলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা হবে। তারপর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হবে।
যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজস্ব চ্যানেলে শেয়ার করা এক পোস্টে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিপুলসংখ্যক লোককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পোস্টে জানানো হয়েছে, হাসপাতালে নেওয়াদের মধ্যে ‘গুরুতর আহত’ কেউ নেই। বিস্ফোরণের পরপরই একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।
উজবেক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ও আশপাশের আবাসিক ভবনগুলোতে যারা এ দুর্ঘটনার কারণে আহত হয়েছে, তাদেরও জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে তাসখন্দ বিমানবন্দরের কাছে এই বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তাসখন্দের ইসলাম করিভম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি গুদামে এই বিস্ফোরণ হয় বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম হতাহতের কথা নিশ্চিত না করলেও বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে, বহু মানুষ হতাহত হয়েছে। তবে রয়টার্স কোনো সংখ্যা দেয়নি।
বিমানবন্দরের কাছের একটি এলাকা থেকে রাতের আকাশে হঠাৎ ধোঁয়া উড়তে দেখা যায়। সঙ্গে আগুনের লেলিহান শিখাও দৃশ্যমান হয়। স্থানীয় দমকলবাহিনী ও উদ্ধারকারী দল দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। গুদামঘরটিতে কীভাবে আগুন লেগেছে, তা জানা না গেলেও আরটির প্রতিবেদনে বলা হয়েছে, বাজ পড়ার কারণেই ওই ভবনে আগুন লাগে এবং সেখান থেকে বিস্ফোরণ হয়। তবে এই খবর সত্য কি না, উজবেকিস্তানের সরকার এখনো তা নিশ্চিত করেনি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রথমে ঘটনাস্থলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা হবে। তারপর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হবে।
যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজস্ব চ্যানেলে শেয়ার করা এক পোস্টে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিপুলসংখ্যক লোককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পোস্টে জানানো হয়েছে, হাসপাতালে নেওয়াদের মধ্যে ‘গুরুতর আহত’ কেউ নেই। বিস্ফোরণের পরপরই একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।
উজবেক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ও আশপাশের আবাসিক ভবনগুলোতে যারা এ দুর্ঘটনার কারণে আহত হয়েছে, তাদেরও জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
নৌবাহিনীতে স্টিলথ প্রযুক্তির দৌড়ে এত দিন শীর্ষস্থানে ছিল যুক্তরাষ্ট্র। এই প্রযুক্তির এফ-৩৫সি যুদ্ধবিমান দীর্ঘদিন ধরেই মার্কিন বিমানবাহী জাহাজগুলোতে মোতায়েন রয়েছে। তবে এবার চীন প্রথমবারের মতো নিজেদের নৌবাহিনীর জন্য স্টিলথ ফাইটার জে-৩৫ মোতায়েন করে যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে।
১১ মিনিট আগেআমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরি বারাক ওবামাকে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ‘রাশিয়াগেট’ এবং ‘ভোট জালিয়াতি’ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে তিনি ওবামা এবং তাঁর প্রশাসনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান।
১ ঘণ্টা আগেতৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ‘এ রাজ্যে যাদের বাংলা ভাষাভাষী বলে নিপীড়ন করা হচ্ছে, সেই একই দল অন্য রাজ্যে তাদের জমি দিচ্ছে! এটা দুমুখো রাজনীতি।’
২ ঘণ্টা আগেইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত। এমনকি, দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে তা নিয়েও তিনি খুব একটা আশাবাদী নন। তবুও ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে